ETV Bharat / sports

"KKR থেকে সৌরভকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কঠিন ছিল না" - KKR CEO venky mysore Claims Removing Sourav Ganguly In 2011 NOT Tough For Him

2010 সংস্করণে কলকাতা নাইট রাইডার্স থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে সরানো হয়েছিল ৷ এই সিদ্ধান্ত সমর্থকদের উপর ব্যাপক প্রভাব ফেলেছিল ৷

IPL: সৌরভকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কঠিন ছিল না
IPL: সৌরভকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কঠিন ছিল না
author img

By

Published : Aug 24, 2020, 6:20 PM IST

কলকাতা, 24 অগাস্ট: কলকাতা নাইট রাইডার্স থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছেঁটে ফেলার সিদ্ধান্ত তাঁর পক্ষে খুব কঠিন কাজ ছিল না ৷ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ককে দলে না রাখার সিদ্ধান্ত নিতে বেগ পেতে হয়নি ৷ একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানালেন KKR-এর CEO ভেঙ্কি মাইসোর ৷

কঠিন সময়ে জাতীয় দলের নেতৃত্ব হাতে তুলে নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ দলের মানসিকতা, খেলার ধরন বদলে দিয়েছিলেন ৷ যুবরাজ সিং, হরভজন সিংয়ের মতো ক্রিকেট ব্যক্তিত্বরা তাঁদের কেরিয়ারের সৌরভের গুরুত্বের কথা বারবার জানিয়েছেন ৷ কিন্তু জাতীয় দলের মতো সৌরভের IPL ভাগ্য ভালো ছিল না ৷ দুটি সংস্করণে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন ৷ কিন্তু ট্রফি জেতাতে পারেননি ৷ পারফরম্যান্সের কারণে 2010 সালে তৃতীয় সংস্করণে সৌরভকে দলে রাখতে চায়নি ম্যানেজমেন্ট ৷ KKR কর্তাদের সেই সিদ্ধান্তে ব্যপক বিতর্ক দেখা দিয়েছিল ৷ ঘটনার দশ বছর পর সৌরভের ছাঁটাই নিয়ে মুখ খুললেন দলের CEO ভেঙ্কি মাইসোর ৷ তিনি বলেন, "দল থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাদ দেওয়ার সিদ্ধান্তটা খুব কঠিন মনে হয়নি ৷"

তবে এর পিছনে কারণটাও ব্যাখ্যা করেছেন তিনি ৷ তাঁর কথায়, "তখন প্রথম KKR-এর সঙ্গে যুক্ত হয়েছি ৷ তাই আবেগ বলে কিছু ছিল না ৷ তাই সিদ্ধান্ত নিতে সমস্যা হয়নি ৷" কিন্তু এর সঙ্গেই তিনি স্বীকার করেছেন যে এক বা দুই বছর কাজ করার পর এই সিদ্ধান্তটাই তাঁর কাছে খুব কঠিন বলে মনে হত ৷

কলকাতা, 24 অগাস্ট: কলকাতা নাইট রাইডার্স থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ছেঁটে ফেলার সিদ্ধান্ত তাঁর পক্ষে খুব কঠিন কাজ ছিল না ৷ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ককে দলে না রাখার সিদ্ধান্ত নিতে বেগ পেতে হয়নি ৷ একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে একথা জানালেন KKR-এর CEO ভেঙ্কি মাইসোর ৷

কঠিন সময়ে জাতীয় দলের নেতৃত্ব হাতে তুলে নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ দলের মানসিকতা, খেলার ধরন বদলে দিয়েছিলেন ৷ যুবরাজ সিং, হরভজন সিংয়ের মতো ক্রিকেট ব্যক্তিত্বরা তাঁদের কেরিয়ারের সৌরভের গুরুত্বের কথা বারবার জানিয়েছেন ৷ কিন্তু জাতীয় দলের মতো সৌরভের IPL ভাগ্য ভালো ছিল না ৷ দুটি সংস্করণে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছেন ৷ কিন্তু ট্রফি জেতাতে পারেননি ৷ পারফরম্যান্সের কারণে 2010 সালে তৃতীয় সংস্করণে সৌরভকে দলে রাখতে চায়নি ম্যানেজমেন্ট ৷ KKR কর্তাদের সেই সিদ্ধান্তে ব্যপক বিতর্ক দেখা দিয়েছিল ৷ ঘটনার দশ বছর পর সৌরভের ছাঁটাই নিয়ে মুখ খুললেন দলের CEO ভেঙ্কি মাইসোর ৷ তিনি বলেন, "দল থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাদ দেওয়ার সিদ্ধান্তটা খুব কঠিন মনে হয়নি ৷"

তবে এর পিছনে কারণটাও ব্যাখ্যা করেছেন তিনি ৷ তাঁর কথায়, "তখন প্রথম KKR-এর সঙ্গে যুক্ত হয়েছি ৷ তাই আবেগ বলে কিছু ছিল না ৷ তাই সিদ্ধান্ত নিতে সমস্যা হয়নি ৷" কিন্তু এর সঙ্গেই তিনি স্বীকার করেছেন যে এক বা দুই বছর কাজ করার পর এই সিদ্ধান্তটাই তাঁর কাছে খুব কঠিন বলে মনে হত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.