মুম্বই , 12 জানুয়ারি : ঘোষিত হল নিউজ়িল্যান্ড সফরের ভারতীয় টি-20 দল । চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত নিউজ়িল্যান্ডে 5 টি টি-20 , 3 টি একদিনের ম্যাচ ও 2 টি টেস্ট ও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বিরাট কোহলিরা । প্রথম টি-20 24 জানুয়ারি অকল্যান্ডে । শেষ টেস্ট 29 ফেব্রুয়ারি থেকে ক্রাইটচার্চে ।
কিউইদের বিরুদ্ধে টি-20 অভিযানে 15 জনের দল ঘোষণা করেছে BCCI । অধিনায়ক বিরাট কোহলি , রোহিত শর্মা , লোকেশ রাহুল , শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার , মণীশ পাণ্ডে , ঋষভ পন্থ , শিবম দুবে , কুলদীপ যাদব , যুজবেন্দ্র চাহাল , ওয়াশিংটন সুন্দর , জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, নবদীপ সাইনি , রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর ।
এদিকে টেস্ট সিরিজ়ে হার্দিক পাণ্ডিয়ার দলে ফেরার ব্যাপারে আশাবাদী BCCI । এদিকে টেস্ট দলে তৃতীয় ওপেনার হিসেবে ভাবা হচ্ছে শুভমন গিলকে ।