ETV Bharat / sports

বুমরার হাত ধরেই বিশ্বকাপ জিততে পারে ভারত : ক্লার্ক - মাইকেল ক্লার্ক

বুমরার হাত ধরে ভারতে আসতে পারে তিন নম্বর বিশ্বকাপ । বললেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক ।

বুমরা
author img

By

Published : Jun 25, 2019, 4:59 AM IST

সিডনি, 25 জুন : ডেথ ওভারে তাঁর অস্ত্র ইয়র্কর । বাঘা বাঘা ব্যাটসম্যানরাও থই খুঁজে পান না । বুমরাই যে ভারতীয় দলের সেরা অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না । এক মত অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কেরও । তাঁর মতে, বুমরার হাত ধরে ভারতে আসতে পারে তিন নম্বর বিশ্বকাপ ।

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো পারফরমেন্স করেছেন বুমরা । প্রায় প্রত্যেক ম্যাচেই গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে দলকে স্বস্তি দিয়েছেন । যা মনে ধরেছে ক্লার্কের । PTI-কে দেওয়া সাক্ষাৎকারে ক্লার্ক ভূয়সি প্রশংসা করেছেন বুমরার । তাঁর কথায়, "অধিনায়ক হিসেবে, আপনার এমন একজন বোলার চাই, যিনি যেকোনও পরিস্থিতিতে উইকেট এনে দিতে পারেন । কোহলির দলে বুমরা তেমনই । শুরুতে বল করুক, 35 ওভারে বল করুক বা ডেথ ওভার-বুমরা ম্যাচ উইনিং বোলার । একার হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ।"

Clarke
মাইকেল ক্লার্ক

ক্লার্কের মতে, বুমরা পারে না, এরকম কিছু নেই । তিনি বলেন, "ওঁর মধ্যে সব অস্ত্র আছে । যথেষ্ট ফিট, স্বাস্থ্য ভালো । আশা করি, ভারতের বিশ্বকাপ জয়ে ও বড় ভূমিকা নেবে । নতুন বলে গতির সঙ্গে সুইং করাতে পারে । মিডল ওভারেও অতিরিক্ত জোরে বোলিং ব্যাটসম্যানদের সমস্যায় ফেলে । প্রায় 150 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বল করে । আর ডেথ ওভারে ওর ইয়র্করগুলো ভয়ংকর । এককথায় বুমরা জিনিয়াস ।"

সিডনি, 25 জুন : ডেথ ওভারে তাঁর অস্ত্র ইয়র্কর । বাঘা বাঘা ব্যাটসম্যানরাও থই খুঁজে পান না । বুমরাই যে ভারতীয় দলের সেরা অস্ত্র তা বলার অপেক্ষা রাখে না । এক মত অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কেরও । তাঁর মতে, বুমরার হাত ধরে ভারতে আসতে পারে তিন নম্বর বিশ্বকাপ ।

আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো পারফরমেন্স করেছেন বুমরা । প্রায় প্রত্যেক ম্যাচেই গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে দলকে স্বস্তি দিয়েছেন । যা মনে ধরেছে ক্লার্কের । PTI-কে দেওয়া সাক্ষাৎকারে ক্লার্ক ভূয়সি প্রশংসা করেছেন বুমরার । তাঁর কথায়, "অধিনায়ক হিসেবে, আপনার এমন একজন বোলার চাই, যিনি যেকোনও পরিস্থিতিতে উইকেট এনে দিতে পারেন । কোহলির দলে বুমরা তেমনই । শুরুতে বল করুক, 35 ওভারে বল করুক বা ডেথ ওভার-বুমরা ম্যাচ উইনিং বোলার । একার হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে ।"

Clarke
মাইকেল ক্লার্ক

ক্লার্কের মতে, বুমরা পারে না, এরকম কিছু নেই । তিনি বলেন, "ওঁর মধ্যে সব অস্ত্র আছে । যথেষ্ট ফিট, স্বাস্থ্য ভালো । আশা করি, ভারতের বিশ্বকাপ জয়ে ও বড় ভূমিকা নেবে । নতুন বলে গতির সঙ্গে সুইং করাতে পারে । মিডল ওভারেও অতিরিক্ত জোরে বোলিং ব্যাটসম্যানদের সমস্যায় ফেলে । প্রায় 150 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বল করে । আর ডেথ ওভারে ওর ইয়র্করগুলো ভয়ংকর । এককথায় বুমরা জিনিয়াস ।"

AP Video Delivery Log - 2200 GMT News
Monday, 24 June, 2019
Here is a roundup of Associated Press video content which has been sent to customers in the last hour. These items are available to access now on Media Port and Video Hub. Please note, customers will receive stories only if subscribed to the relevant product.
AP-APTN-2157: US NY Stonewall Anniversary AP Clients Only 4217399
Stonewall Stories: Legacy of the LGBTQ rebellion
AP-APTN-2156: UN Iran AP Clients Only 4217397
Iran: We don't want war or escalation of tensions
AP-APTN-2148: US IL Scholar Killed Family AP Clients Only 4217398
Family of China scholar killed in US on verdict
AP-APTN-2109: Sudan Egypt Standoff AP Clients Only 4217396
Sudan opposition on council refusal to share power
AP-APTN-2053: Serbia Weather No access Serbia 4217290
Torrential rain submerges roads causing traffic chaos
AP-APTN-2052: Iraq Special Forces Operation AP Clients Only 4217299
Iraqi special forces conduct anti-IS operation
AP-APTN-2052: France Summit AP Clients Only 4217304
Mediterranean FMs gather for talks on cooperation
AP-APTN-2051: West Bank Demonstration AP Clients Only 4217308
Palestinians demonstrate to reject Bahrain conference
AP-APTN-2051: Germany Planes Crash 2 No access Germany 4217363
One dead as German Eurofighter jets collide
AP-APTN-2050: Kazakstan Blast PART MANDATORY ON SCREEN CREDIT RADIO FREE EUROPE / RADIO LIBERTY 4217359
Arsenal fire injures 46, prompts evacuation
AP-APTN-2049: Germany Planes Crash MUST CREDIT: Ostseewelle Hitradio Mecklenburg-Vorpommern 4217341
German fighter jets collide during training mission
AP-APTN-2048: France Heatwave AP Clients Only 4217343
Heatwave expected to last all week with temps up to 40C
AP-APTN-2044: US PA Sestak 2020 Must credit 'Joe Sestak For President' 4217394
Sestak joins crowded Democratic race for president
AP-APTN-2043: US Trump Health Care AP Clients Only 4217393
Trump order aimed at 'real' health care costs
AP-APTN-2006: Archive Uruguay Mobster Escape AP Clients Only 4217390
Italian mobster escapes from Uruguay prison
AP-APTN-2002: Georgia Protest 2 AP Clients Only 4217389
Protests continue for 5th day straight in Georgian capital
AP-APTN-2001: US PA Cocaine Seizure Ship AP Clients Only 4217388
US drug ship containers still being scanned
To opt-in to receive AP’s video updates (content alerts, outlooks, etc) via email, please register via http://discover.ap.org/Signup-for-APvideoalert
If you have a video coverage enquiry, please contact the Customer Desk (available 24/7) – customerdesk@ap.org
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.