ETV Bharat / sports

নাইটদের নেতৃত্ব থেকে সৌরভকে সরাতে চেয়েছিলেন বুকানন - সৌরভ গাঙ্গুলি

কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব থেকে সৌরভ গাঙ্গুলিকে সরাতে চেয়েছিলেন কোচ জন বুকানন ৷ ফাঁস করেছেন প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া ৷

নাইটদের নেতৃত্ব থেকে সৌরভকে সরাতে চেয়েছিলেন বুকানন
নাইটদের নেতৃত্ব থেকে সৌরভকে সরাতে চেয়েছিলেন বুকানন
author img

By

Published : Jul 4, 2020, 8:30 PM IST

কলকাতা, 4 জুলাই : জাতীয় দলে তাঁর নেতৃত্ব কেড়েছিলেন অস্ট্রেলিয়ান কোচ গ্রেগ চ্যাপেল ৷ গ্রেগ-সৌরভের সেই দ্বন্দ্ব ভারতীয় ক্রিকেটের অন্যতম বিতর্কিত অধ্যায় ৷ তবে শুধু জাতীয় দলের ক্ষেত্রেই নয়, IPL টিম থেকেও সৌরভের হাত থেকে নেতৃত্বও কাড়তে চেয়েছিলেন কোচ জন বুকানন ৷ কাকতালীয় হলেও বুকানন হলেন অস্ট্রেলিয়ার কোচ ৷ সৌরভের সঙ্গে বুকাননের মতের অমিল হওয়াতেই এমটা চেয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বকাপজয়ী কোচ ৷ সম্প্রতি এই তথ্য সামনে এনেছেন প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া ৷ সেইসময় কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত ছিলেন আকাশ চোপড়া ৷

যদিও 2008 সালে IPL শুরুর সময়ে সৌরভ-বুকাননের সম্পর্ক ভালোই ছিল ৷ কিন্তু প্রথম মরশুমে কিং খানের দল শেষ করেছিল ছয় নম্বরে ৷ তারপরই কোচ-ক্যাপ্টেনের সম্পর্কের ধীরে ধীরে অবনতি হতে থাকে ৷ প্রথম মরশুমের ব্যর্থতার পর 2009 সালে নাইটদের "মাল্টিপল ক্যাপ্টেন থিওরি"র প্রস্তাব দেন বুকানন ৷ কিন্তু 2003 সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী কোচের এই প্রস্তাব মোটেও মনে ধরেনি মহারাজের ৷ মতানৈক্যের শুরু সেখান থেকেই ৷ নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড় বলেছেন, "বুকাননের কাজের পদ্ধতি অন্যরকম ছিল ৷ আর সৌরভ ছিল অন্য ধাতের ৷ যার ফলস্বরূপ সৌরভকে নেতৃত্বকে থেকে হটাতে চেয়েছিলেন বুকানন ৷" কোচের সেই ইচ্ছে পূরণ হয়েছিল ৷ সৌরভের পরিবর্তে কিং খানের দলের নেতৃত্বে এসেছিলেন ব্র্যান্ডন ম্যাকালাম ৷

যদিও অধিনায়ক বদলেও লাভ হয়নি KKR-এর ৷ বরং 2009 সালে পয়েন্ট টেবিলের একেবারে অন্তিম স্থানে শেষ করেছিল নাইটরা ৷ যার জেরে চাকরি যায় বুকাননের ৷ আর পরের মরশুমের জন্য ফের নেতৃত্বের ব্যাটন হাতে আসে সৌরভের ৷

কলকাতা, 4 জুলাই : জাতীয় দলে তাঁর নেতৃত্ব কেড়েছিলেন অস্ট্রেলিয়ান কোচ গ্রেগ চ্যাপেল ৷ গ্রেগ-সৌরভের সেই দ্বন্দ্ব ভারতীয় ক্রিকেটের অন্যতম বিতর্কিত অধ্যায় ৷ তবে শুধু জাতীয় দলের ক্ষেত্রেই নয়, IPL টিম থেকেও সৌরভের হাত থেকে নেতৃত্বও কাড়তে চেয়েছিলেন কোচ জন বুকানন ৷ কাকতালীয় হলেও বুকানন হলেন অস্ট্রেলিয়ার কোচ ৷ সৌরভের সঙ্গে বুকাননের মতের অমিল হওয়াতেই এমটা চেয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বকাপজয়ী কোচ ৷ সম্প্রতি এই তথ্য সামনে এনেছেন প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া ৷ সেইসময় কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত ছিলেন আকাশ চোপড়া ৷

যদিও 2008 সালে IPL শুরুর সময়ে সৌরভ-বুকাননের সম্পর্ক ভালোই ছিল ৷ কিন্তু প্রথম মরশুমে কিং খানের দল শেষ করেছিল ছয় নম্বরে ৷ তারপরই কোচ-ক্যাপ্টেনের সম্পর্কের ধীরে ধীরে অবনতি হতে থাকে ৷ প্রথম মরশুমের ব্যর্থতার পর 2009 সালে নাইটদের "মাল্টিপল ক্যাপ্টেন থিওরি"র প্রস্তাব দেন বুকানন ৷ কিন্তু 2003 সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী কোচের এই প্রস্তাব মোটেও মনে ধরেনি মহারাজের ৷ মতানৈক্যের শুরু সেখান থেকেই ৷ নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড় বলেছেন, "বুকাননের কাজের পদ্ধতি অন্যরকম ছিল ৷ আর সৌরভ ছিল অন্য ধাতের ৷ যার ফলস্বরূপ সৌরভকে নেতৃত্বকে থেকে হটাতে চেয়েছিলেন বুকানন ৷" কোচের সেই ইচ্ছে পূরণ হয়েছিল ৷ সৌরভের পরিবর্তে কিং খানের দলের নেতৃত্বে এসেছিলেন ব্র্যান্ডন ম্যাকালাম ৷

যদিও অধিনায়ক বদলেও লাভ হয়নি KKR-এর ৷ বরং 2009 সালে পয়েন্ট টেবিলের একেবারে অন্তিম স্থানে শেষ করেছিল নাইটরা ৷ যার জেরে চাকরি যায় বুকাননের ৷ আর পরের মরশুমের জন্য ফের নেতৃত্বের ব্যাটন হাতে আসে সৌরভের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.