ETV Bharat / sports

গোলাপি বলের টেস্টে ইনিংসে জয় ভারতের

ইডেন টেস্টের জয় ধরে টানা সাতটি টেস্ট জিতলেন বিরাটরা ৷ এই প্রথম ভারত পরপর সাতটি টেস্ট জিতল ৷ এবং পরপর চারটি টেস্ট ইনিংসে জিতল ৷

জয়ী ভারত
author img

By

Published : Nov 24, 2019, 2:07 PM IST

Updated : Nov 25, 2019, 7:40 AM IST

কলকাতা, 24 নভেম্বর : গোলাপি বলের টেস্টে ইনিংসে জিতল ভারত ৷ বাংলাদেশকে হারাল এক ইনিংস ও 46 রানে ৷ ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিলেন উমেশ যাদব ৷ আর 4টি উইকেট পেয়েছেন ইশান্ত শর্মা ৷ হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য আজ আর ব্যাট হাতে নামতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যান মাহমুদুল্লাহ ৷ দুই ইনিংসে 9 উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন ইশান্ত শর্মা ৷ সিরিজ়ের সেরাও হলেন ৷

গোলাপি বলের টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আমিনুল হক ৷ ভারতীয় জোরে বোলারদের দাপটে প্রথম ইনিংসে মাত্র 106 রানে অল আউট হয়ে যায় তারা ৷ ইশান্ত শর্মা নেন 5 উইকেট ৷ উমেশ যাদব তিনটি এবং মহম্মদ শামি দুটি উইকেট নেন ৷

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে দুই ওপেনারকে হারায় ভারত ৷ এরপর দলের হাল ধরেন চেতেশ্বর পূজারা এবং অধিনায়ক বিরাট কোহলি ৷ ব্যক্তিগত 55 রানে আউট হন পূজারা ৷ বিরাট কোহলি করেন 136 রান ৷ সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে করেন 51 রান ৷ নয় উইকেটে 347 রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে ভারত ৷

গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে একের পর এক উইকেট হারায় বাংলাদেশ ৷ একসময় 13 রানে তাদের চার উইকেট পড়ে যায় ৷ এরপর দলের হাল ধরেন মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম ৷ দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান মাহমুদুল্লাহ ৷ গতকাল দিনের শেষে 6 উইকেট হারায় বাংলাদেশ ৷

আজ খেলা শুরুর পর দ্বিতীয় ওভার বল করতে এসে এবাদত হোসেনকে আউট করেন উমেশ ৷ এরপর মুশফিকুর রহিম এবং আল আমিন হোসেনও আউট হন তাঁর বলে ৷ সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন উমেশ ৷ এই ম্যাচে 19টি উইকেটই নিলেন ভারতীয় পেসাররা ৷ ভারতীয় স্পিনাররা কোনও উইকেট পেলেন না ৷

ইডেন টেস্টের জয় ধরে টানা সাতটি টেস্ট জিতলেন বিরাটরা ৷ এই প্রথম ভারত পরপর সাতটি টেস্ট জিতল ৷ এর আগে ধোনির নেতৃত্বে ভারত টানা 6টি টেস্টে জিতেছিল ৷ এই টেস্ট ধরে পরপর চারটি টেস্ট ইনিংসে জিতলেন বিরাটরা ৷ এর আগে বিশ্বের কোনও দল পরপর চারটি টেস্ট ইনিংসে জেতেনি ৷

কলকাতা, 24 নভেম্বর : গোলাপি বলের টেস্টে ইনিংসে জিতল ভারত ৷ বাংলাদেশকে হারাল এক ইনিংস ও 46 রানে ৷ ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিলেন উমেশ যাদব ৷ আর 4টি উইকেট পেয়েছেন ইশান্ত শর্মা ৷ হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য আজ আর ব্যাট হাতে নামতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যান মাহমুদুল্লাহ ৷ দুই ইনিংসে 9 উইকেট নিয়ে ম্যাচের সেরা হলেন ইশান্ত শর্মা ৷ সিরিজ়ের সেরাও হলেন ৷

গোলাপি বলের টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আমিনুল হক ৷ ভারতীয় জোরে বোলারদের দাপটে প্রথম ইনিংসে মাত্র 106 রানে অল আউট হয়ে যায় তারা ৷ ইশান্ত শর্মা নেন 5 উইকেট ৷ উমেশ যাদব তিনটি এবং মহম্মদ শামি দুটি উইকেট নেন ৷

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে দুই ওপেনারকে হারায় ভারত ৷ এরপর দলের হাল ধরেন চেতেশ্বর পূজারা এবং অধিনায়ক বিরাট কোহলি ৷ ব্যক্তিগত 55 রানে আউট হন পূজারা ৷ বিরাট কোহলি করেন 136 রান ৷ সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে করেন 51 রান ৷ নয় উইকেটে 347 রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে ভারত ৷

গতকাল দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে একের পর এক উইকেট হারায় বাংলাদেশ ৷ একসময় 13 রানে তাদের চার উইকেট পড়ে যায় ৷ এরপর দলের হাল ধরেন মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম ৷ দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান মাহমুদুল্লাহ ৷ গতকাল দিনের শেষে 6 উইকেট হারায় বাংলাদেশ ৷

আজ খেলা শুরুর পর দ্বিতীয় ওভার বল করতে এসে এবাদত হোসেনকে আউট করেন উমেশ ৷ এরপর মুশফিকুর রহিম এবং আল আমিন হোসেনও আউট হন তাঁর বলে ৷ সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন উমেশ ৷ এই ম্যাচে 19টি উইকেটই নিলেন ভারতীয় পেসাররা ৷ ভারতীয় স্পিনাররা কোনও উইকেট পেলেন না ৷

ইডেন টেস্টের জয় ধরে টানা সাতটি টেস্ট জিতলেন বিরাটরা ৷ এই প্রথম ভারত পরপর সাতটি টেস্ট জিতল ৷ এর আগে ধোনির নেতৃত্বে ভারত টানা 6টি টেস্টে জিতেছিল ৷ এই টেস্ট ধরে পরপর চারটি টেস্ট ইনিংসে জিতলেন বিরাটরা ৷ এর আগে বিশ্বের কোনও দল পরপর চারটি টেস্ট ইনিংসে জেতেনি ৷

Mumbai, Nov 24 (ANI): Bollywood celebs along with their children arrived at Riteish Deshmukh and Genelia D'Souza son's birthday bash in Mumbai. Vivek Oberoi, Arpita Khan reached at the birthday bash of Riaan. Aaradhya Bachchan, Aishwarya Rai and Abhishek Bachchan were seen enjoying at the bash. 'Golmaal' actor Tusshar Kapoor along with his son reached the event. Esha deol along with her daughter was also spotted at the bash.


Last Updated : Nov 25, 2019, 7:40 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.