ETV Bharat / sports

"টম ক্রুজের থেকেও জনপ্রিয়", জন্মদিনে কিং খানকে শুভেচ্ছা নাইটদের - ইয়ন মরগ্যান

আজ টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে KKR । ভিডিয়োতে ক্যাপ্টেন ইয়ন মরগ্যান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, দীনেশ কার্তিকরা শাহরুখের সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করেছেন ।

"টম ক্রুজের থেকেও জনপ্রিয়", জন্মদিনে কিং খানকে শুভেচ্ছা নাইটদের
"টম ক্রুজের থেকেও জনপ্রিয়", জন্মদিনে কিং খানকে শুভেচ্ছা নাইটদের
author img

By

Published : Nov 2, 2020, 6:50 PM IST

আবু ধাবি, 2 নভেম্বর : রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জিতে জন্মদিনের প্রাক্কালে শাহরুখ খানকে সবচেয়ে বড় উপহার দিয়েছে কলকাতা নাইট রাইডার্স । এবার কিং খানকে জন্মদিনের শুভেচ্ছা জানাল KKR-এর পুরো টিম । তার মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে নাইট অধিনায়ক ইয়ন মরগ্যান । জন্মদিনের দলের মালিককে টম ক্রুজের চেয়েও বেশি জনপ্রিয় বলেছেন ক্যাপ্টেন মরগ্যান ।

আজ 55 বছরে পা দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান । সকাল থেকেই অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি । গতকাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জেতার পর বাদশাকে আলাদাভাবে শুভেচ্ছা জানিয়েছে কলকাতা নাইট রাইডার্সও । আজ টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে KKR । ভিডিয়োতে ক্যাপ্টেন ইয়ন মরগ্যান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, দীনেশ কার্তিকরা শাহরুখের সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করেছেন । প্রথম দেখার অভিজ্ঞতা বলতে গিয়ে কার্তিক বালিতে ছুটি কাটানোর সময়ের কথা বলেছেন । ভারতীয় সিনে জগতের আইকনের নম্র ব্যবহারে মুগ্ধ হয়ে গেছিলেন আন্দ্রে রাসেল ।

কিন্তু শাহরুখ ভক্তদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ইয়ন মরগ্যানের মন্তব্য । মরগ্যান বলেছেন, "সবাই ওঁকে ভারতের টম ক্রুজ বলে । আমি বলব উনি টম ক্রুজের থেকেও জনপ্রিয় ।" দলের তরুণ ব্রিগেডের মধ্যে কুলদীপ যাদব, শিবম মাভিরা সুপারস্টারের দ্বারা অভিনীত তাঁদের পছন্দের চরিত্রের কথা জানিয়েছেন । পাশাপাশি শাহরুখের নতুন সিনেমার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন তাঁরা ।

আবু ধাবি, 2 নভেম্বর : রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জিতে জন্মদিনের প্রাক্কালে শাহরুখ খানকে সবচেয়ে বড় উপহার দিয়েছে কলকাতা নাইট রাইডার্স । এবার কিং খানকে জন্মদিনের শুভেচ্ছা জানাল KKR-এর পুরো টিম । তার মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে নাইট অধিনায়ক ইয়ন মরগ্যান । জন্মদিনের দলের মালিককে টম ক্রুজের চেয়েও বেশি জনপ্রিয় বলেছেন ক্যাপ্টেন মরগ্যান ।

আজ 55 বছরে পা দিলেন বলিউডের বাদশা শাহরুখ খান । সকাল থেকেই অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি । গতকাল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ জেতার পর বাদশাকে আলাদাভাবে শুভেচ্ছা জানিয়েছে কলকাতা নাইট রাইডার্সও । আজ টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে KKR । ভিডিয়োতে ক্যাপ্টেন ইয়ন মরগ্যান, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, দীনেশ কার্তিকরা শাহরুখের সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করেছেন । প্রথম দেখার অভিজ্ঞতা বলতে গিয়ে কার্তিক বালিতে ছুটি কাটানোর সময়ের কথা বলেছেন । ভারতীয় সিনে জগতের আইকনের নম্র ব্যবহারে মুগ্ধ হয়ে গেছিলেন আন্দ্রে রাসেল ।

কিন্তু শাহরুখ ভক্তদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ইয়ন মরগ্যানের মন্তব্য । মরগ্যান বলেছেন, "সবাই ওঁকে ভারতের টম ক্রুজ বলে । আমি বলব উনি টম ক্রুজের থেকেও জনপ্রিয় ।" দলের তরুণ ব্রিগেডের মধ্যে কুলদীপ যাদব, শিবম মাভিরা সুপারস্টারের দ্বারা অভিনীত তাঁদের পছন্দের চরিত্রের কথা জানিয়েছেন । পাশাপাশি শাহরুখের নতুন সিনেমার অপেক্ষায় রয়েছেন বলে জানিয়েছেন তাঁরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.