ETV Bharat / sports

6 উইকেট হারিয়ে ফের বিপর্যয়ের মুখে বাংলাদেশ - Pink ball test in eden

ভারত বনাম বাংলাদেশ গোলাপি বলের টেস্ট । লাল, সাদা বলের পর গোলাপি বলেও সেঞ্চুরি করলেন অধিনায়ক বিরাট কোহলি ৷

দুরন্ত কোহলি
author img

By

Published : Nov 23, 2019, 2:27 PM IST

Updated : Nov 23, 2019, 8:50 PM IST

কলকাতা, 23 নভেম্বর : লাল-সাদার পর এবার গোলাপি ৷ ফের শতরান ৷ নামটা সেই বিরাট কোহলি ৷ ইডেনেই প্রথম দিন রাতের টেস্ট খেলল ভারত ৷ আর সেই টেস্টে প্রথম ভারতীয় হিসেবে শতরান করে ইতিহাসের খাতায় নাম তুলে ফেললেন ভারতের 'আধুনিক রান মেশিন'৷ দিনের শেষে 6 উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর এখন 152 ৷ ক্রিজে রয়েছেন মুশফিকুর রহিম ৷ 59 রানে অপরাজিত তিনি ৷ তবে শুধু কোহলি নয় ৷ গোলাপি যুদ্ধে ফের দুরন্ত বোলিং ইশান্ত শর্মার ৷ নিলেন বিপক্ষের 4টি গুরুত্বপূর্ণ উইকেট ৷

ইডেন টেস্টের দ্বিতীয় দিনের শুরু থেকে বাংলাদেশের উপর চাপ বাড়াচ্ছিলেন ভারতের অধিনায়ক ও সহ অধিনায়ক । কোহলি-রাহানের চওড়া ব্যাটে বড় রানের দিকে এগোয় ভারতীয় দল । লিড তিন অঙ্কে নিয়ে যান বিরাট ও রাহানে । ব্যক্তিগত 51 রানে প্যাভেলিয়নে ফেরেন অজিঙ্কা রাহানে ।

রাহানের পর রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বাঁধেন ভারত অধিনায়ক ৷ তাইজুল ইসলামের বল স্কয়্যার লেগ দিয়ে ঢেলে 2 রান নিয়ে শতরান পূর্ণ করেন ৷ টেস্ট ক্রিকেটে কোহলির এটি 27তম সেঞ্চুরি ৷ আর অধিনায়ক হিসেবে করলেন 20তম সেঞ্চুরি ৷শুধু তাই নয়, সেঞ্চুরির নিরিখে অধিনায়ক হিসেবে ধরে ফেললেন রিকি পন্টিংকে ৷ ব্যক্তিগত 136 রানে তাইজুল ইসলামের অসাধারণ ক্যাচে প্যাভিলিয়নে ফিরলেন রানমেশিন ৷

যদিও কোহলি আউট হওয়ার পর বেশিক্ষণ স্থায়ী হননি অশ্বিন, ইশান্ত ও উমেশ ৷ 90 তম ওভারে 347 রানেই ইনিংস ছেড়ে দেন অধিনায়ক কোহলি ৷

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে 241 রানের লিড দেয় ভারত ৷ ব্যাট করতে নেমে দলের খাতা খোলার আগেই উইকেট হারায় বাংলাদেশ ৷ প্রথম ইনিংসের বেঙ্গল টাইগারদের হয়ে সর্বোচ্চ রান করা শাদমান ইসলাম প্যাভিলিয়নে ফেরেন শূন্য রানেই ৷ নিজের দ্বিতীয় ওভারেই ফের বাংলাদেশ অধিনায়ক মমিনুল হককেও আউট করেন ইশান্ত শর্মা ৷ এখনও পর্যন্ত 89 রানে পিছিয়ে বাংলাদেশ ৷ মুশফিকুরের ব্যাটে ভর করে লড়াইয়ে ফিরল বেঙ্গল টাইগাররা ৷

কলকাতা, 23 নভেম্বর : লাল-সাদার পর এবার গোলাপি ৷ ফের শতরান ৷ নামটা সেই বিরাট কোহলি ৷ ইডেনেই প্রথম দিন রাতের টেস্ট খেলল ভারত ৷ আর সেই টেস্টে প্রথম ভারতীয় হিসেবে শতরান করে ইতিহাসের খাতায় নাম তুলে ফেললেন ভারতের 'আধুনিক রান মেশিন'৷ দিনের শেষে 6 উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর এখন 152 ৷ ক্রিজে রয়েছেন মুশফিকুর রহিম ৷ 59 রানে অপরাজিত তিনি ৷ তবে শুধু কোহলি নয় ৷ গোলাপি যুদ্ধে ফের দুরন্ত বোলিং ইশান্ত শর্মার ৷ নিলেন বিপক্ষের 4টি গুরুত্বপূর্ণ উইকেট ৷

ইডেন টেস্টের দ্বিতীয় দিনের শুরু থেকে বাংলাদেশের উপর চাপ বাড়াচ্ছিলেন ভারতের অধিনায়ক ও সহ অধিনায়ক । কোহলি-রাহানের চওড়া ব্যাটে বড় রানের দিকে এগোয় ভারতীয় দল । লিড তিন অঙ্কে নিয়ে যান বিরাট ও রাহানে । ব্যক্তিগত 51 রানে প্যাভেলিয়নে ফেরেন অজিঙ্কা রাহানে ।

রাহানের পর রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বাঁধেন ভারত অধিনায়ক ৷ তাইজুল ইসলামের বল স্কয়্যার লেগ দিয়ে ঢেলে 2 রান নিয়ে শতরান পূর্ণ করেন ৷ টেস্ট ক্রিকেটে কোহলির এটি 27তম সেঞ্চুরি ৷ আর অধিনায়ক হিসেবে করলেন 20তম সেঞ্চুরি ৷শুধু তাই নয়, সেঞ্চুরির নিরিখে অধিনায়ক হিসেবে ধরে ফেললেন রিকি পন্টিংকে ৷ ব্যক্তিগত 136 রানে তাইজুল ইসলামের অসাধারণ ক্যাচে প্যাভিলিয়নে ফিরলেন রানমেশিন ৷

যদিও কোহলি আউট হওয়ার পর বেশিক্ষণ স্থায়ী হননি অশ্বিন, ইশান্ত ও উমেশ ৷ 90 তম ওভারে 347 রানেই ইনিংস ছেড়ে দেন অধিনায়ক কোহলি ৷

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে 241 রানের লিড দেয় ভারত ৷ ব্যাট করতে নেমে দলের খাতা খোলার আগেই উইকেট হারায় বাংলাদেশ ৷ প্রথম ইনিংসের বেঙ্গল টাইগারদের হয়ে সর্বোচ্চ রান করা শাদমান ইসলাম প্যাভিলিয়নে ফেরেন শূন্য রানেই ৷ নিজের দ্বিতীয় ওভারেই ফের বাংলাদেশ অধিনায়ক মমিনুল হককেও আউট করেন ইশান্ত শর্মা ৷ এখনও পর্যন্ত 89 রানে পিছিয়ে বাংলাদেশ ৷ মুশফিকুরের ব্যাটে ভর করে লড়াইয়ে ফিরল বেঙ্গল টাইগাররা ৷

Mumbai, Nov 23 (ANI): While talking to ANI on BJP-NCP forming government in Maharashtra, Congress leader Sanjay Nirupam said, "People would be thinking I will be happy by today's developments, but I am actually very sad. Congress has been unnecessarily defamed in this and thinking of alliance with Shiv Sena was a mistake. I appeal to Sonia ji to at first dissolve Congress Working Committee". BJP's Devendra Fadanavis and NCP's Ajit Pawar took oath as Maharashtra Chief Minister and Deputy Chief Minister respectively.
Last Updated : Nov 23, 2019, 8:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.