ETV Bharat / sports

1 রানের "দুর্ধর্ষ" ইনিংস, সারাজীবনের জন্য বিনামূল্যে চশমা পাবেন জ্যাক লিচ ! - Jack Leach to get free spectacles for life, says official sponsor of Ashes

জ্যাক লিচ চশমা পরেন । কাল যখন কামিন্স, হেজ়েলউডরা আগুনে বোলিং করছিলেন, তখন তাদের সামনে প্রাচীর হয়ে দাঁড়ান । প্রত্যেক বল খেলার আগে একবার করে চোখ মুছছিলেন । মানে চশমাটা পরিষ্কার করে নিচ্ছিলেন । ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরে স্টোকস মজার টুইট করে লেখেন, 'স্পনসর স্পেসেভারসকে অনুরোধ করব লিচকে সারাজীবনের জন্য বিনামূল্যে চশমা দিন ।' জবাব দেয় অ্যাসেজের স্পনসর স্পেসেভারসও । লেখে, 'আমরা জ্যাক লিচকে সারাজীবনের জন্য বিনামূল্যে চশমা দেব ।'

ফাইল ফোটো
author img

By

Published : Aug 26, 2019, 9:30 AM IST

দিল্লি, 26 অগাস্ট : অ্যাসেজের তৃতীয় টেস্টে অভাবনীয় জয় পেয়েছে ইংল্যান্ড । বেন স্টোকসের দুর্ধর্ষ ইনিংস দাগ কেটেছে সবার মনে । তিনি তো চ্যাম্পিয়নের মতোই খেলছেন । তবে, আর একজনের পারফরমেন্সের কথা না বললেই নয় । তিনি জ্যাক লিচ । ইংল্যান্ড স্পিনার । তাঁকে ক্রিকেট সমর্থকরা মনে রাখবেন অন্য এক কারণে । 11 নম্বরে যখন ব্যাট করতে এসেছিলেন তখন দল হারের মুখে । বাকি 73 রান । ক্রিজ়ে রয়েছেন স্টোকস । তাঁর কাজ ছিল স্টোকসকে সহায়তা করা । করেছেন । চার-ছয়ের ফুলঝুড়ি ফুটিয়ে ম্যাচ বের করলেন স্টোকস । কিন্তু, লিচ খেললেন তার থেকেও পরিণত ইনিংস । মাত্র 1 রান করেছেন । খেলেছেন 17টা বল । আর ইংল্যান্ড সমর্থকরা মনে করছেন, এই 17 বলই তাঁদের ম্যাচ জিতিয়েছে ।

লিচ চশমা পরেন । কাল যখন কামিন্স, হেজ়েলউডরা আগুনে বোলিং করছিলেন, তখন তাদের সামনে প্রাচীর হয়ে দাঁড়ান । প্রত্যেক বল খেলার আগে একবার করে চোখ মুছছিলেন । মানে চশমাটা পরিষ্কার করে নিচ্ছিলেন আর কী । 145 কিলোমিটার গতিবেগে বল আসছে । আর তিনি ঠুকছেন । ফের চশমা পরিষ্কার করছেন । তাঁর এই 'কর্মকাণ্ড' অনেকেরই চোখ এড়ায়নি । চোখ এড়ায়নি স্টোকসেরও । ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরে তাই তিনি একটি মজার টুইট করেন । লেখেন, 'স্পনসর স্পেসেভারসকে অনুরোধ করব লিচকে সারাজীবনের জন্য বিনামূল্যে চশমা দিন ।' জবাব দেয় অ্যাসেজের স্পনসর স্পেসেভারসও । লেখে, 'আমরা জ্যাক লিচকে সারাজীবনের জন্য বিনামূল্যে চশমা দেব ।'

অ্যাসেজ় সিরিজ়ের প্রথম টেস্টে জয়ী হয় অস্ট্রেলিয়া । দ্বিতীয় টেস্ট ড্র হয়েছিল । তৃতীয় টেস্টে একপ্রকার হারের মুখে ছিল ইংল্যান্ড । 359 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে 286 রানে 9 উইকেট হারায় । তারপরও স্টোকস-লিচ জুটি ম্যাচ বের করে ।

লিচের ব্যাটের হাত নেহাত খারাপ নয় । এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নাইটওয়াচম্যান হিসেবে নেমে 92 রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন তিনি ।

দিল্লি, 26 অগাস্ট : অ্যাসেজের তৃতীয় টেস্টে অভাবনীয় জয় পেয়েছে ইংল্যান্ড । বেন স্টোকসের দুর্ধর্ষ ইনিংস দাগ কেটেছে সবার মনে । তিনি তো চ্যাম্পিয়নের মতোই খেলছেন । তবে, আর একজনের পারফরমেন্সের কথা না বললেই নয় । তিনি জ্যাক লিচ । ইংল্যান্ড স্পিনার । তাঁকে ক্রিকেট সমর্থকরা মনে রাখবেন অন্য এক কারণে । 11 নম্বরে যখন ব্যাট করতে এসেছিলেন তখন দল হারের মুখে । বাকি 73 রান । ক্রিজ়ে রয়েছেন স্টোকস । তাঁর কাজ ছিল স্টোকসকে সহায়তা করা । করেছেন । চার-ছয়ের ফুলঝুড়ি ফুটিয়ে ম্যাচ বের করলেন স্টোকস । কিন্তু, লিচ খেললেন তার থেকেও পরিণত ইনিংস । মাত্র 1 রান করেছেন । খেলেছেন 17টা বল । আর ইংল্যান্ড সমর্থকরা মনে করছেন, এই 17 বলই তাঁদের ম্যাচ জিতিয়েছে ।

লিচ চশমা পরেন । কাল যখন কামিন্স, হেজ়েলউডরা আগুনে বোলিং করছিলেন, তখন তাদের সামনে প্রাচীর হয়ে দাঁড়ান । প্রত্যেক বল খেলার আগে একবার করে চোখ মুছছিলেন । মানে চশমাটা পরিষ্কার করে নিচ্ছিলেন আর কী । 145 কিলোমিটার গতিবেগে বল আসছে । আর তিনি ঠুকছেন । ফের চশমা পরিষ্কার করছেন । তাঁর এই 'কর্মকাণ্ড' অনেকেরই চোখ এড়ায়নি । চোখ এড়ায়নি স্টোকসেরও । ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরে তাই তিনি একটি মজার টুইট করেন । লেখেন, 'স্পনসর স্পেসেভারসকে অনুরোধ করব লিচকে সারাজীবনের জন্য বিনামূল্যে চশমা দিন ।' জবাব দেয় অ্যাসেজের স্পনসর স্পেসেভারসও । লেখে, 'আমরা জ্যাক লিচকে সারাজীবনের জন্য বিনামূল্যে চশমা দেব ।'

অ্যাসেজ় সিরিজ়ের প্রথম টেস্টে জয়ী হয় অস্ট্রেলিয়া । দ্বিতীয় টেস্ট ড্র হয়েছিল । তৃতীয় টেস্টে একপ্রকার হারের মুখে ছিল ইংল্যান্ড । 359 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে 286 রানে 9 উইকেট হারায় । তারপরও স্টোকস-লিচ জুটি ম্যাচ বের করে ।

লিচের ব্যাটের হাত নেহাত খারাপ নয় । এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে নাইটওয়াচম্যান হিসেবে নেমে 92 রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন তিনি ।

Antigua, Aug 26 (ANI): After the West Indies lost the first test against India by a hefty margin of 318 runs in Antigua, the Caribbean skipper, Jason Holder, said although there is so much to be disappointed with his team's performance, there was no point in "dropping our heads". Holder also said the teammates should uplift themselves before going for the second and final test of the series in Jamaica. West Indies had forced India to bat first after winning the toss in the test match, but the tides turned in India's favour as the match progressed. Men in Blue had given WI a laborious target of 419 runs in the second innings on the back of Ajinkya Rahane's century and Hanuma Vihari's solid 93-run inning. The WI boys crumbled under the pace attack of Jasprit Bumrah who completed his fourth five-wicket haul.

For All Latest Updates

TAGGED:

Ben Stokes
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.