ETV Bharat / sports

19 সেপ্টেম্বর শুরু IPL - এমিরেটস ক্রিকেট বোর্ড

মোট 51 দিন ধরে চলবে এবারের IPL । খেলা হবে UAE-র দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, শেখ জ়ায়েদ স্টেডিয়াম (আবুধাবি) ও শারজা গ্রাউন্ডে । ইতিমধ্যেই শুরু হয়েছে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরির কাজ ।

ছবি
ছবি
author img

By

Published : Jul 24, 2020, 12:42 PM IST

Updated : Jul 24, 2020, 2:12 PM IST

দিল্লি, 24 জুলাই : ICC টি-20 বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার পরই সম্ভাবনা তৈরি হয়েছিল । আর আজ IPL চেয়ারম্যান ব্রিজেশ পাটেল জানিয়ে দিলেন, টুর্নামেন্ট হচ্ছে । 19 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে । ফাইনাল হবে 8 নভেম্বর ।

তবে এখনও পর্যন্ত IPL-এর বিস্তারিত সূচি নিয়ে সিদ্ধান্ত নেয়নি পরিচালন কমিটি । জানা গেছে, আগামী সপ্তাহে তারা বৈঠক করবে এবং সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত হবে । তবে সেপ্টেম্বর-অক্টোবরে আরব আমিরশাহীতে IPL 2020 আয়োজন করতে ইচ্ছুক ছিল BCCI ৷ তাই বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পরই নিজেদের মতো করে তোড়জোড় শুরু করে দেয় টুর্নামেন্টের আটটি দল ৷

আজ ব্রিজেশ পাটেল জানান, "আমরা আমাদের মতো সূচি তৈরি করে নিয়েছি । পরিচালন কমিটি বৈঠক করবে পরে । আমরা ঠিক করেছি 19 সেপ্টেম্বর খেলা শুরু হবে । ফাইনাল হবে 8 নভেম্বর । মোট 51 দিন ধরে IPL চলবে । আমরা আশা করছি সরকারের অনুমোদনও চলে আসবে ।

তিনি আরও বলেন, "কোরোনা সংক্রমণ রুখতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করা হচ্ছে । BCCI এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করবে । SOP খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে । খেলার সময় স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে কি না তা ঠিক করবে UAE সরকার । যাই হোক, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে ।"

খেলা শুরুর আগে টিমের প্রশিক্ষণের জন্য UAE-র মোট তিনটি স্টেডিয়াম ভাড়া নিতে পারে ICC । দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, শেখ জ়ায়েদ স্টেডিয়াম (আবুধাবি) ও শারজা গ্রাউন্ডে প্রশিক্ষণ হতে পারে ।

দিল্লি, 24 জুলাই : ICC টি-20 বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার পরই সম্ভাবনা তৈরি হয়েছিল । আর আজ IPL চেয়ারম্যান ব্রিজেশ পাটেল জানিয়ে দিলেন, টুর্নামেন্ট হচ্ছে । 19 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হবে । ফাইনাল হবে 8 নভেম্বর ।

তবে এখনও পর্যন্ত IPL-এর বিস্তারিত সূচি নিয়ে সিদ্ধান্ত নেয়নি পরিচালন কমিটি । জানা গেছে, আগামী সপ্তাহে তারা বৈঠক করবে এবং সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত হবে । তবে সেপ্টেম্বর-অক্টোবরে আরব আমিরশাহীতে IPL 2020 আয়োজন করতে ইচ্ছুক ছিল BCCI ৷ তাই বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পরই নিজেদের মতো করে তোড়জোড় শুরু করে দেয় টুর্নামেন্টের আটটি দল ৷

আজ ব্রিজেশ পাটেল জানান, "আমরা আমাদের মতো সূচি তৈরি করে নিয়েছি । পরিচালন কমিটি বৈঠক করবে পরে । আমরা ঠিক করেছি 19 সেপ্টেম্বর খেলা শুরু হবে । ফাইনাল হবে 8 নভেম্বর । মোট 51 দিন ধরে IPL চলবে । আমরা আশা করছি সরকারের অনুমোদনও চলে আসবে ।

তিনি আরও বলেন, "কোরোনা সংক্রমণ রুখতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করা হচ্ছে । BCCI এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করবে । SOP খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে । খেলার সময় স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে কি না তা ঠিক করবে UAE সরকার । যাই হোক, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে ।"

খেলা শুরুর আগে টিমের প্রশিক্ষণের জন্য UAE-র মোট তিনটি স্টেডিয়াম ভাড়া নিতে পারে ICC । দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, শেখ জ়ায়েদ স্টেডিয়াম (আবুধাবি) ও শারজা গ্রাউন্ডে প্রশিক্ষণ হতে পারে ।

Last Updated : Jul 24, 2020, 2:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.