ক্যানবেরা, 31 জানুয়ারি : অধিনায়ক হরমনপ্রীত কাউরের অপরাজিত 42 রান ৷ মহিলাদের ত্রিদেশীয় টি-20 সিরিজ়ের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 উইকেটে জিতল ভারত ৷
ভারতীয় বোলার রাজেশ্বরী গায়াকোয়াড ও দিপ্তি শর্মার সৌজন্যে ইংল্যান্ডকে 147 রানে আটকে রাখে ভারত ৷ জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করেন ভারতীয় টপ অর্ডার ৷ 15 বছরের শেফালী বর্মা করেন 30 রান ৷ স্মৃতি মান্ধানা ভালো শুরু করেও বড় রান তুলতে ব্যর্থ হন ৷ জোমিমা রডরিগেজ় করেন 26 রান ৷ বেদা কৃষ্ণমূর্তি ও তানিয়া ভাটিয়াও ব্যর্থ হন এদিন ৷
শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল 6 রান ৷ তিন বল বাকি থাকতেই অধিনায়কের ছক্কায় ম্যাচ বের করে ভারত ৷ টস জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিং করতে আমন্ত্রণ করে ভারত ৷ শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড ৷ দলের হয়ে হাল ধরেন অধিনায়ক হেথার নাইট ৷ 44 বলে 67 রান করেন তিনি ৷ উইকেটরক্ষক ব্যাটসম্যান ট্যামি বিউমন্ট 37 রান করে তাঁকে সাহায্য করেন ৷