ETV Bharat / sports

সামনে দুর্ধর্ষ দিল্লি, আজ জেতা ছাড়া উপায় নেই লোকেশ-গেইলদের - kings eleven punjab vs delhi capitals ipl 2020 match preview

আজ জিতলেই প্রথম দল হিসেবে প্লে অফে পা রাখবে দিল্লি ক্যাপিটালস । 9 ম্যাচে 14 পয়েন্টে থাকা দিল্লি আজ সেই শুভকাজটা সেরে রাখতে চাইছে ।

সামনে দুর্ধর্ষ দিল্লি, আজ জেতা ছাড়া উপায় নেই লোকেশ-গেইলদের
সামনে দুর্ধর্ষ দিল্লি, আজ জেতা ছাড়া উপায় নেই লোকেশ-গেইলদের
author img

By

Published : Oct 20, 2020, 10:47 AM IST

দুবাই, 20 অক্টোবর : গত ম্যাচের ডাবল সুপার ওভারের নাটকীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব । সেই হারে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে KXIP । রাহুলদের সামনে আজ ফের অগ্নিপরীক্ষা । শেষ চারের আশা টিকিয়ে রাখতে হলে আজকের ম্যাচ জিততেই হবে তাদের । আর এই মরণ বাঁচন ম্যাচে কিংসদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস । চলতি IPL-এর সবচেয়ে ধারাবাহিক দল । পয়েন্ট তালিকার এক নম্বর স্থানাধিকারী ।

কিংসের কাছে এখন সব ম্যাচই নকআউট । পরপর দু'টি জয়ে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে পঞ্জাবের । টপ অর্ডারে রয়েছেন লোকেশ রাহুলের মতো শক্তিশালী ব্যাটসম্যান । রয়েছেন ময়ঙ্ক আগরওয়াল । দলে ফিরেছেন ক্রিস গেইল । শক্তিশালী টপ অর্ডার নিয়ে আজকের মরণ বাঁচন ম্যাচে প্রতিপক্ষের উপর আঘাত হানতে তৈরি তারা ।

525 রান করে কমলা টুপির লড়াইয়ে সবার উপরে রয়েছেন লোকেশ রাহুল । অন্যদিকে বেগুনি টুপি দিল্লির পেসার কাগিসো রাবাদার দখলে । আজ দুবাইয়ে জমে উঠবে দুই দলের প্রধান দুই শক্তির দ্বৈরথ । তালিকায় রয়েছে গেইল-অশ্বিনের দ্বৈরথও । গত ম্যাচে শিখর ধাওয়ানের ব্যাটে এসেছিল দুরন্ত সেঞ্চুরি । দিল্লির ব্যাটিং বিভাগের শক্তি শ্রেয়াস আইয়ার । মহম্মদ শামির থেকে সতর্ক থাকতে হবে তাঁদের ।

আজ জিতলেই প্রথম দল হিসেবে প্লে অফে পা রাখবে দিল্লি ক্যাপিটালস । 9 ম্যাচে 14 পয়েন্টে থাকা দিল্লি আজ পঞ্জাবকে হারিয়ে সেই শুভকাজটা সেরে রাখতে চাইছে । শিখর ধাওয়ানের ফর্মে ফেরা স্বস্তি দিচ্ছে দিল্লি শিবিরকে । পন্থের অনুপস্থিতি গত ম্যাচে তেমন প্রভাব ফেলেনি । আজ প্রথম একাদশে ফিরতে পারেন ঋষভ । বোলিং বিভাগ নিয়ে সন্তুষ্ট কোচ রিকি পন্টিং ।

তবে কোনও দলকেই হালকাভাবে না নেওয়ার কথা বলেছেন রিকি পন্টিং । গত ম্যাচেই মুম্বইকে হারিয়েছে লোকেশ রাহুলরা । আত্মসন্তুষ্টিতে না ভুগে জয়ের লক্ষ্যে ঝাঁপাক দল, চাইছেন দিল্লি কোচ ।

দুবাই, 20 অক্টোবর : গত ম্যাচের ডাবল সুপার ওভারের নাটকীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব । সেই হারে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে KXIP । রাহুলদের সামনে আজ ফের অগ্নিপরীক্ষা । শেষ চারের আশা টিকিয়ে রাখতে হলে আজকের ম্যাচ জিততেই হবে তাদের । আর এই মরণ বাঁচন ম্যাচে কিংসদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস । চলতি IPL-এর সবচেয়ে ধারাবাহিক দল । পয়েন্ট তালিকার এক নম্বর স্থানাধিকারী ।

কিংসের কাছে এখন সব ম্যাচই নকআউট । পরপর দু'টি জয়ে আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে পঞ্জাবের । টপ অর্ডারে রয়েছেন লোকেশ রাহুলের মতো শক্তিশালী ব্যাটসম্যান । রয়েছেন ময়ঙ্ক আগরওয়াল । দলে ফিরেছেন ক্রিস গেইল । শক্তিশালী টপ অর্ডার নিয়ে আজকের মরণ বাঁচন ম্যাচে প্রতিপক্ষের উপর আঘাত হানতে তৈরি তারা ।

525 রান করে কমলা টুপির লড়াইয়ে সবার উপরে রয়েছেন লোকেশ রাহুল । অন্যদিকে বেগুনি টুপি দিল্লির পেসার কাগিসো রাবাদার দখলে । আজ দুবাইয়ে জমে উঠবে দুই দলের প্রধান দুই শক্তির দ্বৈরথ । তালিকায় রয়েছে গেইল-অশ্বিনের দ্বৈরথও । গত ম্যাচে শিখর ধাওয়ানের ব্যাটে এসেছিল দুরন্ত সেঞ্চুরি । দিল্লির ব্যাটিং বিভাগের শক্তি শ্রেয়াস আইয়ার । মহম্মদ শামির থেকে সতর্ক থাকতে হবে তাঁদের ।

আজ জিতলেই প্রথম দল হিসেবে প্লে অফে পা রাখবে দিল্লি ক্যাপিটালস । 9 ম্যাচে 14 পয়েন্টে থাকা দিল্লি আজ পঞ্জাবকে হারিয়ে সেই শুভকাজটা সেরে রাখতে চাইছে । শিখর ধাওয়ানের ফর্মে ফেরা স্বস্তি দিচ্ছে দিল্লি শিবিরকে । পন্থের অনুপস্থিতি গত ম্যাচে তেমন প্রভাব ফেলেনি । আজ প্রথম একাদশে ফিরতে পারেন ঋষভ । বোলিং বিভাগ নিয়ে সন্তুষ্ট কোচ রিকি পন্টিং ।

তবে কোনও দলকেই হালকাভাবে না নেওয়ার কথা বলেছেন রিকি পন্টিং । গত ম্যাচেই মুম্বইকে হারিয়েছে লোকেশ রাহুলরা । আত্মসন্তুষ্টিতে না ভুগে জয়ের লক্ষ্যে ঝাঁপাক দল, চাইছেন দিল্লি কোচ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.