ওয়েলিংটন, 19 ফেব্রুয়ারি :দুই ম্যাচের টেস্ট সিরিজ়ের আগে নিউজ়িল্যান্ডে অবস্থিত ভারতীয় হাইকমিশনারের বাসভবনে গেল টিম ইন্ডিয়া ৷ ওয়েলিংটনে এই পার্টিতে হাজির ছিল ভারতীয় ক্রিকেটাররা থেকে শুরু করে সাপোর্ট স্টাফ সবাই৷
সেখানেই ভারত অধিনায়ক বিরাট কোহলি বলেন, নিউজ়িল্যান্ড সবসময় সঠিক নীতিতে খেলাটা খেলে ৷ তাই যদি কারও সঙ্গে টেস্টের একনম্বর স্থান ভাগ করে নিতে হয়, তাহলে তা অবশ্যই হবে কিউয়িরা ৷
ভারতীয় হাই কমিশনারের বাড়িতে এসে কোহলি বলেন, ‘‘আমরা এখানে এসে খুব সম্মানিত ৷ আমরা আমাদের লোকেদের সঙ্গে সাক্ষাৎ করাটা উপভোগ করছি ৷’’ তারপরই তিনি যোগ করেন, ‘‘আমরা এখানে দারুণ সময় কাটাচ্ছি ৷ এখানের আতিথিয়তা অসাধারণ ৷ আমরা ওয়ানডেতে হেরে গেছি ৷ কিন্তু এরপরই শুরু হবে আসল ক্রিকেট ৷ এবং আমরা সেই দিকে তাকিয়ে আছি ৷’’
-
Ahead of the Test series against New Zealand, #TeamIndia visits the Indian High Commission in Wellington. 🇮🇳🇳🇿
— BCCI (@BCCI) February 19, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Talking about mutual admiration and respect between the two countries, listen to what @imVkohli has to say👌. @IndiainNZ pic.twitter.com/H3i7i0z9AW
">Ahead of the Test series against New Zealand, #TeamIndia visits the Indian High Commission in Wellington. 🇮🇳🇳🇿
— BCCI (@BCCI) February 19, 2020
Talking about mutual admiration and respect between the two countries, listen to what @imVkohli has to say👌. @IndiainNZ pic.twitter.com/H3i7i0z9AWAhead of the Test series against New Zealand, #TeamIndia visits the Indian High Commission in Wellington. 🇮🇳🇳🇿
— BCCI (@BCCI) February 19, 2020
Talking about mutual admiration and respect between the two countries, listen to what @imVkohli has to say👌. @IndiainNZ pic.twitter.com/H3i7i0z9AW
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখনও পর্যন্ত ভারত তালিকার শীর্ষে রয়েছে ৷ অন্যদিকে নিউজ়িল্যান্ড আছে 6 নম্বরে ৷ এই বিষয়ে কোহলি বলেন, ‘‘আমরা সেই জায়গায় পৌঁছে গেছি যেখানে সবাই আমাদের হারাতে চাইবে ৷ নিউজ়িল্যান্ডও সেটাই করতে চাইবে ৷ কিউয়িদের বিরুদ্ধে খেলা জীবনের বড় অভিজ্ঞতা ৷’’
21 ফেব্রুয়ারি ওয়েলিংটনে সিরিজ়ের প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত ও নিউজ়িল্যান্ড ৷