ETV Bharat / sports

অগাস্টের শুরুতেই প্রস্তুতি শিবির করতে চাইছে CSK - MS Dhoni news

IPLশুরুর আগে 1 মাসের প্রস্তুতি শিবির করতে চাইছে চেন্নাই সুপার কিংস । ইতিমধ্যেই ক্রিকেটারদের চেন্নাইতে রিপোর্ট করতে বলা হয়েছে । সরকারের অনুমতি পেলে তাদের চাটার্ড বিমান করে দুবাই নিয়ে যাওয়া হবে ।

CSK
CSK
author img

By

Published : Aug 1, 2020, 8:53 PM IST

চেন্নাই, 1 অগাস্ট : IPL শুরুর আগে প্রস্তুতি শিবির করতে চাইছে তিনবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK)। সংযুক্ত আরব আমিরাশাহিতে টুর্নামেন্টে নামার আগে অগাস্টের শুরু থেকেই এই প্রস্তুতি শিবির আয়োজন করতে চায় চেন্নাই শিবির ।

এবারের IPL ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল । তবে কোরোনা প্যানডেমিকের জন্য টুর্নামেন্ট স্থগিত করা হয়েছিল । সম্প্রতি, IPL গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাশাহিতে ১৯ সেপ্টেম্বর IPL-র ১৩ তম আসর শুরু হবে ।

চেন্নাই সুপার কিংস খেলোয়াড়দের প্রথমে চেন্নাইতে রিপোর্ট করতে বলেছে । পরে ভারত সরকারের অনুমোদন পেলে তাদের চার্টার্ড বিমানে দুবাই নিয়ে যাওয়া হবে । IPL শুরুর আগে অন্তত এক মাসের প্রস্তুতি শিবির করতে চাইছে CSK ।

কোরোনা প্যানডেমিকের আগে, প্রথম দল হিসেবে মার্চ মাসে প্রশিক্ষণ শিবির শুরু করেছিল চেন্নাই । এদিকে সুরেশ রায়না এবং অম্বাতি রায়ডুর মতো প্রবীণ খেলোয়াড়রা 2019 সালের ডিসেম্বর থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন ।

চেন্নাই, 1 অগাস্ট : IPL শুরুর আগে প্রস্তুতি শিবির করতে চাইছে তিনবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস (CSK)। সংযুক্ত আরব আমিরাশাহিতে টুর্নামেন্টে নামার আগে অগাস্টের শুরু থেকেই এই প্রস্তুতি শিবির আয়োজন করতে চায় চেন্নাই শিবির ।

এবারের IPL ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল । তবে কোরোনা প্যানডেমিকের জন্য টুর্নামেন্ট স্থগিত করা হয়েছিল । সম্প্রতি, IPL গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাশাহিতে ১৯ সেপ্টেম্বর IPL-র ১৩ তম আসর শুরু হবে ।

চেন্নাই সুপার কিংস খেলোয়াড়দের প্রথমে চেন্নাইতে রিপোর্ট করতে বলেছে । পরে ভারত সরকারের অনুমোদন পেলে তাদের চার্টার্ড বিমানে দুবাই নিয়ে যাওয়া হবে । IPL শুরুর আগে অন্তত এক মাসের প্রস্তুতি শিবির করতে চাইছে CSK ।

কোরোনা প্যানডেমিকের আগে, প্রথম দল হিসেবে মার্চ মাসে প্রশিক্ষণ শিবির শুরু করেছিল চেন্নাই । এদিকে সুরেশ রায়না এবং অম্বাতি রায়ডুর মতো প্রবীণ খেলোয়াড়রা 2019 সালের ডিসেম্বর থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.