ETV Bharat / sports

মহিলা টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত

author img

By

Published : Mar 5, 2020, 10:50 AM IST

Updated : Mar 5, 2020, 11:35 AM IST

image
ভারতীয় মহিলা দল

10:46 March 05

মহিলা টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত ৷ বৃষ্টির কারণে ভেস্তে গেল ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ৷ গ্রুপে টপ করার কারণে ফাইনালে পৌঁছে গেল ভারত ৷

সিডনি, 5 মার্চ : বিশ্বকাপের ফাইনালে ভারত ৷ প্রথমবার মহিলা টি-20 বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল উইমেন ইন ব্লুরা ৷ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও ইংল্যান্ডের ৷ কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যেতেই গ্রুপ শীর্ষে থাকার জন্য সরাসরি ফাইনালে পৌঁছে গেল হরমনপ্রীত কাউরের দল ৷ ফাইনালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের বিজয়ীর সঙ্গে খেলবে ভারত ৷  

গ্রুপ A সবকটি ম্যাচে জয়লাভ করে সেমিফাইনালে পৌঁছায় ভারত ৷ অন্যদিকে নিজেদের গ্রুপে একটি ম্যাচ হেরে যায় ইংল্যান্ড ৷ ভারতের থকে রান রেট বেশি থাকার সত্বেও গ্রুপে দ্বিতীয় হওয়ার কারণে সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হল ইংল্যান্ডকে ৷  

ভারতীয় সময় সকাল 9.30টার সময় প্রথম সেমিফাইনাল শুরু হওয়ার কথা ছিল ৷ কিন্তু সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হতে থাকে সিডনিতে ৷ শেষ পর্যন্ত বৃষ্টি না থামার কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারী ৷ ফলে গ্রুপ স্টেজে শীর্ষে শেষ করার কারণে ফাইনালে পৌঁছে গেল ভারত ৷  

এভাবে বিশ্বকাপের দৌড় শেষ হওয়ায় স্বভাবতই বিদ্ধস্ত ইংল্যান্ডের মহিলা দল ৷ অধিনায়ক হেথার নাইটের গলায় শোনা গেল সেকথা ৷ বিশ্বকাপের যাত্রা শেষ হওয়ার পর হেথার বলেন, ‘‘ হতাশাজনক, এইভাবে বিশ্বকাপ শেষ করতে চাইনি, কিন্তু প্রকৃতির উপর বেশি কিছু করা সম্ভব নয় ৷ একটি রিজার্ভ দিন থাকলে ভালো হত ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারাটা আমাদের বিশ্বকাপ থেকে ছিটকে দিল ৷ কিন্তু আমরা সেমিফাইনালে পৌঁছাতে চেয়েছিলাম, এবং আমরা তা পেরেছি ৷ ’’  

ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউর বলেন, ‘‘ বৃষ্টির জন্য খেলা না হওয়াটা দুর্ভাগ্যজনক৷ কিন্তু আমাদের সবাইকে নিয়ম মানতে হবে ৷ তবে একটি রিজার্ভ দিন থাকলে ভালো হত ৷ কিন্তু প্রথম দিন থেকে আমরা জানতাম আমাদের সবকটি ম্যাচ জিততে হবে ৷ এবং আমরা সেটা করেছি ৷ এই সাফল্য দলের ৷’’  

10:46 March 05

মহিলা টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত ৷ বৃষ্টির কারণে ভেস্তে গেল ভারত বনাম ইংল্যান্ড সেমিফাইনাল ৷ গ্রুপে টপ করার কারণে ফাইনালে পৌঁছে গেল ভারত ৷

সিডনি, 5 মার্চ : বিশ্বকাপের ফাইনালে ভারত ৷ প্রথমবার মহিলা টি-20 বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল উইমেন ইন ব্লুরা ৷ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সেমিফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও ইংল্যান্ডের ৷ কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যেতেই গ্রুপ শীর্ষে থাকার জন্য সরাসরি ফাইনালে পৌঁছে গেল হরমনপ্রীত কাউরের দল ৷ ফাইনালে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের বিজয়ীর সঙ্গে খেলবে ভারত ৷  

গ্রুপ A সবকটি ম্যাচে জয়লাভ করে সেমিফাইনালে পৌঁছায় ভারত ৷ অন্যদিকে নিজেদের গ্রুপে একটি ম্যাচ হেরে যায় ইংল্যান্ড ৷ ভারতের থকে রান রেট বেশি থাকার সত্বেও গ্রুপে দ্বিতীয় হওয়ার কারণে সেমিফাইনাল থেকে ছিটকে যেতে হল ইংল্যান্ডকে ৷  

ভারতীয় সময় সকাল 9.30টার সময় প্রথম সেমিফাইনাল শুরু হওয়ার কথা ছিল ৷ কিন্তু সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হতে থাকে সিডনিতে ৷ শেষ পর্যন্ত বৃষ্টি না থামার কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারী ৷ ফলে গ্রুপ স্টেজে শীর্ষে শেষ করার কারণে ফাইনালে পৌঁছে গেল ভারত ৷  

এভাবে বিশ্বকাপের দৌড় শেষ হওয়ায় স্বভাবতই বিদ্ধস্ত ইংল্যান্ডের মহিলা দল ৷ অধিনায়ক হেথার নাইটের গলায় শোনা গেল সেকথা ৷ বিশ্বকাপের যাত্রা শেষ হওয়ার পর হেথার বলেন, ‘‘ হতাশাজনক, এইভাবে বিশ্বকাপ শেষ করতে চাইনি, কিন্তু প্রকৃতির উপর বেশি কিছু করা সম্ভব নয় ৷ একটি রিজার্ভ দিন থাকলে ভালো হত ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারাটা আমাদের বিশ্বকাপ থেকে ছিটকে দিল ৷ কিন্তু আমরা সেমিফাইনালে পৌঁছাতে চেয়েছিলাম, এবং আমরা তা পেরেছি ৷ ’’  

ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউর বলেন, ‘‘ বৃষ্টির জন্য খেলা না হওয়াটা দুর্ভাগ্যজনক৷ কিন্তু আমাদের সবাইকে নিয়ম মানতে হবে ৷ তবে একটি রিজার্ভ দিন থাকলে ভালো হত ৷ কিন্তু প্রথম দিন থেকে আমরা জানতাম আমাদের সবকটি ম্যাচ জিততে হবে ৷ এবং আমরা সেটা করেছি ৷ এই সাফল্য দলের ৷’’  

Last Updated : Mar 5, 2020, 11:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.