ETV Bharat / sports

অধিনায়কের অপরাজিত 42, ইংল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেটে জয় ভারতীয় মহিলাদের - indian women team won over england

ত্রিদেশীয় সিরিজ়ের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে 5 উইকেটে হারাল ভারত ৷ অধিনায়ক হরমনপ্রীত করেন অপরাজিত 42 রান ৷

image
হরমনপ্রীত কাউর
author img

By

Published : Jan 31, 2020, 7:33 PM IST

ক্যানবেরা, 31 জানুয়ারি : অধিনায়ক হরমনপ্রীত কাউরের অপরাজিত 42 রান ৷ মহিলাদের ত্রিদেশীয় টি-20 সিরিজ়ের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেটে জিতল ভারত ৷

ভারতীয় বোলার রাজেশ্বরী গায়াকোয়াড ও দিপ্তি শর্মার সৌজন্যে ইংল্যান্ডকে 147 রানে আটকে রাখে ভারত ৷ জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন ভারতীয় টপ অর্ডার ৷ 15 বছরের শেফালী বর্মা করেন 30 রান ৷ স্মৃতি মান্ধানা ভালো শুরু করেও বড় রান তুলতে ব্যর্থ হন ৷ জোমিমা রডরিগেজ় করেন 26 রান ৷ বেদা কৃষ্ণমূর্তি ও তানিয়া ভাটিয়াও ব্যর্থ হন এদিন ৷

শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল 6 রান ৷ তিন বল বাকি থাকতেই অধিনায়কের ছক্কায় ম্যাচ বের করে ভারত ৷ টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিং করতে আমন্ত্রণ করে ভারত ৷ শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড ৷ দলের হয়ে হাল ধরেন অধিনায়ক হেথার নাইট ৷ 44 বলে 67 রান করেন তিনি ৷ উইকেটরক্ষক ব্যাটসম্যান ট্যামি বিউমন্ট 37 রান করে তাঁকে সাহায্য করেন ৷

ক্যানবেরা, 31 জানুয়ারি : অধিনায়ক হরমনপ্রীত কাউরের অপরাজিত 42 রান ৷ মহিলাদের ত্রিদেশীয় টি-20 সিরিজ়ের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেটে জিতল ভারত ৷

ভারতীয় বোলার রাজেশ্বরী গায়াকোয়াড ও দিপ্তি শর্মার সৌজন্যে ইংল্যান্ডকে 147 রানে আটকে রাখে ভারত ৷ জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন ভারতীয় টপ অর্ডার ৷ 15 বছরের শেফালী বর্মা করেন 30 রান ৷ স্মৃতি মান্ধানা ভালো শুরু করেও বড় রান তুলতে ব্যর্থ হন ৷ জোমিমা রডরিগেজ় করেন 26 রান ৷ বেদা কৃষ্ণমূর্তি ও তানিয়া ভাটিয়াও ব্যর্থ হন এদিন ৷

শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল 6 রান ৷ তিন বল বাকি থাকতেই অধিনায়কের ছক্কায় ম্যাচ বের করে ভারত ৷ টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিং করতে আমন্ত্রণ করে ভারত ৷ শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড ৷ দলের হয়ে হাল ধরেন অধিনায়ক হেথার নাইট ৷ 44 বলে 67 রান করেন তিনি ৷ উইকেটরক্ষক ব্যাটসম্যান ট্যামি বিউমন্ট 37 রান করে তাঁকে সাহায্য করেন ৷

Awantipora (J-K), Jan 25 (ANI): An encounter between security forces, police and terrorists is underway in Jammu and Kashmir's Awantipora. As reports by the J-K police top Jaish-e-Mohammed (JeM) commander and two other hardcore terrorists are suspected to be trapped in the encounter. Whole area is being cordoned off and further details are underway.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.