ETV Bharat / sports

ডেথ ওভারে মালিঙ্গার অভাব পূরণ করবেন বুমরা, বিশ্বাস লি'র - ব্রেট লি

গত মরশুমের ফাইনালের তারকা মালিঙ্গা মুম্বই এর চতুর্থ ট্রফি জয়ের অন্যতম কারিগর ছিলেন ।

Mumbai
Mumbai
author img

By

Published : Sep 19, 2020, 12:46 PM IST

আবু ধাবি, 19 সেপ্টেম্বর : দীর্ঘদিন ধরে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং লাইন আপের প্রধান শক্তির নাম লাসিথ মালিঙ্গা । কিন্তু ব্যাক্তিগত কারণ দেখিয়ে এবার IPL থেকে সরে দাঁড়িয়েছেন তিনি । স্বাভাবিকভাবে এই অভিজ্ঞ পেসারের অভাব অপূরণীয় । অধিনায়ক রোহিত শর্মাও একথা স্বীকার করেছেন । কিন্তু অস্ট্রেলিয়ার পেস কিংবদন্তি ব্রেট লি মালিঙ্গার যোগ্য উত্তরসূরি খুঁজে পেয়েছেন । তাঁর মতে, একমাত্র জসপ্রীত বুমরাই পারেন ডেথ ওভারে মালিঙ্গার অভাব পূরণ করতে ।

গত মরশুমের ফাইনালের তারকা মালিঙ্গা মুম্বই এর চতুর্থ ট্রফি জয়ের অন্যতম কারিগর ছিলেন । তাঁর শেষ ওভার চেন্নাইয়ের চতুর্থবার IPL জয়ের স্বপ্ন ভেঙে দিয়েছিল । মুম্বইয়ের সেই ভরসা এবার আর নেই । এটা মুম্বইয়ের জন্য ক্ষতির হলেও ব্রেট লি মনে করছেন, আমিরশাহীর স্লো পিচে ইয়র্কার, স্লোয়ার ও বল হাতে অন্যান্য বৈচিত্র্য দেখানোর ক্ষমতা আছে বুমরার । উভয় দিকে বল সুইং করানোর ক্ষমতা ও গতির সাহায্যেও বিপক্ষ ব্যাটসম্যানকে সমস্যায় ফেলতে পারে বুমরা, বিশ্বাস লি'র ।

নিজেকে বুমরার ভক্ত বলে ব্রেট লি বলেছেন, "ক্রিকেট বিশ্বে বুমরার আবির্ভাবের পর থেকে আমি ওর ভক্ত । ওর বিভিন্ন ধরনের বোলিং অ্যকশন আছে । দু'দিকে বল সুইং করাতে পারেন । নতুন বলে খুব ভালো । কিন্তু আমি পুরনো বলে ওকে পছন্দ করি । ডেথ ওভারে ও অসাধারণ । নিয়মিত 140 কিমি গতির সঙ্গে বল করতে পারে । ওঁর মতো বোলার বিশ্বে খুব কম আছে । যে কারণে ও মালিঙ্গার জুতোয় পা গলাতে পারে বলে আমি মনে করি ।"

আবু ধাবি, 19 সেপ্টেম্বর : দীর্ঘদিন ধরে মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং লাইন আপের প্রধান শক্তির নাম লাসিথ মালিঙ্গা । কিন্তু ব্যাক্তিগত কারণ দেখিয়ে এবার IPL থেকে সরে দাঁড়িয়েছেন তিনি । স্বাভাবিকভাবে এই অভিজ্ঞ পেসারের অভাব অপূরণীয় । অধিনায়ক রোহিত শর্মাও একথা স্বীকার করেছেন । কিন্তু অস্ট্রেলিয়ার পেস কিংবদন্তি ব্রেট লি মালিঙ্গার যোগ্য উত্তরসূরি খুঁজে পেয়েছেন । তাঁর মতে, একমাত্র জসপ্রীত বুমরাই পারেন ডেথ ওভারে মালিঙ্গার অভাব পূরণ করতে ।

গত মরশুমের ফাইনালের তারকা মালিঙ্গা মুম্বই এর চতুর্থ ট্রফি জয়ের অন্যতম কারিগর ছিলেন । তাঁর শেষ ওভার চেন্নাইয়ের চতুর্থবার IPL জয়ের স্বপ্ন ভেঙে দিয়েছিল । মুম্বইয়ের সেই ভরসা এবার আর নেই । এটা মুম্বইয়ের জন্য ক্ষতির হলেও ব্রেট লি মনে করছেন, আমিরশাহীর স্লো পিচে ইয়র্কার, স্লোয়ার ও বল হাতে অন্যান্য বৈচিত্র্য দেখানোর ক্ষমতা আছে বুমরার । উভয় দিকে বল সুইং করানোর ক্ষমতা ও গতির সাহায্যেও বিপক্ষ ব্যাটসম্যানকে সমস্যায় ফেলতে পারে বুমরা, বিশ্বাস লি'র ।

নিজেকে বুমরার ভক্ত বলে ব্রেট লি বলেছেন, "ক্রিকেট বিশ্বে বুমরার আবির্ভাবের পর থেকে আমি ওর ভক্ত । ওর বিভিন্ন ধরনের বোলিং অ্যকশন আছে । দু'দিকে বল সুইং করাতে পারেন । নতুন বলে খুব ভালো । কিন্তু আমি পুরনো বলে ওকে পছন্দ করি । ডেথ ওভারে ও অসাধারণ । নিয়মিত 140 কিমি গতির সঙ্গে বল করতে পারে । ওঁর মতো বোলার বিশ্বে খুব কম আছে । যে কারণে ও মালিঙ্গার জুতোয় পা গলাতে পারে বলে আমি মনে করি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.