ETV Bharat / sports

"ছেলে জন্মানোর পর বুঝেছি ভালোবাসা কী"

লকডাউনের কয়েকমাসের মধ্যে বদলে গেছে হার্দিকের জীবন ৷ বান্ধবী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন ৷ মাসখানেক আগে হার্দিক-নাতাশার জীবনে এসেছে ছেলে অগস্ত্য ৷

author img

By

Published : Sep 1, 2020, 6:07 PM IST

hardik
hardik

আবু ধাবি, 1 সেপ্টেম্বর : টি-20 ক্রিকেট মানেই ধুমধাড়াক্কা ব্যাটিং, চার-ছক্কার ঝড় আর টানটান উত্তেজনা ৷ যে কোনও সময় ম্যাচের মোড় ঘুরতে পারে ৷ দীর্ঘদিন ধরে এই ক্রিকেট বিনোদন থেকে দূরে থাকা দর্শককে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না ৷ 19 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে IPL-এর 13তম সংস্করণ ৷ ভাইরাসের সংক্রমণে আতঙ্কিত মানুষকে মানসিক চাপমুক্ত হতে সাহায্য করবে IPL ৷ এমনটাই মনে করছেন, মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ৷

হাতে তিন সপ্তাহও সময় নেই ৷ তারপরই মরুদেশে শুরু হয়ে যাবে ক্রোড়পতি লিগের দামামা ৷ তার আগে চেন্নাই সুপার কিংসের একঝাঁক সদস্য কোরোনায় আক্রান্ত ৷ সংক্রমণের ভয়ে IPL না খেলেই দেশে ফিরে গেছেন সুরেশ রায়না ৷ এই খবরে কতটা আতঙ্কিত অন্যান্য ফ্র্যাঞ্চাইজ়িগুলি ? মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া বলছেন, স্বাস্থ্য আধিকারিক ও টিম ম্যানেজমেন্ট যা বলছে সেটাই অনুসরণ করছি ৷ আমরা এসব না ভেবে খেলার দিকে মনোযোগ দিচ্ছি ৷ কারণ, বাকি বিষয়ের দিকে নজর রাখার জন্য মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে ৷ মুম্বই ম্যানেজমেন্ট যেভাবে দেখাশোনা করছে তাতে আমাদের ভয় পাওয়ার জায়গা নেই ৷

বছরখানেক পর ক্রিকেটে ফিরছেন হার্দিক ৷ গতবছর পিঠে অস্ত্রোপচারের পর মাঠের বাইরে চলে গিয়েছিলেন ৷ মাস পাঁচেক পর সুস্থ হয়ে বাইশ গজে ফেরার তোড়জোড় করতে না করতেই শুরু হয় কোরোনার দাপট ৷ দীর্ঘদিনের বিরতি শেষে মাঠে ফেরার আগে অনেকেই স্নায়ুর চাপে থাকেন ৷ হার্দিকের অবশ্য সেসবের বালাই নেই ৷ নার্ভাসনেসের চেয়ে বাইশ গজে প্রত্যাবর্তন নিয়ে বেশি উত্তেজিত হার্দিক ৷ তাঁর কথায়, গত 10 মাস ধরে আমি অনুশীলন করেছি এবং মাঠে নামার জন্য নিজেকে প্রস্তুত রেখেছি ৷ ফলে, চাপ অনুভব করলেও তা কেটে গেছে ৷

লকডাউনের কয়েকমাসের মধ্যে বদলে গেছে হার্দিকের জীবন ৷ বান্ধবী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন ৷ মাসখানেক আগে হার্দিক-নাতাশার জীবনে এসেছে ছেলে অগস্ত্য ৷ ফ্ল্যামবয়েন্স ইমেজের হার্দিক আজ গর্বিত বাবা ৷ এইসময়টাকে জীবনের সেরা সময় বলে বর্ণনা করে হার্দিক বলেছেন, "ফ্ল্যামবয়েন্স পার্টটা আমার ফ্যাশন ও স্টাইলের অংশ ৷ আর বাবার দায়িত্ব পালন করার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন ৷ মুম্বই ইন্ডিয়ান্সের টিমে যোগ দেওয়ার আগে ছেলের সঙ্গে মাত্র 15টি দিন কাটিয়েছি ৷ এক নতুন অভিজ্ঞতা ৷ বাবা হওয়ার পরই বুঝতে পেরেছি আসল ভালোবাসা কী ৷"

আবু ধাবি, 1 সেপ্টেম্বর : টি-20 ক্রিকেট মানেই ধুমধাড়াক্কা ব্যাটিং, চার-ছক্কার ঝড় আর টানটান উত্তেজনা ৷ যে কোনও সময় ম্যাচের মোড় ঘুরতে পারে ৷ দীর্ঘদিন ধরে এই ক্রিকেট বিনোদন থেকে দূরে থাকা দর্শককে আর বেশিদিন অপেক্ষা করতে হবে না ৷ 19 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে IPL-এর 13তম সংস্করণ ৷ ভাইরাসের সংক্রমণে আতঙ্কিত মানুষকে মানসিক চাপমুক্ত হতে সাহায্য করবে IPL ৷ এমনটাই মনে করছেন, মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ৷

হাতে তিন সপ্তাহও সময় নেই ৷ তারপরই মরুদেশে শুরু হয়ে যাবে ক্রোড়পতি লিগের দামামা ৷ তার আগে চেন্নাই সুপার কিংসের একঝাঁক সদস্য কোরোনায় আক্রান্ত ৷ সংক্রমণের ভয়ে IPL না খেলেই দেশে ফিরে গেছেন সুরেশ রায়না ৷ এই খবরে কতটা আতঙ্কিত অন্যান্য ফ্র্যাঞ্চাইজ়িগুলি ? মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া বলছেন, স্বাস্থ্য আধিকারিক ও টিম ম্যানেজমেন্ট যা বলছে সেটাই অনুসরণ করছি ৷ আমরা এসব না ভেবে খেলার দিকে মনোযোগ দিচ্ছি ৷ কারণ, বাকি বিষয়ের দিকে নজর রাখার জন্য মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে ৷ মুম্বই ম্যানেজমেন্ট যেভাবে দেখাশোনা করছে তাতে আমাদের ভয় পাওয়ার জায়গা নেই ৷

বছরখানেক পর ক্রিকেটে ফিরছেন হার্দিক ৷ গতবছর পিঠে অস্ত্রোপচারের পর মাঠের বাইরে চলে গিয়েছিলেন ৷ মাস পাঁচেক পর সুস্থ হয়ে বাইশ গজে ফেরার তোড়জোড় করতে না করতেই শুরু হয় কোরোনার দাপট ৷ দীর্ঘদিনের বিরতি শেষে মাঠে ফেরার আগে অনেকেই স্নায়ুর চাপে থাকেন ৷ হার্দিকের অবশ্য সেসবের বালাই নেই ৷ নার্ভাসনেসের চেয়ে বাইশ গজে প্রত্যাবর্তন নিয়ে বেশি উত্তেজিত হার্দিক ৷ তাঁর কথায়, গত 10 মাস ধরে আমি অনুশীলন করেছি এবং মাঠে নামার জন্য নিজেকে প্রস্তুত রেখেছি ৷ ফলে, চাপ অনুভব করলেও তা কেটে গেছে ৷

লকডাউনের কয়েকমাসের মধ্যে বদলে গেছে হার্দিকের জীবন ৷ বান্ধবী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিয়ে সেরে ফেলেছেন ৷ মাসখানেক আগে হার্দিক-নাতাশার জীবনে এসেছে ছেলে অগস্ত্য ৷ ফ্ল্যামবয়েন্স ইমেজের হার্দিক আজ গর্বিত বাবা ৷ এইসময়টাকে জীবনের সেরা সময় বলে বর্ণনা করে হার্দিক বলেছেন, "ফ্ল্যামবয়েন্স পার্টটা আমার ফ্যাশন ও স্টাইলের অংশ ৷ আর বাবার দায়িত্ব পালন করার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন ৷ মুম্বই ইন্ডিয়ান্সের টিমে যোগ দেওয়ার আগে ছেলের সঙ্গে মাত্র 15টি দিন কাটিয়েছি ৷ এক নতুন অভিজ্ঞতা ৷ বাবা হওয়ার পরই বুঝতে পেরেছি আসল ভালোবাসা কী ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.