ETV Bharat / sports

IPL টাকার খেলা, বিশ্বকাপের চেয়ে প্রাধান্য দেওয়া উচিত নয়: বর্ডার - আইপিএল

টি-20 বিশ্বকাপ স্থগিত হলে অক্টোবর-নভেম্বরে IPL শুরু হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে অনেকটাই । আর তা নিয়েই আপত্তি অ্যালান বর্ডারের ।

IPL
IPL
author img

By

Published : May 22, 2020, 10:18 PM IST

মেলবোর্ন, 22 মে: IPL হল শুধু টাকার খেলা । তাই টি-20 বিশ্বকাপের চেয়ে একে বেশি প্রাধান্য দেওয়া উচিত নয় । মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যালান বর্ডার ।

কোরোনা সংক্রমণের জেরে অক্টোবরে অনুষ্ঠিত হতে চলা টি-20 বিশ্বকাপ 2021 পর্যন্ত পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । সেক্ষেত্রে অক্টোবর-নভেম্বরে IPL শুরু হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে । কিন্তু এতে মোটেও সায় নেই অজ়ি কিংবদন্তী অ্যালান বর্ডারের । তিনি বলেন, "আমি এতে মোটেও খুশি হব না । বিশ্বকাপের মতো ইভেন্ট বাদ দিয়ে একটা স্থানীয় প্রতিযোগিতাকে এতে প্রাধান্য দেওয়ার কোনও মানে হয় না । টি-20 বিশ্বকাপ না হলে IPL-ও হওয়া উচিত নয় । এই সিদ্ধান্তে আমি প্রশ্ন তুলব । IPL হল শুধু টাকার খেলা । তাই টি-20 বিশ্বকাপকেই প্রাধান্য দেওয়া উচিত ।" তাঁর মতে দেশের ক্রিকেটারদের IPL খেলার অনুমতি দেওয়া উচিত নয় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ।

তবে বর্ডার যাই বলুন না কেন তাঁর দেশের ক্রিকেটাররাই IPL-এ খেলার জন্য মুখিয়ে রয়েছে । অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স IPL-কেই ক্রিকেটে ফেরার আদর্শ টুর্নামেন্ট বলে জানিয়েছেন । এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথরাও নিজেদের ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছেন ।

মেলবোর্ন, 22 মে: IPL হল শুধু টাকার খেলা । তাই টি-20 বিশ্বকাপের চেয়ে একে বেশি প্রাধান্য দেওয়া উচিত নয় । মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যালান বর্ডার ।

কোরোনা সংক্রমণের জেরে অক্টোবরে অনুষ্ঠিত হতে চলা টি-20 বিশ্বকাপ 2021 পর্যন্ত পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে । সেক্ষেত্রে অক্টোবর-নভেম্বরে IPL শুরু হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে । কিন্তু এতে মোটেও সায় নেই অজ়ি কিংবদন্তী অ্যালান বর্ডারের । তিনি বলেন, "আমি এতে মোটেও খুশি হব না । বিশ্বকাপের মতো ইভেন্ট বাদ দিয়ে একটা স্থানীয় প্রতিযোগিতাকে এতে প্রাধান্য দেওয়ার কোনও মানে হয় না । টি-20 বিশ্বকাপ না হলে IPL-ও হওয়া উচিত নয় । এই সিদ্ধান্তে আমি প্রশ্ন তুলব । IPL হল শুধু টাকার খেলা । তাই টি-20 বিশ্বকাপকেই প্রাধান্য দেওয়া উচিত ।" তাঁর মতে দেশের ক্রিকেটারদের IPL খেলার অনুমতি দেওয়া উচিত নয় অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের ।

তবে বর্ডার যাই বলুন না কেন তাঁর দেশের ক্রিকেটাররাই IPL-এ খেলার জন্য মুখিয়ে রয়েছে । অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স IPL-কেই ক্রিকেটে ফেরার আদর্শ টুর্নামেন্ট বলে জানিয়েছেন । এছাড়া গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথরাও নিজেদের ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.