ETV Bharat / sports

"রায়ডুকে বিশ্বকাপ দলে না রেখে ভুল করেছে ভারত" - loss for India for not picking Ambati Rayudu in World Cup says Shane Watson

ওয়াটসন বলেন, “ও (রায়ডু) একজন অসাধারণ প্রতিভাবান ব্যাটসম্যান । আমার মনে হয়, বিশ্বকাপ স্কোয়াডে ওকে না রাখায় আখেরে ক্ষতি হয়েছে ভারতের ।”

Rayadu
Rayadu
author img

By

Published : Sep 21, 2020, 2:03 PM IST

আবু ধাবি, 21 সেপ্টেম্বর : 2019 বিশ্বকাপ দলে অম্বাতি রায়ডুকে না রাখা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে । সেই সিদ্ধান্ত ভুগিয়েছে কোহলিদের । চলতি বছরের IPL -এর প্রথম ম্যাচে 48 বলে রায়ডুর 71 রানের ঝোড়ো ইনিংস সেই বিতর্ককে আরও একবার উসকে দিয়েছে । ভারতীয় নির্বাচকদের সেদিনের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন চেন্নাই সুপার কিংসে রায়ডুর সতীর্থ শেন ওয়াটসন । তাঁর মতে, রায়ডুকে বিশ্বকাপ দলে না রেখে ক্ষতি হয়েছে ভারতেরই ।

তিনি বলেন, “ও (রায়ডু) একজন অসাধারণ প্রতিভাবান ব্যাটসম্যান । আমার মনে হয়, বিশ্বকাপ স্কোয়াডে ওকে না রাখায় আখেরে ক্ষতি হয়েছে ভারতের ।” রায়ডুর ব্যাটে ভর করে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বইয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় চেন্নাই সুপার কিংস । ম্যাচের পর রায়ডুর প্রশংসা করেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও ।

মনে করা হয়েছিল, বিশ্বকাপে দলের ব্যাটিং অর্ডারে 4 নম্বরে দেখা যাবে অম্বাতি রায়ডুকে । কিন্তু দল ঘোষণার পর সবাইকে চমকে দিয়ে রায়ডুর পরিবর্তে বিজয় শংকরকে বেছে নেন নির্বাচকরা ।

আবু ধাবি, 21 সেপ্টেম্বর : 2019 বিশ্বকাপ দলে অম্বাতি রায়ডুকে না রাখা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে । সেই সিদ্ধান্ত ভুগিয়েছে কোহলিদের । চলতি বছরের IPL -এর প্রথম ম্যাচে 48 বলে রায়ডুর 71 রানের ঝোড়ো ইনিংস সেই বিতর্ককে আরও একবার উসকে দিয়েছে । ভারতীয় নির্বাচকদের সেদিনের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন চেন্নাই সুপার কিংসে রায়ডুর সতীর্থ শেন ওয়াটসন । তাঁর মতে, রায়ডুকে বিশ্বকাপ দলে না রেখে ক্ষতি হয়েছে ভারতেরই ।

তিনি বলেন, “ও (রায়ডু) একজন অসাধারণ প্রতিভাবান ব্যাটসম্যান । আমার মনে হয়, বিশ্বকাপ স্কোয়াডে ওকে না রাখায় আখেরে ক্ষতি হয়েছে ভারতের ।” রায়ডুর ব্যাটে ভর করে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বইয়ের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় চেন্নাই সুপার কিংস । ম্যাচের পর রায়ডুর প্রশংসা করেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও ।

মনে করা হয়েছিল, বিশ্বকাপে দলের ব্যাটিং অর্ডারে 4 নম্বরে দেখা যাবে অম্বাতি রায়ডুকে । কিন্তু দল ঘোষণার পর সবাইকে চমকে দিয়ে রায়ডুর পরিবর্তে বিজয় শংকরকে বেছে নেন নির্বাচকরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.