আবু ধাবি, 8 নভেম্বর : দর্শক সংখ্যায় রেকর্ড গড়ে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে 2020 IPL ৷ 10 নভেম্বর আবু ধাবিতে রয়েছে ক্রোড়পতি লিগের ফাইনাল ৷ কিন্তু এবার আর একটা বছরের অপেক্ষা নয় ৷ চার থেকে পাঁচমাসের মধ্যে ফের অনুষ্ঠিত হতে চলেছে IPL ৷ তবে এবার দেশের মাটিতেই হয়তো বসবে কোটিপতি লিগের আসর ৷ নিশ্চিত করেছেন খোদ BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷
13তম IPL এখনও শেষ না হলেও পরের বছরের ক্রোড়পতি লিগ নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন সৌরভ ৷ তবে এবার আর বিদেশে নয় ৷ বরং দেশের মাটিতে কোটিপতি লিগ আয়োজনের চিন্তা ভাবনা করছে বোর্ড ৷ এই বিষয়ে বেশ আত্মবিশ্বাসী সৌরভ ৷ তাঁর কথায়, "এপ্রিল-মে মাসে আরও একটা IPL হবে ৷ তবে আগামী বছরও IPL সংযুক্ত আরব আমিরশাহিতে হবে বলে যে গুঞ্জন উঠছে তা ঠিক নয় ৷ আমরা ইংল্যান্ড সিরিজ়ের আয়োজন করব ৷ ঘরোয়া ক্রিকেটও শুরু হবে ৷ রণজি ট্রফির জন্য আমরা বায়ো বাবল তৈরি করব ৷"
ফাইনাল উপলক্ষ্যে ইতিমধ্যেই আরব আমিরশাহী পৌঁছে গেছেন সৌরভ ৷ কোরোনা পরিস্থিতির মধ্যে দর্শক সংখ্যায় রেকর্ড গড়েছে চলতি IPL ৷ ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে প্রথমবার এই ফ্র্যাঞ্চাইজ়ি লিগ আয়োজনের সাফল্য তারিয়ে তারিয়ে উপভোগ করছেন ৷ ক্রিকেট পাগল দেশে পরের IPL নিয়েও আশাবাদী সৌরভ ৷