ETV Bharat / sports

হার্দিকের ছেলেকে অলরাউন্ডার হিসেবে দেখতে চান রাহুল - হার্দিক পাণ্ডিয়ার ছেলের কেরিয়ার ঠিক করে দিলেন লােকেশ রাহুল

হার্দিকের ছেলেকে ফাস্ট বোলার অলরাউন্ডার হিসেবে দেখতে চান লোকেশ রাহুল ৷

বয়স 10 দিন, হার্দিকের ছেলের ক্যারিয়ার ঠিক করে দিলেন রাহুল
বয়স 10 দিন, হার্দিকের ছেলের ক্যারিয়ার ঠিক করে দিলেন রাহুল
author img

By

Published : Aug 8, 2020, 6:24 PM IST

মুম্বই, 8 অগাস্ট: সবে দশ দিন হল পৃথিবীর আলো দেখেছে ৷ এখনও নাম পর্যন্ত ঠিক হয়নি ৷ কিন্তু এখন থেকেই ছেলের ক্যারিয়ার নিয়ে পরামর্শ পেতে শুরু করেছেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ৷ পরামর্শ এসেছে জাতীয় দলের সতীর্থ ও হার্দিকের পরম বন্ধু লোকেশ রাহুলের থেকে ৷

আধুনিক যুগের বাবা-মায়ের ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে আগেভাগেই পরিকল্পনা করে থাকেন ৷ সবে বাবা হওয়া হার্দিক পাণ্ডিয়া এত তাড়াতাড়ি হয়তো ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না ৷ হার্দিক-নাতাশা ভাবুক বা নাই ভাবুক, জুনিয়র পাণ্ডিয়ার ভবিষ্যৎ ঠিক করে ফেলেছেন লোকেশ রাহুল ৷ কর্নাটকের ব্যাটসম্যানের মতে, হার্দিকের উচিত বড় হয়ে ছেলেকে ফাস্ট বোলার অলরাউন্ডার তৈরি করা ৷ সম্প্রতি হার্দিকের দাদা ক্রুণাল পাণ্ডিয়া ভাইপোকে নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো আপলোড করেন ৷ ভিডিয়োর ক্যাপশন ছিল, "চলো ক্রিকেট নিয়ে একটু কথা বলি ৷" ক্রুণালের পোস্টে লোকেশ মন্তব্য করেন, "ওকে বলো ভবিষ্যতে ওকে ফাস্ট বোলার অলরাউন্ডার হতে হবে ৷"

রাহুলের মন্তব্য
রাহুলের মন্তব্য

হার্দিক ও ক্রুণাল দুজনেই অলরাউন্ডার ৷ হার্দিক মিডিয়াম পেস অলরাউন্ডার ৷ অন্যদিকে ক্রুণাল স্পিন অলরাউন্ডার হিসেবে খেলেন ৷ বাবা-জ্যাঠার পথ অনুসরণ করে হার্দিকের ছেলেরও ক্রিকেটকেই বেছে নেওয়া উচিত বলে মনে করেন লোকেশ রাহুল ৷ তাও আবার ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে ৷ প্রসঙ্গত, কপিল দেবের পর সফল পেস অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ডিয়াকে পেয়েছে ভারত ৷

মুম্বই, 8 অগাস্ট: সবে দশ দিন হল পৃথিবীর আলো দেখেছে ৷ এখনও নাম পর্যন্ত ঠিক হয়নি ৷ কিন্তু এখন থেকেই ছেলের ক্যারিয়ার নিয়ে পরামর্শ পেতে শুরু করেছেন ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ৷ পরামর্শ এসেছে জাতীয় দলের সতীর্থ ও হার্দিকের পরম বন্ধু লোকেশ রাহুলের থেকে ৷

আধুনিক যুগের বাবা-মায়ের ছেলেমেয়েদের ভবিষ্যৎ নিয়ে আগেভাগেই পরিকল্পনা করে থাকেন ৷ সবে বাবা হওয়া হার্দিক পাণ্ডিয়া এত তাড়াতাড়ি হয়তো ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন না ৷ হার্দিক-নাতাশা ভাবুক বা নাই ভাবুক, জুনিয়র পাণ্ডিয়ার ভবিষ্যৎ ঠিক করে ফেলেছেন লোকেশ রাহুল ৷ কর্নাটকের ব্যাটসম্যানের মতে, হার্দিকের উচিত বড় হয়ে ছেলেকে ফাস্ট বোলার অলরাউন্ডার তৈরি করা ৷ সম্প্রতি হার্দিকের দাদা ক্রুণাল পাণ্ডিয়া ভাইপোকে নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো আপলোড করেন ৷ ভিডিয়োর ক্যাপশন ছিল, "চলো ক্রিকেট নিয়ে একটু কথা বলি ৷" ক্রুণালের পোস্টে লোকেশ মন্তব্য করেন, "ওকে বলো ভবিষ্যতে ওকে ফাস্ট বোলার অলরাউন্ডার হতে হবে ৷"

রাহুলের মন্তব্য
রাহুলের মন্তব্য

হার্দিক ও ক্রুণাল দুজনেই অলরাউন্ডার ৷ হার্দিক মিডিয়াম পেস অলরাউন্ডার ৷ অন্যদিকে ক্রুণাল স্পিন অলরাউন্ডার হিসেবে খেলেন ৷ বাবা-জ্যাঠার পথ অনুসরণ করে হার্দিকের ছেলেরও ক্রিকেটকেই বেছে নেওয়া উচিত বলে মনে করেন লোকেশ রাহুল ৷ তাও আবার ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে ৷ প্রসঙ্গত, কপিল দেবের পর সফল পেস অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ডিয়াকে পেয়েছে ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.