ETV Bharat / sports

CSK vs DC : চেন্নাইকে হালকাভাবে নিতে নারাজ দিল্লি ক্যাপিটালস - চেন্নাই বনাম দিল্লি আইপিএল ম্যাচ

দুটি দলের লক্ষ্য আলাদা । ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে জায়গা আরও পোক্ত করে প্লে অফে পা রাখতে মরিয়া দিল্লি ক্যাপিটালস । অন্য দল শেষ চারে নিজেদের দেখতে চাইছে ।

IPL CSK match
IPL CSK match
author img

By

Published : Oct 17, 2020, 2:06 PM IST

শারজা, 17 অক্টোবর : প্রয়োজন মাত্র দু'টি জয়ের । তাহলেই চলতি IPL-এর প্রথম দল হিসেবে প্লে অফে পা রাখবে দিল্লি ক্যাপিটালস । আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেই কাজটাই এগিয়ে রাখতে চাইবে শ্রেয়াস আইয়ারের দিল্লি । পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি আরব আমিরশাহীতে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে । সব বিভাগেই বাকি সাতটি দলকে টেক্কা দিচ্ছে তারা । তবে এই পারফরম্যান্সকেও সেরা বলতে নারাজ দিল্লি কোচ রিকি পন্টিং । তাঁর কথা অনুযায়ী, IPL-এর মঞ্চে দিল্লি এখনও সেরাটা দিতে পারেনি । এখনও পর্যন্ত দিল্লি যা করে দেখিয়েছে তা শুধু ট্রেলার ছিল ।

তবে টুর্নামেন্ট যত এগোবে ততই কাজ কঠিন হবে । পাশাপাশি টি-20-র মতো ফরম্যাটে পরিস্থিতি বদলাতেও সময় লাগে না । তা ভালোমতো বুঝতে পারছেন অভিজ্ঞ পন্টিং । তাই চেন্নাই ম্যাচের আগে বললেন, "এখনও পর্যন্ত এই মরশুমে আমাদের সবকিছুই ঠিকঠাক এগিয়েছে । কিন্তু, আগে থেকে অনেক দূর পর্যন্ত ভেবে রাখার মতো মানুষ আমি নই । আমি জানি IPL যে কোনও সময় বদলে যেতে পারে । আট ম্যাচ জিতলেও আমরা এখনও সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করতে পারিনি ।"

কোরোনা পরিস্থিতির মধ্যে অনেক কিছুুই বদলেছে । বদল এসেছে IPL-এর পয়েন্ট তালিকাতেও । তালিকার সবার উপরে দিল্লি ক্যাপিটালস আর নীচের দিকে চেন্নাই সুপার কিংস । এমন চিত্র আগে কখনও দেখা যায়নি । কিন্তু তালিকায় অবস্থান যাই থাকুক, চেন্নাইকেও হালকাভাবে নিতে নারাজ ক্যাপিটালস কোচ । দলের তরুণ ব্রিগেডকেও তা পইপই করে বুঝিয়ে দিয়েছেন তিনি । রিকি বলেছেন, এমনিতে কোনও দলই হালকাভাবে নেওয়ার মতো নয় । আর চেন্নাই সুপার কিংসে এমন সব খেলোয়াড় রয়েছেন যাঁরা একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন । তাই হালকাভাবে নেওয়ার প্রশ্নই নেই । পয়েন্ট তালিকার থেকেও সবচেয়ে বেশি আশ্চর্য করেছে শারজার উইকেট । এখন আর শারজায় 200 বা তার বেশি রান ওঠে না । পরে ব্যাট করা দলের রান তোলা কঠিন হয়ে পড়ছে ।

দু'টি দলের লক্ষ্য আলাদা । ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে জায়গা আরও পোক্ত করে প্লে অফে পা রাখতে মরিয়া দিল্লি ক্যাপিটালস । অন্য দল শেষ চারে নিজেদের দেখতে চাইছে । আর একটা হার মানেই শেষ চারে থাকার সুযোগও খোয়াবে চেন্নাই ।

শারজা, 17 অক্টোবর : প্রয়োজন মাত্র দু'টি জয়ের । তাহলেই চলতি IPL-এর প্রথম দল হিসেবে প্লে অফে পা রাখবে দিল্লি ক্যাপিটালস । আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেই কাজটাই এগিয়ে রাখতে চাইবে শ্রেয়াস আইয়ারের দিল্লি । পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলটি আরব আমিরশাহীতে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে । সব বিভাগেই বাকি সাতটি দলকে টেক্কা দিচ্ছে তারা । তবে এই পারফরম্যান্সকেও সেরা বলতে নারাজ দিল্লি কোচ রিকি পন্টিং । তাঁর কথা অনুযায়ী, IPL-এর মঞ্চে দিল্লি এখনও সেরাটা দিতে পারেনি । এখনও পর্যন্ত দিল্লি যা করে দেখিয়েছে তা শুধু ট্রেলার ছিল ।

তবে টুর্নামেন্ট যত এগোবে ততই কাজ কঠিন হবে । পাশাপাশি টি-20-র মতো ফরম্যাটে পরিস্থিতি বদলাতেও সময় লাগে না । তা ভালোমতো বুঝতে পারছেন অভিজ্ঞ পন্টিং । তাই চেন্নাই ম্যাচের আগে বললেন, "এখনও পর্যন্ত এই মরশুমে আমাদের সবকিছুই ঠিকঠাক এগিয়েছে । কিন্তু, আগে থেকে অনেক দূর পর্যন্ত ভেবে রাখার মতো মানুষ আমি নই । আমি জানি IPL যে কোনও সময় বদলে যেতে পারে । আট ম্যাচ জিতলেও আমরা এখনও সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করতে পারিনি ।"

কোরোনা পরিস্থিতির মধ্যে অনেক কিছুুই বদলেছে । বদল এসেছে IPL-এর পয়েন্ট তালিকাতেও । তালিকার সবার উপরে দিল্লি ক্যাপিটালস আর নীচের দিকে চেন্নাই সুপার কিংস । এমন চিত্র আগে কখনও দেখা যায়নি । কিন্তু তালিকায় অবস্থান যাই থাকুক, চেন্নাইকেও হালকাভাবে নিতে নারাজ ক্যাপিটালস কোচ । দলের তরুণ ব্রিগেডকেও তা পইপই করে বুঝিয়ে দিয়েছেন তিনি । রিকি বলেছেন, এমনিতে কোনও দলই হালকাভাবে নেওয়ার মতো নয় । আর চেন্নাই সুপার কিংসে এমন সব খেলোয়াড় রয়েছেন যাঁরা একাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন । তাই হালকাভাবে নেওয়ার প্রশ্নই নেই । পয়েন্ট তালিকার থেকেও সবচেয়ে বেশি আশ্চর্য করেছে শারজার উইকেট । এখন আর শারজায় 200 বা তার বেশি রান ওঠে না । পরে ব্যাট করা দলের রান তোলা কঠিন হয়ে পড়ছে ।

দু'টি দলের লক্ষ্য আলাদা । ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে জায়গা আরও পোক্ত করে প্লে অফে পা রাখতে মরিয়া দিল্লি ক্যাপিটালস । অন্য দল শেষ চারে নিজেদের দেখতে চাইছে । আর একটা হার মানেই শেষ চারে থাকার সুযোগও খোয়াবে চেন্নাই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.