মুম্বই, 31 অক্টোবর : উদ্বোধনী ম্যাচ থেকেই দর্শক সংখ্যায় রেকর্ড গড়েছে চলতি IPL । এবার IPL-এর দর্শক সংখ্যা নিয়ে নতুন তথ্য দিল ভারতের ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (BARC) । তাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত মরশুমের চেয়ে এবার কোটিপতি লিগের দর্শক সংখ্যা বেড়েছে ।
নিউ নর্মালে IPL-এর ম্যাচ দেখার জন্য টিভি, মোবাইলের শ্মরণাপন্ন হওয়া ছাড়া উপায় নেই । প্রতিদিন কোটি কোটি দর্শক বিভিন্ন মাধ্যমের সাহায্যে IPL-এর ম্যাচে চোখ রেখেছে । BARC বলছে, 21টি চ্যানেলে প্রচারিত হওয়া 13তম IPL-এর প্রথম 41টি ম্যাচে মিনিটে দর্শক সংখ্যা গড়িয়েছে 7 বিলিয়ন । যা গতবছরের থেকে 28 শতাংশ বেশি । গত মরশুমে এই সংখ্যাটা ছিল 5.5 বিলিয়ন । তথ্য আরও বলছে, এবারে ম্যাচ প্রতি দর্শক সংখ্যাও গতবারের চেয়ে বেশি । 41 টি ম্যাচে দর্শক সংখ্যা 108 মিলিয়ন । গতবারের থেকে 11 শতাংশ বেশি । আগে এই সংখ্যা ছিল 98 শতাংশ । পুরো তথ্য টুইটারে শেয়ার করেছে BARC ।
নেটিজেনদের মতে, IPL-এর দর্শক সংখ্যা বদলে কোরোনার ভূমিকা রয়েছে । একজন লিখেছেন, "এখন স্টেডিয়ামে কেউ ম্যাচ দেখতে পারছে না । অতএব বেশিরভাগ মানুষ টিভিতে খেলা দেখছে । স্বাভাবিকভাবেই দর্শক সংখ্যা বাড়বে । এর জন্য COVID 19-কে ধন্যবাদ দেওয়া উচিত । কোরোনা এক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে ।" আরও একজন লেখেন, "টিভির সামনে মানুষকে লকড ডাউন করে দেওয়া হয়েছে । কারণ লাইভ এন্টারটেইনমেন্টের কোনও জায়গা নেই ।"