কলকাতা, 19 ডিসেম্বর : IPL 2020-র নিলাম অনুষ্ঠিত হচ্ছে কলকাতায় ৷ দেশ বিদেশের 338 জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ হবে আজ ৷ এখনও পর্যন্ত সবচেয়ে বেশি টাকায় প্যাট কামিন্সকে কিনল KKR ৷ অবিক্রিত রয়ে গেলেন হনুমা বিহারী ও চেতশ্বর পূজারা, ডেল স্টেইনরা ৷
190 জন ভারতীয় ক্রিকেটারের সঙ্গে আছেন 145 জন বিদেশি ক্রিকেটার ৷ সবচেয়ে বেশি টাকা নিয়ে নিলামে নেমেছে কিংস ইলেভেন পঞ্জাবের ৷ মোট 42 কোটি 70 লাখ টাকা ৷ কলকাতা 35 কোটি 65 কোটি টাকা খরচ করতে পারবে ৷
- 3 কোটি টাকায় ক্রিস জর্ডনকে কিনল পঞ্জাব
- কেন রিচার্ডসনকে 4 কোটি টাকায় কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর
- 50 লাখ টাকায় ওশানে থমাসকে কিনল রাজস্থান
- 70 লাখ টাকা নিয়ে ফ্যাবিয়ান অ্যালেন ও সন্দীপ বাভান্কাকে নিল সানরাইজার্স হায়দরাবাদ
- উইকেট রক্ষক জোসুয়া ফিলিপেকে বেস প্রাইস 20 লাখে কিনল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
- বেস প্রাইস 20 লাখে মোহসিন খানকে নিল মুম্বাই
- মোট 1 কোটি 20 লাখ টাকা খরচ করে টম বান্টন ও ক্রিস গ্রীনকে নিল কলকাতা নাইট রাইডার্স
- জেমস নিশামকে 50 লাখ টাকায় কিনল কিংস ইলেভেন পঞ্জাব
- জস হাজ়েলউডকে 2 কোটি টাকায় কিনল চেন্নাই সুপার কিংস
- অজ়ি অলরাউন্ডার মিচেল মার্শকে 2 কোটি টাকায় কিনল হায়দরাবাদ
- সৌরভ তিওয়ারিকে বেস প্রাইস 50 লাখ টাকায় কিনল মুম্বই
- দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ডেভিড মিলারকে 75 লাখ টাকায় কিনল রাজস্থান রয়্যালস
- ওয়েস্ট ইন্ডিজ়ের বিধ্বংসী ব্যাটসম্যান শিমরন হেটমেয়ারকে 7 কোটি 75 লাখ টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস
- প্রথম দিনের নিলামের দ্বিতীয় বিরতিতে দল গুলির কাছে যা টাকা রইল -
- 1) কিংস ইলেভেন পঞ্জাব - 20 কোটি 75 লাখ
- 2) চেন্নাই সুপার কিংস - 2 কোটি 35 লাখ
- 3) দিল্লি ক্যাপিটালস - 22 কোটি 45 লাখ
- 4) কলকাতা নাইট রাইডার্স- 10 কোটি 10 লাখ
- 5) মুম্বই ইন্ডিয়ান্স - 3 কোটি 5 লাখ
- 6) রাজস্থান রয়্যালস- 18 কোটি 20 লাখ
- 7) রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - 13 কোটি 50 লাখ
- 8) সানরাইজার্স হায়দরাবাদ -13 কোটি 20 লাখ
- 2কোটি টাকায় রবি বিশ্নোইকে কিনল পঞ্জাব
- কার্তিক ত্যাগীকে 1 কোটি 30 লাখ টাকায় কিনল রাজস্থান
- রাজস্থান রয়্যালস 2 কোটি 40 লাখ টাকায় কিনল যশস্ভী যসওয়ালকে
- এম সিদ্ধার্থকে তার বেস প্রাইস 20 লাখ টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স
- ঈশান পোড়েলকে 20 লাখ টাকায় কিনল কিংস ইলেভেন পঞ্জাব
- আকাশ সিংকে 20 লাখ টাকা দিয়ে কিনল রাজস্থান রয়্যালস
- অনূজ রাওয়াতকে 80 লাখ টাকায় কিনল রাজস্থান রয়্যালস
- 50 লাখ টাকায় দীপক হুড্ডাকে কিনল কিংস ইলেভেন পঞ্জাব
- বরুন চক্রবর্তীকে 4 কোটি টাকা খরচ করে কিনল কলকাতা নাইট রাইডার্স
- আজকের নিলামে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে প্রিয়ম গর্গকে 1 কোটি 90 লাখ টাকায় কিনল হায়দরাবাদ
- ঝাড়খণ্ডের ক্রিকেটার বিরাট সিংকে 1কোটি 90 লাখ টাকায় কিনল সানরাইজার্স হায়দরাবাদ
- রাহুল ত্রিপাঠীকে 60 লাখ টাকায় কিনল KKR
- 6 কোটি 75 লাখ টাকায় পীয়ূষ চাওলাকে কিনল চেন্নাই সুপার কিংস
- ক্যারিবিয়ান পেস বোলার শেলডন কর্টরেলকে সাড়ে আট কোটি টাকায় কিনল কিংস ইলেভেন পঞ্জাব
- নাথন কুল্টার-নাইলকে 8 কোটি টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স
- ভারতীয় পেসার জয়দেব উনাদকাটকে 3 কোটি টাকায় কিনল রাজস্থান রয়্যালস
- অ্যালেক্স ক্যারিকে 2 কোটি 40 লাখ টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস
- প্রথম পর্যায়ের নিলামের পর দল গুলির কাছে যা টাকা রইল -
- 1) কিংস ইলেভেন পঞ্জাব - 31 কোটি 95 লাখ
- 2) চেন্নাই সুপার কিংস - 9 কোটি 10 লাখ
- 3) দিল্লি ক্যাপিটালস - 24 কোটি 85 লাখ
- 4) কলকাতা নাইট রাইডার্স- 14 কোটি 90 লাখ
- 5) মুম্বই ইন্ডিয়ান্স - 11 কোটি 5 লাখ
- 6) রাজস্থান রয়্যালস- 25 কোটি 90 লাখ
- 7) রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু - 13 কোটি 50 লাখ
- 8) সানরাইজার্স হায়দরাবাদ -17 কোটি
- 10 কোটি টাকায় দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিসকে কিনল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
- গত IPL -এ দুরন্ত খেলা স্যাম কুরানকে সাড়ে পাঁচ কোটি টাকায় কিনল চেন্নাই সুপার কিংস
- 15 কোটি 50 লাখ টাকায় অজি বোলার প্যাট কামিন্সকে কিনল কলকাতা নাইট রাইডার্স
- ব্রিটিশ অলরাউন্ডার ক্রিস ওকসকে দেড় কোটি টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস
- 10 কোটি 75 লাখ টাকায় গ্লেন ম্যাক্সওয়েলকে কিনল কিংস ইলেভেন পঞ্জাব
- অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যারোন ফিঞ্চ 4কোটি 40 লাখ টাকায় গেলেন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
- অবিক্রিত রয়ে গেলেন চেতশ্বর পূজারা ও হনুমা বিহারী
- জেসন রয়কে 1 কোটি 50 লাখ টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস
- 3 কোটি টাকায় রবিন উথাপ্পাকে কিনল রাজস্থান রয়্যালস
- 5 কোটি 25 লাখ টাকায় ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যানকে নিল কলকাতা নাইট রাইডার্স
- ক্রিস লিনকে বেস প্রাইস 2 কোটি টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স