ETV Bharat / sports

লেজেন্ডদের করোনা এফেক্ট, এবার আক্রান্ত ইরফান পাঠান

author img

By

Published : Mar 30, 2021, 8:27 AM IST

সচিন তেন্ডুলকর, ইউসুফ পাঠান, এস বদ্রিনাথের পর করোনায় আক্রান্ত হলেন ইরফান পাঠান ৷

Pathan 4th player to test COVID-19 positive after playing Road Safety World Series
Pathan 4th player to test COVID-19 positive after playing Road Safety World Series

নয়াদিল্লি, 30 মার্চ : করোনায় আক্রান্ত হচ্ছেন দেশের একের পর প্রাক্তন ক্রিকেটার ৷ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলা ভারতীয় লেজেন্ড দলের চারজন খেলোয়াড় করোনায় আক্রান্ত ৷ শুরুটা হয়েছিল সচিন তেন্ডুলকরকে দিয়ে ৷ এরপর ইউসুফ পাঠান, এস বদ্রিনাথের পর ইরফান পাঠানের করোনা রিপোর্টও পজ়িটিভ এসেছে ৷

মার্চের শুরু থেকে ফের দাপাচ্ছে করোনা ভাইরাস ৷ একদিনে আক্রান্তের সংখ্যা 40-60 হাজারে পৌঁছে গিয়েছে ৷ তারই মধ্যে ছত্তিসগড়ের রাইপুরে দেশ বিদেশের প্রাক্তন ক্রিকেটারদের বসেছিল রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ৷ শ্রীলঙ্কা লেজেন্ডসকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণ জিতে নিয়েছে ইন্ডিয়া লেজেন্ডস ৷ কিন্তু সেই আনন্দ স্থায়ী হল না বেশিদিন ৷ এক এক করে ইন্ডিয়া লেজেন্ডস টিমের সদস্যরা করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ সচিন, ইউসুফ, বদ্রিনাথের পর ইরফান পাঠানও করোনায় আক্রান্ত হয়েছেন ৷ টুইট করে অনুরাগীদের এই খবর জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুুন : রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ় জয় ভারতের

স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের আয়োজকদের দিকে আঙুল উঠেছে ৷ কীভাবে তারা বায়ো বাবল তৈরি করেছিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন ৷ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ বিসিসিআই অনুমোদিত কোনও টুর্নামেন্ট নয় ৷ এটি অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে আয়োজিত প্রাইভেট টুর্নামেন্ট ৷ করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভারত-ইংল্যান্ড সিরিজ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হয়েছে ৷ সেখানে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের আয়োজকরা দর্শক প্রবেশে লাগাম টানেননি ৷ অভিযোগ, খেলা দেখতে আসা দর্শকদের মাস্ক পরা বাধ্যতামূলক করেনি আয়োজকরা ৷

নয়াদিল্লি, 30 মার্চ : করোনায় আক্রান্ত হচ্ছেন দেশের একের পর প্রাক্তন ক্রিকেটার ৷ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলা ভারতীয় লেজেন্ড দলের চারজন খেলোয়াড় করোনায় আক্রান্ত ৷ শুরুটা হয়েছিল সচিন তেন্ডুলকরকে দিয়ে ৷ এরপর ইউসুফ পাঠান, এস বদ্রিনাথের পর ইরফান পাঠানের করোনা রিপোর্টও পজ়িটিভ এসেছে ৷

মার্চের শুরু থেকে ফের দাপাচ্ছে করোনা ভাইরাস ৷ একদিনে আক্রান্তের সংখ্যা 40-60 হাজারে পৌঁছে গিয়েছে ৷ তারই মধ্যে ছত্তিসগড়ের রাইপুরে দেশ বিদেশের প্রাক্তন ক্রিকেটারদের বসেছিল রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ ৷ শ্রীলঙ্কা লেজেন্ডসকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণ জিতে নিয়েছে ইন্ডিয়া লেজেন্ডস ৷ কিন্তু সেই আনন্দ স্থায়ী হল না বেশিদিন ৷ এক এক করে ইন্ডিয়া লেজেন্ডস টিমের সদস্যরা করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ সচিন, ইউসুফ, বদ্রিনাথের পর ইরফান পাঠানও করোনায় আক্রান্ত হয়েছেন ৷ টুইট করে অনুরাগীদের এই খবর জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুুন : রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ় জয় ভারতের

স্বাভাবিকভাবেই টুর্নামেন্টের আয়োজকদের দিকে আঙুল উঠেছে ৷ কীভাবে তারা বায়ো বাবল তৈরি করেছিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন ৷ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ বিসিসিআই অনুমোদিত কোনও টুর্নামেন্ট নয় ৷ এটি অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে আয়োজিত প্রাইভেট টুর্নামেন্ট ৷ করোনা সংক্রমণ বাড়তে থাকায় ভারত-ইংল্যান্ড সিরিজ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হয়েছে ৷ সেখানে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের আয়োজকরা দর্শক প্রবেশে লাগাম টানেননি ৷ অভিযোগ, খেলা দেখতে আসা দর্শকদের মাস্ক পরা বাধ্যতামূলক করেনি আয়োজকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.