ETV Bharat / sports

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ়ের দল ঘোষণা ভারতের - ভারতের নিউজ়িল্যান্ড সফর

টেস্ট সিরিজ়ে হার্দিক পাণ্ডিয়ার দলে ফেরার ব্যপারে আশাবাদী BCCI । এদিকে টেস্ট দলে তৃতীয় ওপেনার হিসেবে ভাবা হচ্ছে শুভমন গিলকে ।

India's T20I squad
ভারতীয় টি20 দল
author img

By

Published : Jan 12, 2020, 11:53 PM IST

Updated : Jan 13, 2020, 12:00 AM IST

মুম্বই , 12 জানুয়ারি : ঘোষিত হল নিউজ়িল্যান্ড সফরের ভারতীয় টি-20 দল । চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নিউজ়িল্যান্ডে 5 টি টি-20 , 3 টি একদিনের ম্যাচ ও 2 টি টেস্ট ও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিরাট কোহলিরা । প্রথম টি-20 24 জানুয়ারি অকল্যান্ডে । শেষ টেস্ট 29 ফেব্রুয়ারি থেকে ক্রাইটচার্চে ।

কিউইদের বিরুদ্ধে টি-20 অভিযানে 15 জনের দল ঘোষণা করেছে BCCI । অধিনায়ক বিরাট কোহলি , রোহিত শর্মা , লোকেশ রাহুল , শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার , মণীশ পাণ্ডে , ঋষভ পন্থ , শিবম দুবে , কুলদীপ যাদব , যুজবেন্দ্র চাহাল , ওয়াশিংটন সুন্দর , জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, নবদীপ সাইনি , রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর ।

এদিকে টেস্ট সিরিজ়ে হার্দিক পাণ্ডিয়ার দলে ফেরার ব্যাপারে আশাবাদী BCCI । এদিকে টেস্ট দলে তৃতীয় ওপেনার হিসেবে ভাবা হচ্ছে শুভমন গিলকে ।

মুম্বই , 12 জানুয়ারি : ঘোষিত হল নিউজ়িল্যান্ড সফরের ভারতীয় টি-20 দল । চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নিউজ়িল্যান্ডে 5 টি টি-20 , 3 টি একদিনের ম্যাচ ও 2 টি টেস্ট ও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিরাট কোহলিরা । প্রথম টি-20 24 জানুয়ারি অকল্যান্ডে । শেষ টেস্ট 29 ফেব্রুয়ারি থেকে ক্রাইটচার্চে ।

কিউইদের বিরুদ্ধে টি-20 অভিযানে 15 জনের দল ঘোষণা করেছে BCCI । অধিনায়ক বিরাট কোহলি , রোহিত শর্মা , লোকেশ রাহুল , শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার , মণীশ পাণ্ডে , ঋষভ পন্থ , শিবম দুবে , কুলদীপ যাদব , যুজবেন্দ্র চাহাল , ওয়াশিংটন সুন্দর , জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, নবদীপ সাইনি , রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর ।

এদিকে টেস্ট সিরিজ়ে হার্দিক পাণ্ডিয়ার দলে ফেরার ব্যাপারে আশাবাদী BCCI । এদিকে টেস্ট দলে তৃতীয় ওপেনার হিসেবে ভাবা হচ্ছে শুভমন গিলকে ।

New Delhi, Jan 12 (ANI): Bhim Army Students' Federation held protest in the national capital on January 12. Protestors demanded release of Bhim Army chief Chandrashekhar Azad. They are protesting at Jantar Mantar in Delhi. They were carrying photographs of Dr Bhim Rao Ambedkar and Chandrashekhar Azad during the protest. Protestors were also raising slogans of 'Jai Bhim'.
Last Updated : Jan 13, 2020, 12:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.