ETV Bharat / sports

"হারলেই ক্ষমা চাইত ভারত", বলছেন আফ্রিদি

author img

By

Published : Jul 5, 2020, 8:19 PM IST

পাকিস্তানের কাছে লাগাতার হারের পর ক্ষমা চাইতেন ভারতীয় ক্রিকেটাররা ৷ এমনই মন্তব্য করলেন শাহিদ আফ্রিদি ৷

"হারলেই ক্ষমা চাইত ভারত", কোরোনায় সুস্থ হয়েই বিতর্কিত মন্তব্য আফ্রিদির
"হারলেই ক্ষমা চাইত ভারত", কোরোনায় সুস্থ হয়েই বিতর্কিত মন্তব্য আফ্রিদির

লাহোর, 5 জুলাই: কয়েকদিন আগেই কোরোনামুক্ত হয়েছেন ৷ তারপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিতর্কিত মন্তব্য করলেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার শাহিদ আফ্রিদি ৷ তিনি বলেন, একসময় এমন ছিল যে পাকিস্তানের কাছে ক্রমাগত হারের পর ভারতীয় ক্রিকেটাররা ক্ষমা চাইত ৷

পরিসংখ্যান দেখলে বোঝা যাবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে ক্রিকেটীয় লড়াইয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান ৷ দুটি দল এখনও পর্যন্ত টেস্টে 59 বার মুখোমুখি হয়েছে ৷ তার মধ্যে পাকিস্তান জিতেছে 12টি ৷ অন্যদিকে ভারত জয় পেয়েছে 9টি টেস্টে ৷ সীমিত ওভারে দুটি দেশের হার-জিতের ফারাকটা অনেকটাই বেশি ৷ একদিনের ক্রিকেটে মুখোমুখি সাক্ষাতে পাকিস্তান জিতেছে 73 বার ৷ সেখানে ভারতের জয় মাত্র 55টি ম্যাচে ৷ ভারত এগিয়ে রয়েছে একমাত্র টি-20 ফরম্যাটে ৷ পাকিস্তানের বিরুদ্ধে খেলা আটটি ম্যাচের মধ্যে ছ'টিতেই জয়ী হয়েছে ভারত ৷ সেই পরিসংখ্যানকে সামনে রেখে আফ্রিদি একটি সাক্ষাৎকারে বলেছেন, "ওদের তো আমরা ঠিকঠাকই পিটিয়েছি ৷ এত পিটিয়েছি যে ম্যাচের পর ওরা ক্ষমা ভিক্ষা চাইত ৷"

আফ্রিদি একথা বললেও ইতিহাস বলছে, 1996 সালে আন্তর্জাতিক ক্রিকেটে আফ্রিদির অভিষেকের পর পাকিস্তানের দাপট কমতে শুরু করে ৷ দুটি দলের সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যাবে বেশিরভাগ ম্যাচেই একপেশে খেলা হয়েছে ৷ যার মধ্যে বেশিরভাগ ম্যাচের ফলাফল ভারতের পক্ষে গেছে ৷

লাহোর, 5 জুলাই: কয়েকদিন আগেই কোরোনামুক্ত হয়েছেন ৷ তারপরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিতর্কিত মন্তব্য করলেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার শাহিদ আফ্রিদি ৷ তিনি বলেন, একসময় এমন ছিল যে পাকিস্তানের কাছে ক্রমাগত হারের পর ভারতীয় ক্রিকেটাররা ক্ষমা চাইত ৷

পরিসংখ্যান দেখলে বোঝা যাবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে ক্রিকেটীয় লড়াইয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান ৷ দুটি দল এখনও পর্যন্ত টেস্টে 59 বার মুখোমুখি হয়েছে ৷ তার মধ্যে পাকিস্তান জিতেছে 12টি ৷ অন্যদিকে ভারত জয় পেয়েছে 9টি টেস্টে ৷ সীমিত ওভারে দুটি দেশের হার-জিতের ফারাকটা অনেকটাই বেশি ৷ একদিনের ক্রিকেটে মুখোমুখি সাক্ষাতে পাকিস্তান জিতেছে 73 বার ৷ সেখানে ভারতের জয় মাত্র 55টি ম্যাচে ৷ ভারত এগিয়ে রয়েছে একমাত্র টি-20 ফরম্যাটে ৷ পাকিস্তানের বিরুদ্ধে খেলা আটটি ম্যাচের মধ্যে ছ'টিতেই জয়ী হয়েছে ভারত ৷ সেই পরিসংখ্যানকে সামনে রেখে আফ্রিদি একটি সাক্ষাৎকারে বলেছেন, "ওদের তো আমরা ঠিকঠাকই পিটিয়েছি ৷ এত পিটিয়েছি যে ম্যাচের পর ওরা ক্ষমা ভিক্ষা চাইত ৷"

আফ্রিদি একথা বললেও ইতিহাস বলছে, 1996 সালে আন্তর্জাতিক ক্রিকেটে আফ্রিদির অভিষেকের পর পাকিস্তানের দাপট কমতে শুরু করে ৷ দুটি দলের সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকালে দেখা যাবে বেশিরভাগ ম্যাচেই একপেশে খেলা হয়েছে ৷ যার মধ্যে বেশিরভাগ ম্যাচের ফলাফল ভারতের পক্ষে গেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.