ETV Bharat / sports

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে ঋদ্ধিমান, তবে খেলায় প্রশ্নচিহ্ন

author img

By

Published : Sep 12, 2019, 6:07 PM IST

দলে আছেন বাংলার কিপার ঋদ্ধিমান সাহা । দলে থাকলেও ঋদ্ধিমানের খেলার উপর রয়েছে প্রশ্নচিহ্ন । ক্যারিবিয়ান সফরেও দলে ছিলেন পাপালি । কিন্তু নবাগত ঋষভ পন্থকে সুযোগ দিতে বসিয়ে রাখা হয়েছিল ঋদ্ধিমানকে ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে ঋদ্ধিমান, তবে খেলায় প্রশ্নচিহ্ন

মুম্বই, 12 সেপ্টেম্বর : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় টেস্ট দল ঘোষণা করা হল । দলে এসেছেন শুভমন গিল । বাদ পড়েছেন ওপেনার কে এল রাহুল । রাহুলের বদলে ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেনারের দায়িত্ব সামলাতে দেখা যেতে পারে রোহিত শর্মাকে । এমনটাই ইঙ্গিত নির্বাচক প্রধান এম এস কে প্রসাদের । এদিকে দলে আছেন বাংলার কিপার ঋদ্ধিমান সাহা । দলে থাকলেও ঋদ্ধিমানের খেলার উপর রয়েছে প্রশ্নচিহ্ন । ক্যারিবিয়ান সফরেও দলে ছিলেন পাপালি । কিন্তু নবাগত ঋষভ পন্থকে সুযোগ দিতে বসিয়ে রাখা হয়েছিল ঋদ্ধিমানকে ।

2018 সালের জানুয়ারি থেকে 15টি টেস্ট গড়ে 20 রান করেছেন পাপালি । এর মধ্যে তিনি মাত্র দু'বার 50 এর বেশি স্কোর করতে সফল হন তিনি । এরপর তার দলে থাকা নিয়ে লাগাতার প্রশ্ন উঠছে । এই অবস্থায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হতে চলা তিন ম্যাচের টেস্ট সিরিজ় থেকে তার বাদ পড়া একরকম নিশ্চিত ছিল । পরিবর্তে রোহিত শর্মাকে দিয়েই ওপেনিংয়ের চিন্তাভাবনা চলছিল । সেই পরিকল্পনাতেই সিলমোহর দিয়েছে নির্বাচকমণ্ডলী ।

কিপার হিসেবে ঋষভ পন্থের উপর ফের ভরসা রাখলেন নির্বাচকরা । ঘরের মাঠে চেনা পরিবেশে নিজেকে প্রমাণ করতে হবে তাঁকে । এছাড়া দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে থাকছেন ঋদ্ধিমান সাহা । স্পিনারদের মধ্যে অশ্বীন, কুলদীপ ছাড়াও অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে রবীন্দ্র জাডেজাকে । পেস বোলারদের মধ্যে রয়েছেন মহম্মদ সামি, জসপ্রীত বুমরা, ইশান্ত শর্মা ।

ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে । দুই দলের মধ্যে টেস্ট সিরিজ় শুরু 2 অক্টোবর থেকে ।

টেস্ট চ্যাম্পিয়নশিপে এটি ভারতের দ্বিতীয় সিরিজ় । এর আগে দুই ম্যাচের সিরিজে ভারত ওয়েস্ট ইন্ডিজ়কে 2-0 তে হারিয়েছে । অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এই সিরিজ় দিয়েই নিজেদের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে । এই সিরিজ়ে তিনটি ম্যাচ হবে । প্রতিটি ম্যাচে 40 পয়েন্ট করে পাবে জয়ী দল । টেস্ট ম্যাচ টাই হলে দুই দলকে 20 পয়েন্ট করে ভাগ করে দেওয়া হবে । অন্যদিকে ম্যাচ ড্র হলে দুই দলকে 13 পয়েন্ট করে দেওয়া হবে । ভারত এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে এক নম্বরে ।

ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), ময়ঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সামি, জসপ্রীত বুমরা, ইশান্ত শর্মা এবং শুভমন গিল ।

মুম্বই, 12 সেপ্টেম্বর : দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় টেস্ট দল ঘোষণা করা হল । দলে এসেছেন শুভমন গিল । বাদ পড়েছেন ওপেনার কে এল রাহুল । রাহুলের বদলে ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেনারের দায়িত্ব সামলাতে দেখা যেতে পারে রোহিত শর্মাকে । এমনটাই ইঙ্গিত নির্বাচক প্রধান এম এস কে প্রসাদের । এদিকে দলে আছেন বাংলার কিপার ঋদ্ধিমান সাহা । দলে থাকলেও ঋদ্ধিমানের খেলার উপর রয়েছে প্রশ্নচিহ্ন । ক্যারিবিয়ান সফরেও দলে ছিলেন পাপালি । কিন্তু নবাগত ঋষভ পন্থকে সুযোগ দিতে বসিয়ে রাখা হয়েছিল ঋদ্ধিমানকে ।

2018 সালের জানুয়ারি থেকে 15টি টেস্ট গড়ে 20 রান করেছেন পাপালি । এর মধ্যে তিনি মাত্র দু'বার 50 এর বেশি স্কোর করতে সফল হন তিনি । এরপর তার দলে থাকা নিয়ে লাগাতার প্রশ্ন উঠছে । এই অবস্থায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হতে চলা তিন ম্যাচের টেস্ট সিরিজ় থেকে তার বাদ পড়া একরকম নিশ্চিত ছিল । পরিবর্তে রোহিত শর্মাকে দিয়েই ওপেনিংয়ের চিন্তাভাবনা চলছিল । সেই পরিকল্পনাতেই সিলমোহর দিয়েছে নির্বাচকমণ্ডলী ।

কিপার হিসেবে ঋষভ পন্থের উপর ফের ভরসা রাখলেন নির্বাচকরা । ঘরের মাঠে চেনা পরিবেশে নিজেকে প্রমাণ করতে হবে তাঁকে । এছাড়া দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে থাকছেন ঋদ্ধিমান সাহা । স্পিনারদের মধ্যে অশ্বীন, কুলদীপ ছাড়াও অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে রবীন্দ্র জাডেজাকে । পেস বোলারদের মধ্যে রয়েছেন মহম্মদ সামি, জসপ্রীত বুমরা, ইশান্ত শর্মা ।

ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচের টেস্ট সিরিজ় খেলবে । দুই দলের মধ্যে টেস্ট সিরিজ় শুরু 2 অক্টোবর থেকে ।

টেস্ট চ্যাম্পিয়নশিপে এটি ভারতের দ্বিতীয় সিরিজ় । এর আগে দুই ম্যাচের সিরিজে ভারত ওয়েস্ট ইন্ডিজ়কে 2-0 তে হারিয়েছে । অন্যদিকে দক্ষিণ আফ্রিকা এই সিরিজ় দিয়েই নিজেদের টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে । এই সিরিজ়ে তিনটি ম্যাচ হবে । প্রতিটি ম্যাচে 40 পয়েন্ট করে পাবে জয়ী দল । টেস্ট ম্যাচ টাই হলে দুই দলকে 20 পয়েন্ট করে ভাগ করে দেওয়া হবে । অন্যদিকে ম্যাচ ড্র হলে দুই দলকে 13 পয়েন্ট করে দেওয়া হবে । ভারত এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টস টেবিলে এক নম্বরে ।

ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), ময়ঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারী, ঋষভ পন্থ (উইকেটকিপার), ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ সামি, জসপ্রীত বুমরা, ইশান্ত শর্মা এবং শুভমন গিল ।

Unnao (UP), Sep 12 (ANI): A gas tank has exploded at Hindustan Petroleum Corporation Plant in Uttar Pradesh's Unnao on September 12. Fire tenders have been rushed to the spot. No injuries have been reported yet. More details are awaited.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.