দুবাই, 22 অক্টোবর : চলতি IPLটা খুব তাড়াতাড়ি ভুলতে চাইবে চেন্নাই সুপার কিংস । তিনবারের চ্যাম্পিয়নদের প্লে অফে যাওয়ার আশা একেবারে ক্ষীণ । তার উপর চোটের কারণে ছিটকে গেছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভো । সবমিলিয়ে চরম বিপর্যস্ত মহেন্দ্র সিং ধোনির দল । এই খারাপ পরিস্থিতি আশা করেননি কেউই । এই পরিস্থিতিতে দলকে ছেড়ে যেতে হলেও CSK-কে সমর্থন করে যাবেন ব্র্যাভো । চেন্নাই সমর্থকদের উদ্দেশে জানিয়েছেন তিনি ।
চেন্নাই সুপার কিংসের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিয়ো মেসেজ়ে ব্র্যাভো বলেছেন, "খুব খারাপ খবর । দলকে ছেড়ে যেতে হচ্ছে বলে খারাপ লাগছে । সমস্ত CSK অনুরাগীদের উদ্দেশে বলছি, তোমরা সবাই টিমকে উৎসাহ জুগিয়ে যাও । সমর্থন করো ।" তিনি আরও বলেন, "এরকম একটা সিজ়ন আশা করিনি । আমাদের সমর্থকরাও এমন মরশুম চায়নি । যদিও আমরা নিজেদের সেরাটা দিচ্ছি । কখনও কখনও সেরাটা দেওয়া সত্ত্বেও সেই অনুযায়ী ফলাফল হয় না ।"
চেন্নাই সুপার কিংসের অতীতের সাফল্যকে মনে করিয়ে দিয়ে তিনি আরও বলেন, "আমাদের সমর্থন করতে থাকুন । আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আরও উন্নত ও শক্তিশালী হয়ে ফিরব আমরা । ঠিক চ্যাম্পিয়নের মতো । IPL-এর অন্যতম সফল দলের সদস্য এবং CSK-এর অনুরাগী হিসেবে আমি গর্ব অনুভব করি ।"
কয়েক বছর ধরেই চেন্নাইয়ের অবিচ্ছিন্ন অংশ ব্রাভো ৷ 17 অক্টোবর দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে শেষ ওভারে বোলিং করতে পারেননি তিনি ৷ বাধ্য হয়ে রবীন্দ্র জাদেজাকে দিয়ে বোলিং করাতে হয় অধিনায়ক ধোনিকে ৷ শেষ ওভারে 3টি ছক্কা খান জাদেজা ৷ সংবাদ সংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে চেন্নাই সুপার কিংসের CEO কাশী বিশ্বনাথন বলেন, "কুঁচকির চোটের জন্য বাকি মরশুমের জন্য ডোয়েন ব্র্যাভোকে আর পাওয়া যাবে না ৷"