ETV Bharat / sports

"তিন বছর হয়ে গেল, এবার দিল্লিকে IPL জেতানো উচিত পন্টিংয়ের" - Delhi capitals

এখনও পর্যন্ত IPL ট্রফি জয়ের সৌভাগ্য হয়নি দিল্লি ক্যাপিটালসের । পন্টিংয়ের তত্ত্বাবধানে গত বছর টুর্নামেন্টে তৃতীয় স্থানে শেষ করেছিল তারা ।

Ponting
Ponting
author img

By

Published : Sep 20, 2020, 4:25 PM IST

দিল্লি, 20 সেপ্টেম্বর : এই নিয়ে তৃতীয় বছর দিল্লি ক্যাপিটালসের কোচের পদে রয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং । তাঁর উপর দিল্লি ফ্র্যাঞ্চাইজির সমর্থকদের অগাধ আস্থা । সেই আস্থার দাম দিয়ে এবার অন্তত দিল্লি ক্যাপিটালসের IPL ট্রফি জেতা উচিত । মনে করছেন কলকাতা নাইট রাইডার্সকে দু'বার IPL ট্রফি জেতানো অধিনায়ক গৌতম গম্ভীর ।

এখনও পর্যন্ত IPL ট্রফি জয়ের সৌভাগ্য হয়নি দিল্লি ক্যাপিটালসের । পন্টিংয়ের তত্ত্বাবধানে গত বছর টুর্নামেন্টে তৃতীয় স্থানে শেষ করেছিল তারা । তাই এ বছর পন্টিংয়ের উপর সমর্থকদের প্রত্যাশা আরও বেশি । দিল্লি কোচ সেই প্রত্যাশার মান একমাত্র ট্রফি জিতিয়েই রাখতে পারেন । বলেছেন গম্ভীর । তাঁর কথায়, "দিল্লির মানুষরা খুশি হবে তাদের টিম জিতলে । টিমের সঙ্গে রিকি পন্টিংয়ের এটা তৃতীয় বছর । এবার দিল্লির IPL জেতা উচিত । আশা করব শ্রেয়াস ও কোচের কম্বিনেশন টিমকে সেই উচ্চতায় নিয়ে যাবে ।"

2020 IPL- এ মুম্বই ইন্ডিয়ান্স কে ফেভারিট ধরছেন গম্ভীর । তিনি বলেছেন, "যেকোনও টিম এবার IPL জিততে পারে । আমার কাছে মুম্বই ফেভারিট । কিন্তু বাকি টিমগুলোর মধ্যেও ব্যালান্স রয়েছে । তাই আশা করব আগামীদিনে টুর্নামেন্টে দিল্লি আরও ভালো খেলবে ।"

দিল্লি, 20 সেপ্টেম্বর : এই নিয়ে তৃতীয় বছর দিল্লি ক্যাপিটালসের কোচের পদে রয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং । তাঁর উপর দিল্লি ফ্র্যাঞ্চাইজির সমর্থকদের অগাধ আস্থা । সেই আস্থার দাম দিয়ে এবার অন্তত দিল্লি ক্যাপিটালসের IPL ট্রফি জেতা উচিত । মনে করছেন কলকাতা নাইট রাইডার্সকে দু'বার IPL ট্রফি জেতানো অধিনায়ক গৌতম গম্ভীর ।

এখনও পর্যন্ত IPL ট্রফি জয়ের সৌভাগ্য হয়নি দিল্লি ক্যাপিটালসের । পন্টিংয়ের তত্ত্বাবধানে গত বছর টুর্নামেন্টে তৃতীয় স্থানে শেষ করেছিল তারা । তাই এ বছর পন্টিংয়ের উপর সমর্থকদের প্রত্যাশা আরও বেশি । দিল্লি কোচ সেই প্রত্যাশার মান একমাত্র ট্রফি জিতিয়েই রাখতে পারেন । বলেছেন গম্ভীর । তাঁর কথায়, "দিল্লির মানুষরা খুশি হবে তাদের টিম জিতলে । টিমের সঙ্গে রিকি পন্টিংয়ের এটা তৃতীয় বছর । এবার দিল্লির IPL জেতা উচিত । আশা করব শ্রেয়াস ও কোচের কম্বিনেশন টিমকে সেই উচ্চতায় নিয়ে যাবে ।"

2020 IPL- এ মুম্বই ইন্ডিয়ান্স কে ফেভারিট ধরছেন গম্ভীর । তিনি বলেছেন, "যেকোনও টিম এবার IPL জিততে পারে । আমার কাছে মুম্বই ফেভারিট । কিন্তু বাকি টিমগুলোর মধ্যেও ব্যালান্স রয়েছে । তাই আশা করব আগামীদিনে টুর্নামেন্টে দিল্লি আরও ভালো খেলবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.