ETV Bharat / sports

একেই বিরাট, শীর্ষস্থান খোয়ালেন বুমরা - Virat Kohli

রিচার্ড হ্যাডলির দেশে একেবারেই ছন্দে পাওয়া যায়নি চোট সারিয়ে ফেরা জসপ্রীত বুমরাকে ৷ সিরিজ়ে একটিও উইকেট নিতে পারেননি তিনি ৷ এই খারাপ ফর্মের মাশুল দিতে হল তাঁকে ৷

icc ranking
শীর্ষস্থান খোয়ালেন বুমরা, একনম্বরেই বিরাট
author img

By

Published : Feb 12, 2020, 7:45 PM IST

দুবাই, 12 ফেব্রুয়ারি: বিশ্বের একনম্বর বোলার রইলেন না জসপ্রীত বুমরা ৷ মঙ্গলবার নতুন ODI র্যাঙ্কিং প্রকাশ করেছে ICC ৷ সেখানে বোলারদের র্যাঙ্কিংয়ে বুমরাকে টপকে পয়লা নম্বরে উঠে এসেছেন ট্রেন্ট বোল্ট ৷ তবে জায়গা ধরে রেখেছেন বিরাট কোহলি ৷ ব্যাটসম্যানদের তালিকায় এখনও একনম্বরে তিনি ৷

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ODI সিরিজ় 3-0 ব্যবধানে হেরেছে ভারত ৷ রিচার্ড হ্যাডলির দেশে একেবারেই ছন্দে পাওয়া যায়নি চোট সারিয়ে ফেরা জসপ্রীত বুমরাকে ৷ সিরিজ়ে একটিও উইকেট নিতে পারেননি তিনি ৷ এই খারাপ ফর্মের মাশুল দিতে হল তাঁকে ৷ বোলারদের র্যাঙ্কিয়ে একনম্বর থেকে সরে গিয়ে দুইয়ে নেমে গেলেন ভারতীয় পেসার ৷ তাঁর পয়েন্ট 719 ৷ বুমরাকে হটিয়ে র্যাঙ্কিংয়ের মগডাল ছুঁয়েছেন কিউয়ি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট ৷ বুমরার অবনতি হলেও সিরিজ়ে ছয়টি উইকেট নেওয়া স্পিনার যুজবেন্দ্র চাহাল ক্রমতালিকায় উন্নতি করেছেন ৷ 13 নম্বরে উঠে এসেছেন তিনি ৷ কুলদীপ যাদব এবং ভুবনশ্বর কুমার যথাক্রমে 16 এবং 19 নম্বরে রয়েছেন ৷

icc ranking
শীর্ষস্থান কায়েম রেখেছেন কোহলি

নিউজ়িল্যান্ড সফরে তেমন ছন্দে নেই অধিনায়ক কোহলিও ৷ টি-20 সিরিজ়ে বিরাটের ব্যাট থেকে রান এলেও ওয়ান ডে-তে বিবর্ণ লেগেছে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানকে ৷ যদিও এই ফর্মের প্রভাব র্যাঙ্কিংয়ে পড়েনি ৷ 50 ওভারের ফরম্যাটে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ক্যাপ্টেন কোহলি ৷

icc ranking
দুই নম্বরে নেমে গেলেন জসপ্রীত বুমরা

দুবাই, 12 ফেব্রুয়ারি: বিশ্বের একনম্বর বোলার রইলেন না জসপ্রীত বুমরা ৷ মঙ্গলবার নতুন ODI র্যাঙ্কিং প্রকাশ করেছে ICC ৷ সেখানে বোলারদের র্যাঙ্কিংয়ে বুমরাকে টপকে পয়লা নম্বরে উঠে এসেছেন ট্রেন্ট বোল্ট ৷ তবে জায়গা ধরে রেখেছেন বিরাট কোহলি ৷ ব্যাটসম্যানদের তালিকায় এখনও একনম্বরে তিনি ৷

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত ODI সিরিজ় 3-0 ব্যবধানে হেরেছে ভারত ৷ রিচার্ড হ্যাডলির দেশে একেবারেই ছন্দে পাওয়া যায়নি চোট সারিয়ে ফেরা জসপ্রীত বুমরাকে ৷ সিরিজ়ে একটিও উইকেট নিতে পারেননি তিনি ৷ এই খারাপ ফর্মের মাশুল দিতে হল তাঁকে ৷ বোলারদের র্যাঙ্কিয়ে একনম্বর থেকে সরে গিয়ে দুইয়ে নেমে গেলেন ভারতীয় পেসার ৷ তাঁর পয়েন্ট 719 ৷ বুমরাকে হটিয়ে র্যাঙ্কিংয়ের মগডাল ছুঁয়েছেন কিউয়ি ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট ৷ বুমরার অবনতি হলেও সিরিজ়ে ছয়টি উইকেট নেওয়া স্পিনার যুজবেন্দ্র চাহাল ক্রমতালিকায় উন্নতি করেছেন ৷ 13 নম্বরে উঠে এসেছেন তিনি ৷ কুলদীপ যাদব এবং ভুবনশ্বর কুমার যথাক্রমে 16 এবং 19 নম্বরে রয়েছেন ৷

icc ranking
শীর্ষস্থান কায়েম রেখেছেন কোহলি

নিউজ়িল্যান্ড সফরে তেমন ছন্দে নেই অধিনায়ক কোহলিও ৷ টি-20 সিরিজ়ে বিরাটের ব্যাট থেকে রান এলেও ওয়ান ডে-তে বিবর্ণ লেগেছে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানকে ৷ যদিও এই ফর্মের প্রভাব র্যাঙ্কিংয়ে পড়েনি ৷ 50 ওভারের ফরম্যাটে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ক্যাপ্টেন কোহলি ৷

icc ranking
দুই নম্বরে নেমে গেলেন জসপ্রীত বুমরা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.