কলকাতা, 5 মার্চ: ব্যক্তিগত স্কোর নয়, সবার আগে দল । তাই ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলের সামগ্রিক পারফরমেন্সের উপর জোর দেওয়ার কথা বলছেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন ৷ একই সুর শোনা গেল কোচ অরুণ লালের গলাতেও । 9 মার্চ রণজি ট্রফির ফাইনালে সৌরাষ্ট্রের বিরুদ্ধে নামবে বাংলা ৷ তার আগে শুক্রবার রাজকোট যাচ্ছে তারা ৷
ইডেনে কর্নাটককে সাড়ে তিনদিনের মধ্যে গুটিয়ে দিয়ে রণজির শেষ ধাপে পৌঁছেছে বাংলা । অভিমন্যু ঈশ্বরণ, ঈশান পোড়েলদের সামনে এবার সৌরাষ্ট্র । রণজির ফাইনালে চেতেশ্বর পূজারার দলের বিরুদ্ধে মাঠে নামার আগে দলগত সংহতিতে জোর দেওয়ার কথা বলছেন বাংলা দলের প্রত্যেক সদস্য । তাই ব্যক্তিগত ব্যর্থতা নিয়ে আলোচনা হলেও দলগত পারফরমেন্স ভালো হওয়ার কারণে সমস্যা চোখে পড়ছে না । তবে দলের টপ অর্ডারের খারাপ ব্যাটিং নিয়ে অস্বস্তি রয়েছে । খোদ অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন চলতি টুর্নামেন্টে প্রত্যাশিত ছন্দে নেই । শুধু তিনিই নন, অভিষেক রামন, সুদীপ চট্টোপাধ্যায়রাও একই দোষে দুষ্ট । মনোজ তিওয়ারির ব্যাটে কখনও রানের বর্ষা আবার কখনও গ্রীষ্মের খরা । ধারাবাহিকতা দেখিয়েছেন শুধু অনুস্টুপ মজুমদার, শাহবাজ আহমেদ ।
নিউজ়িল্যান্ড সফর সেরে রাজকোটে বাংলা দলের সঙ্গে যোগ দিচ্ছেন ঋদ্ধিমান সাহা । তাঁর যোগদানে শক্তিশালী হবে বাংলা । তবে ফাইনালের আগে যাবতীয় আলোচনার কেন্দ্রে বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনের খারাপ ফর্ম । কোচ অরুণ লাল বলছেন, তাঁর দলের অধিনায়ক চ্যাম্পিয়ন ক্রিকেটার । রানে ফেরা তাই সময়ের অপেক্ষা । হয়ত ফাইনালেই বড় ইনিংস আসবে অভিমন্যু ঈশ্বরনের ব্যাটে, আশা কোচের ।
খারাপ ফর্মের চক্রব্যুহ থেকে বেরোতে মরিয়া অভিমন্যু । ফর্মে ফেরার জন্যে বাড়তি অনুশীলন করছেন তিনি । তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলগত পারফরমেন্সকে সবার আগে রাখছেন তিনি । বাংলার অধিনায়ক বলছেন, "আমার সাজঘরে ব্যক্তি নয়, দল সবার আগে । তাই আমার রানের চেয়ে দলের জয় পাওয়া জরুরি ।" কোচ অরুণ লাল অবশ্য ট্রফির চিন্তা করতে বারণ করেছেন । ডাগ আউটে বসে প্রতিটি ম্যাচে প্রতিপক্ষকে মেপে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন তিনি । ফাইনালের চাপ না নিয়ে ছেলেদের ক্রিকেটটাকে উপভোগ করতে বলেছেন ।
2006-07 মরশুমে বাংলা শেষবার রণজি ট্রফির ফাইনাল খেলেছিল । 13 বছর ফের তারা রণজি ফাইনালে ৷ এবার তিরিশ বছর আগের সোনালি বিকেল ফিরিয়ে আনার ডাক । স্বপ্নকে বাস্তবে পরিণত করার লড়াই।