দুবাই, 26 সেপ্টেম্বর : IPL খেলতে আরব আমিরশাহী পৌঁছালেন ওয়েস্ট ইন্ডিজ়ের সীমিত ওভারের অধিনায়ক জেসন হোল্ডার । চোট পেয়ে ছিটকে যাওয়া মিচেল মার্শের পরিবর্তে তাঁকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ । আপাতত ছ'দিন কোয়ারানটিনে থাকবেন তিনি । এই সময়ের মধ্যে উইন্ডিজ় অধিনায়কের তিনবার কোরোনা পরীক্ষা হবে । রিপোর্ট নেগেটিভ এলে তবেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি ।
নিজেদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নিজের বলে অ্যারন ফিঞ্চের একটি শট বাঁচাতে গিয়ে গোড়ালি মচকে যায় মার্শের । এরপর দুটি বল করলেও খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি । পরে তিনি 10 নম্বরে ব্যাট করতে আসেন । তবে মার্শের দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিল তা বোঝাই যাচ্ছিল । পরে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির তরফে জানানো হয়, চলতি IPL-এ আর খেলতে পারবেন না মিচেল মার্শ । তাঁর পরিবর্তে খেলবেন জেসন হোল্ডার । আজ আবু ধাবিতে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামছে হায়দরাবাদ । তার আগেই আমিরশাহী পৌঁছে গেলেন হোল্ডার ।
আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার পরপরই IPL - এর দুনিয়ায় পদার্পণ হয় ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডারের । 2013 সালে তাঁকে কিনেছিল চেন্নাই সুপার কিংস । এরপর দুটো মরশুম সানরাইজার্স হায়দরাবাদ ও 2016 সালে KKR - এর হয়ে খেলেন তিনি ।