ETV Bharat / sports

কোহলিকে স্লেজিং করতে চান না এই অস্ট্রেলিয়ান বোলার - virat kohli

বিরাট কোহলিকে স্লেজিং করতে চান না অস্ট্রেলিয়ান পেসার জস হ্যাজ়েলউড ৷

কোহলিকে স্লেজিং করে পায়ে কুঠুল মারতে চান না হ্যাজেলউড
কোহলিকে স্লেজিং করে পায়ে কুঠুল মারতে চান না হ্যাজেলউড
author img

By

Published : Jul 5, 2020, 8:16 PM IST

মেলবোর্ন, 5 জুলাই: স্লেজিংয়ের জন্য কুখ্যাত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ৷ প্রতিপক্ষ টিমের ব্যাটসম্যানকে কথার জালে জড়িয়ে তাকে ফাঁদে ফেলতে ওস্তাদ তারা ৷ সেই অস্ট্রেলিয়ান দলেরই এক বোলার বিরাট কোহলিকে স্লেজিং করতে ভয় পান ৷ এই তথ্য ফাঁস করেছেন জস হ্যাজ়েলউড নিজেই ৷ কোহলিকে ঝগড়ুটেও বলেছেন তিনি ৷

অতীতে একাধিকবার কোহলিকে স্লেজিংয়ের বহুবার চেষ্টা করেছে অস্ট্রেলিয়ান বোলাররা ৷ কিন্তু তাতে কোনও ফল হয় না ৷ হ্যাজ়েলউড বলেছেন, "কোহলিকে স্লেজিং করার চেয়ে নিজেদের খেলার দিকে মনোযোগ দিলে বেশি উপকার হয় ৷ তাই ভবিষ্যতে অন্তত কোহলিকে স্লেজিং করার চেষ্টা করব না ৷ ওর সঙ্গে যাতে কোনও ঝামেলায় জড়িয়ে না পড়ি তার চেষ্টা করব ৷ 2018 সালের টেস্ট সিরিজ়ের পরই আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে ৷" 2018 বর্ডার-গাভাসকর ট্রফিতে মাঠে কোহলি ও অজ়ি অধিনায়ক টিম পেইনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল ৷ যা নিয়ে প্রবল বিতর্ক হয় ৷

তাঁর কথায়, "আমার মনে হয় কোহলি ঝগড়া করতে ভালোবাসে ৷ কারণ এটা করলেই ওর মধ্য থেকে সেরা পারফরম্যান্স বেরিয়ে আসে ৷ ব্যাটিংয়ের সময় এটা বেশি কার্যকর হয় ৷ তাই কোহলির ব্যাটিংয়ের সময় মোটেও ওকে স্লেজিং করা চলবে না ৷ এতে আখেরে আমাদেরই ক্ষতি ৷"

মেলবোর্ন, 5 জুলাই: স্লেজিংয়ের জন্য কুখ্যাত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা ৷ প্রতিপক্ষ টিমের ব্যাটসম্যানকে কথার জালে জড়িয়ে তাকে ফাঁদে ফেলতে ওস্তাদ তারা ৷ সেই অস্ট্রেলিয়ান দলেরই এক বোলার বিরাট কোহলিকে স্লেজিং করতে ভয় পান ৷ এই তথ্য ফাঁস করেছেন জস হ্যাজ়েলউড নিজেই ৷ কোহলিকে ঝগড়ুটেও বলেছেন তিনি ৷

অতীতে একাধিকবার কোহলিকে স্লেজিংয়ের বহুবার চেষ্টা করেছে অস্ট্রেলিয়ান বোলাররা ৷ কিন্তু তাতে কোনও ফল হয় না ৷ হ্যাজ়েলউড বলেছেন, "কোহলিকে স্লেজিং করার চেয়ে নিজেদের খেলার দিকে মনোযোগ দিলে বেশি উপকার হয় ৷ তাই ভবিষ্যতে অন্তত কোহলিকে স্লেজিং করার চেষ্টা করব না ৷ ওর সঙ্গে যাতে কোনও ঝামেলায় জড়িয়ে না পড়ি তার চেষ্টা করব ৷ 2018 সালের টেস্ট সিরিজ়ের পরই আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে ৷" 2018 বর্ডার-গাভাসকর ট্রফিতে মাঠে কোহলি ও অজ়ি অধিনায়ক টিম পেইনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল ৷ যা নিয়ে প্রবল বিতর্ক হয় ৷

তাঁর কথায়, "আমার মনে হয় কোহলি ঝগড়া করতে ভালোবাসে ৷ কারণ এটা করলেই ওর মধ্য থেকে সেরা পারফরম্যান্স বেরিয়ে আসে ৷ ব্যাটিংয়ের সময় এটা বেশি কার্যকর হয় ৷ তাই কোহলির ব্যাটিংয়ের সময় মোটেও ওকে স্লেজিং করা চলবে না ৷ এতে আখেরে আমাদেরই ক্ষতি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.