ETV Bharat / sports

বাধা বৃষ্টি, গুয়াহাটিতে ভেস্তে গেল প্রথম টি-20

শ্রীলঙ্কা সিরিজ় থেকে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মাকে ৷ আজ দলে ফেরেন শিখর ও রোহিত ৷

India
বিরাট কোহলি
author img

By

Published : Jan 5, 2020, 6:54 PM IST

Updated : Jan 5, 2020, 10:13 PM IST

গুয়াহাটি, 5 জানুয়ারি : বৃষ্টির জন্য ভেস্তে গেল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম T ২০ ম্যাচ ৷ গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে আজ প্রথমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি । ভারতীয় দলে ফেরেন শিখর ধাওয়ান ও জসপ্রিত বুমরা ।

তিন ম্যাচের টি-20 সিরিজ় খেলতে ভারতে এসেছে শ্রীলঙ্কা ৷ আজ গুয়াহাটিতে প্রথম ম্যাচে মুখোমুখি হয় দুই দল ৷ খেলা শুরুর মিনিট পনেরো আগে হালকা বৃষ্টি শুরু হয় ৷ এরপর আরও বাড়ে বৃষ্টির পরিমাণ ৷

বৃষ্টি থেমে গেলেও ভিজে আউটফিল্ডের জন্য খেলা শুরু করা যায়নি ৷ 9টা 46 মিনিটে খেলা শুরু করা গেলে 5 ওভারের খেলা হত ৷ কিন্তু, মাঠ পরিদর্শনের পর খেলা বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা ৷ 7 জানুয়ারি ইন্দোরে দ্বিতীয় ম্যাচ ৷ আর পুনেতে সিরিজ়ের শেষ ম্যাচ 10 জানুয়ারি ৷

গুয়াহাটি, 5 জানুয়ারি : বৃষ্টির জন্য ভেস্তে গেল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম T ২০ ম্যাচ ৷ গুয়াহাটির বরসাপাড়া স্টেডিয়ামে আজ প্রথমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি । ভারতীয় দলে ফেরেন শিখর ধাওয়ান ও জসপ্রিত বুমরা ।

তিন ম্যাচের টি-20 সিরিজ় খেলতে ভারতে এসেছে শ্রীলঙ্কা ৷ আজ গুয়াহাটিতে প্রথম ম্যাচে মুখোমুখি হয় দুই দল ৷ খেলা শুরুর মিনিট পনেরো আগে হালকা বৃষ্টি শুরু হয় ৷ এরপর আরও বাড়ে বৃষ্টির পরিমাণ ৷

বৃষ্টি থেমে গেলেও ভিজে আউটফিল্ডের জন্য খেলা শুরু করা যায়নি ৷ 9টা 46 মিনিটে খেলা শুরু করা গেলে 5 ওভারের খেলা হত ৷ কিন্তু, মাঠ পরিদর্শনের পর খেলা বাতিলের সিদ্ধান্ত নেন আম্পায়াররা ৷ 7 জানুয়ারি ইন্দোরে দ্বিতীয় ম্যাচ ৷ আর পুনেতে সিরিজ়ের শেষ ম্যাচ 10 জানুয়ারি ৷

Doda (J-K), Jan 05 (ANI): Some areas of Jammu - Kashmir's Doda received fresh snowfall on Jan 05. The hilly area was covered in a thick blanket of snow. With this fresh snowfall temperature was dipped further. North Indian states have been hit by cold spell.
Last Updated : Jan 5, 2020, 10:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.