ETV Bharat / sports

বেয়ারস্টোর হাফ সেঞ্চুরি, দিল্লিকে 163 রানের টার্গেট দিল হায়দরাবাদ - দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে IPL - এ অভিষেক হল 18 বছরের কাশ্মীরি অলরাউন্ডার আবদুল সামাদের । তাঁর হাতে ক্যাপ তুলে দেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার ।

J
J
author img

By

Published : Sep 29, 2020, 9:52 PM IST

আবু ধাবি, 29 সেপ্টেম্বর : IPL- এর 13তম সংস্করণে প্রথম জয়ের আশা করছে সানরাইজার্স হায়দরাবাদ । কিন্তু আবু ধাবির মাঠে তারা প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালসকে তেমন বড় লক্ষ্য দিতে পারলকই । ওয়ার্নার, বেয়ারস্টো, উইলিয়ামসনের ব্যাটে দিল্লিকে 163 রানের টার্গেট দিতে পেরেছে হায়দরাবাদ ।

উইকেট না পড়লেও হায়দরাবাদের শুরুটা ছিল মন্থর । 9.3 ওভারে তাদের প্রথম উইকেট পড়ে । ডেভিড ওয়ার্নার (33 বলে 45) কে তুলে নিয়ে দক্ষিণের দলটিকে বড় ঝটকা দেন অমিত মিশ্র । প্রথম উইকেটে ওয়ার্নার - বেয়ারস্টো জুটিতে ওঠে 77 রান । তিন নম্বরে নামা মণীশ পাণ্ডে (3) কে উইকেটে থিতু হওয়ার আগেই ফেরত পাঠান মিশ্র । চার ওভারে 35 রান দিয়ে দুটি উইকেট তোলেন IPL - এর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি । তবে প্রথমদিকে উইকেট ফেলতে না পারলেও ওয়ার্নার - বেয়ারস্টোকে নিয়ন্ত্রণে রেখেছিল দিল্লির বোলাররা । দুটি ম্যাচে হারের পর অবশেষে এই ম্যাচে হায়দরাবাদের হয়ে প্রত্যাবর্তন করেন কেন উইলিয়ামসন । কেন নামার পর যেন হায়দরাবাদের ইনিংসে গতি আসে । 13.1 ওভারে হায়দরাবাদের স্কোর একশোর গণ্ডি পার করে । 17.3 ওভারে অর্ধশতরানকারী বেয়ারস্টোকে ফেরান কাগিসো রাবাদা । শেষ ওভারের চতুর্থ বলে সেই রাবাদার বলেই আউট হন উইলিয়ামসন (41) । দুটি বাউন্ডারি হাঁকান নবাগত আবদুল সামাদও ।

আজ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে IPL - এ অভিষেক হল 18 বছরের কাশ্মীরি অলরাউন্ডার আব্দুল সামাদের । তাঁর হাতে ক্যাপ তুলে দেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার । ঋদ্ধিমান সাহার পরিবর্তে সামাদকে নামানো হয় । মহম্মদ নবির পরিবর্তে নামেন কেন উইলয়ামসন । অন্যদিকে দিল্লির প্রথম একাদশে একটিই পরিবর্তন হয় । আবেশ খানের পরিবর্তে ইশান্ত শর্মাকে রাখা হয় ।

দিল্লির শক্তিশালী ব্যাটিং বিভাগের কাছে 163 রান তেমন চ্যালেঞ্জিং নয় । দেখা যাক সহজ টার্গেট তাড়া করে জয়ের হ্যাটট্রিক করতে পারে কি না দিল্লি ।

আবু ধাবি, 29 সেপ্টেম্বর : IPL- এর 13তম সংস্করণে প্রথম জয়ের আশা করছে সানরাইজার্স হায়দরাবাদ । কিন্তু আবু ধাবির মাঠে তারা প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালসকে তেমন বড় লক্ষ্য দিতে পারলকই । ওয়ার্নার, বেয়ারস্টো, উইলিয়ামসনের ব্যাটে দিল্লিকে 163 রানের টার্গেট দিতে পেরেছে হায়দরাবাদ ।

উইকেট না পড়লেও হায়দরাবাদের শুরুটা ছিল মন্থর । 9.3 ওভারে তাদের প্রথম উইকেট পড়ে । ডেভিড ওয়ার্নার (33 বলে 45) কে তুলে নিয়ে দক্ষিণের দলটিকে বড় ঝটকা দেন অমিত মিশ্র । প্রথম উইকেটে ওয়ার্নার - বেয়ারস্টো জুটিতে ওঠে 77 রান । তিন নম্বরে নামা মণীশ পাণ্ডে (3) কে উইকেটে থিতু হওয়ার আগেই ফেরত পাঠান মিশ্র । চার ওভারে 35 রান দিয়ে দুটি উইকেট তোলেন IPL - এর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি । তবে প্রথমদিকে উইকেট ফেলতে না পারলেও ওয়ার্নার - বেয়ারস্টোকে নিয়ন্ত্রণে রেখেছিল দিল্লির বোলাররা । দুটি ম্যাচে হারের পর অবশেষে এই ম্যাচে হায়দরাবাদের হয়ে প্রত্যাবর্তন করেন কেন উইলিয়ামসন । কেন নামার পর যেন হায়দরাবাদের ইনিংসে গতি আসে । 13.1 ওভারে হায়দরাবাদের স্কোর একশোর গণ্ডি পার করে । 17.3 ওভারে অর্ধশতরানকারী বেয়ারস্টোকে ফেরান কাগিসো রাবাদা । শেষ ওভারের চতুর্থ বলে সেই রাবাদার বলেই আউট হন উইলিয়ামসন (41) । দুটি বাউন্ডারি হাঁকান নবাগত আবদুল সামাদও ।

আজ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে IPL - এ অভিষেক হল 18 বছরের কাশ্মীরি অলরাউন্ডার আব্দুল সামাদের । তাঁর হাতে ক্যাপ তুলে দেন হায়দরাবাদ অধিনায়ক ডেভিড ওয়ার্নার । ঋদ্ধিমান সাহার পরিবর্তে সামাদকে নামানো হয় । মহম্মদ নবির পরিবর্তে নামেন কেন উইলয়ামসন । অন্যদিকে দিল্লির প্রথম একাদশে একটিই পরিবর্তন হয় । আবেশ খানের পরিবর্তে ইশান্ত শর্মাকে রাখা হয় ।

দিল্লির শক্তিশালী ব্যাটিং বিভাগের কাছে 163 রান তেমন চ্যালেঞ্জিং নয় । দেখা যাক সহজ টার্গেট তাড়া করে জয়ের হ্যাটট্রিক করতে পারে কি না দিল্লি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.