ETV Bharat / sports

IPL সম্ভবত বিদেশে, লড়াইয়ে আছে শ্রীলঙ্কা ও UAE

author img

By

Published : Jul 2, 2020, 6:48 PM IST

বর্তমানে দেশের কোরোনা পরিস্থিতির ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড বাধ্য হয়ে দেশের বাইরে IPL আয়োজন করতে পারে ৷ সেক্ষেত্রে উঠে আসছে দুটি নাম ৷ একটি শ্রীলঙ্কা অন্যটি আরব আমিরশাহী ৷

image
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

দিল্লি, 2 জুলাই : বিদেশেই সম্ভবত হতে চলেছেইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 13 তমসংস্করণ ৷ ইউনাইটেড আরব আমিরশাহী অথবা শ্রীলঙ্কাতে বসতে চলেছে এই বছরের IPLএর আসর ৷ যদিও এখনও কোনও ফাইনাল ঘোষণাকরেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই বিদেশে IPLএর কথা ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেটবোর্ড ৷ বর্তমানে BCCI টি-20 বিশ্বকাপের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে৷

দেশেরমধ্যে IPLকরারপরিকল্পনা থাকলেও কোরোনা ভাইরাসের বাড়বাড়ন্তের কারণে তা আপাতত স্থগিত ৷ বর্তমানপরিস্থিতিতে সম্ভবত BCCI দেশেরবাইরে IPL করারকথা চিন্তা করছে বলে জানান ভারতীয় বোর্ডের সঙ্গে যুক্ত এক আধিকারিক ৷

আরও পড়ুনঃ-ICC চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর

সংবাদসংস্থা IANS কেসেই আধিকারিক বলেন, ‘‘আমরাএখনও স্থান নির্বাচন করতে পারিনি ৷ তবে সম্ভবত দেশের বাইরে যাচ্ছে IPL৷ ভারতের বর্তমান পরিস্থিতিতে একাধিকদল একজায়গায় খেলা নিরাপদ নয় ৷ যদিও রুদ্ধদ্বারে খেলা হবে ৷ বর্তমানে লড়াই চলছেইউনাইটেড আবর আমিরশাহী ও শ্রীলঙ্কার মধ্যে ৷ কোরোনা ভাইরাসের কথা মাথায় রেখেআমাদের এই দুটি দেশ থেকে একটি বেছে নিতে হবে ৷ আমরা খুব শীঘ্রই সিদ্ধান্ত নেব ৷’’

তবে প্রথম থেকে BCCIএর ইচ্ছা ছিল দেশের মাটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগআয়োজন করার ৷ কিন্তু বর্তমানে ভারতের পরিস্থিতি টুর্নামেন্টটিকে দেশের বাইরে নিয়েযেতে বাধ্য করছে ৷

দিল্লি, 2 জুলাই : বিদেশেই সম্ভবত হতে চলেছেইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 13 তমসংস্করণ ৷ ইউনাইটেড আরব আমিরশাহী অথবা শ্রীলঙ্কাতে বসতে চলেছে এই বছরের IPLএর আসর ৷ যদিও এখনও কোনও ফাইনাল ঘোষণাকরেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ৷ তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই বিদেশে IPLএর কথা ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেটবোর্ড ৷ বর্তমানে BCCI টি-20 বিশ্বকাপের ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে৷

দেশেরমধ্যে IPLকরারপরিকল্পনা থাকলেও কোরোনা ভাইরাসের বাড়বাড়ন্তের কারণে তা আপাতত স্থগিত ৷ বর্তমানপরিস্থিতিতে সম্ভবত BCCI দেশেরবাইরে IPL করারকথা চিন্তা করছে বলে জানান ভারতীয় বোর্ডের সঙ্গে যুক্ত এক আধিকারিক ৷

আরও পড়ুনঃ-ICC চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন শশাঙ্ক মনোহর

সংবাদসংস্থা IANS কেসেই আধিকারিক বলেন, ‘‘আমরাএখনও স্থান নির্বাচন করতে পারিনি ৷ তবে সম্ভবত দেশের বাইরে যাচ্ছে IPL৷ ভারতের বর্তমান পরিস্থিতিতে একাধিকদল একজায়গায় খেলা নিরাপদ নয় ৷ যদিও রুদ্ধদ্বারে খেলা হবে ৷ বর্তমানে লড়াই চলছেইউনাইটেড আবর আমিরশাহী ও শ্রীলঙ্কার মধ্যে ৷ কোরোনা ভাইরাসের কথা মাথায় রেখেআমাদের এই দুটি দেশ থেকে একটি বেছে নিতে হবে ৷ আমরা খুব শীঘ্রই সিদ্ধান্ত নেব ৷’’

তবে প্রথম থেকে BCCIএর ইচ্ছা ছিল দেশের মাটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগআয়োজন করার ৷ কিন্তু বর্তমানে ভারতের পরিস্থিতি টুর্নামেন্টটিকে দেশের বাইরে নিয়েযেতে বাধ্য করছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.