কলকাতা, 8 নভেম্বর : আশঙ্কা সত্যি প্রমাণিত হল না ৷ পদ্মাপাড়ের টাইগাররা ইতিহাস গড়তে গড়তে আটকে গেলেন ৷ বলা ভালো অধিনায়ক রোহিত শর্মার ব্যাট শুধু ভারতের মান বাঁচাল না, রেকর্ড গড়া থেকে আটকে দিল বাংলাদেশকে ৷
দু'টি 20 ওভারের ম্যাচ নির্ধারিত ছিল বেঙ্গল টাইগারদের জন্য ৷ প্রথম ম্যাচে জিতে মুশফিকুর রহিমরা চমকে দিয়েছিল ক্রিকেট প্রেমীদের ৷ ভারতের বিরুদ্ধে প্রথম T-20 জয়ের স্বাদ মিলেছিল সেদিন ৷ এবার নজর ছিল সিরিজ় জেতার ৷ আর তাহলেই গোলাপি টেস্টের আগে কার্যত স্বপ্ন ছুঁয়ে ফেলতে পারতেন বাংলাদেশের ক্রিকেটাররা ৷ কিন্তু, 'অনিশ্চিয়তার খেলা' ক্রিকেট ফের একবার প্রমাণ করল দুই দলের পার্থক্য কতটা ৷ আজ টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান রোহিত ৷ 20 ওভারে 6 উইকেটে 153 রানে আটকে গিয়েছিলেন লিটন দাসরা ৷ ব্যাটিং গভীরতায় বাংলাদেশের থেকে কয়েক যোজন এগিয়ে থাকা ভারতের সামনে যা কোনও বাধাই হতে পারেনি ৷
154 রানের টার্গেটে নেমে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় খেলা শুরু করেন রোহিত এবং শিখর ৷ 31 রানে শিখর প্যাভেলিয়নে ফিরলেও সাবলীল ছিলেন অধিনায়ক ৷ মাত্র 43 বলে 85 রান করে যখন রো-হিট প্যাভেলিয়নে ফিরছেন তখন ভারতের জয়ের আনন্দ নয়, বরং রোহিতের সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় মুষড়ে পড়েছিলেন দর্শকরা ৷
ঐতিহাসিক গোলাপি টেস্টের আগে T-20তে বাংলাদেশকে দুরমুশ করে অনেকটাই মনোবল চাঙ্গা টিম ইন্ডিয়ার ৷ T-20 সিরিজ় হাতছাড়া হওয়ার কলঙ্ক আটকানো গেলেও বাংলাদেশের কাছে কিন্তু প্রথম T-20 হারের স্বাদটা এই সিরিজ় থেকে নিতেই হল রোহিতদের ৷