কলকাতা, 23 নভেম্বর : লাল-সাদার পর এবার গোলাপি ৷ ফের শতরান ৷ নামটা সেই বিরাট কোহলি ৷ ইডেনেই প্রথম দিন রাতের টেস্ট খেলল ভারত ৷ আর সেই টেস্টে প্রথম ভারতীয় হিসেবে শতরান করে ইতিহাসের খাতায় নাম তুলে ফেললেন ভারতের 'আধুনিক রান মেশিন'৷ দিনের শেষে 6 উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর এখন 152 ৷ ক্রিজে রয়েছেন মুশফিকুর রহিম ৷ 59 রানে অপরাজিত তিনি ৷ তবে শুধু কোহলি নয় ৷ গোলাপি যুদ্ধে ফের দুরন্ত বোলিং ইশান্ত শর্মার ৷ নিলেন বিপক্ষের 4টি গুরুত্বপূর্ণ উইকেট ৷
ইডেন টেস্টের দ্বিতীয় দিনের শুরু থেকে বাংলাদেশের উপর চাপ বাড়াচ্ছিলেন ভারতের অধিনায়ক ও সহ অধিনায়ক । কোহলি-রাহানের চওড়া ব্যাটে বড় রানের দিকে এগোয় ভারতীয় দল । লিড তিন অঙ্কে নিয়ে যান বিরাট ও রাহানে । ব্যক্তিগত 51 রানে প্যাভেলিয়নে ফেরেন অজিঙ্কা রাহানে ।
রাহানের পর রবীন্দ্র জাদেজার সঙ্গে জুটি বাঁধেন ভারত অধিনায়ক ৷ তাইজুল ইসলামের বল স্কয়্যার লেগ দিয়ে ঢেলে 2 রান নিয়ে শতরান পূর্ণ করেন ৷ টেস্ট ক্রিকেটে কোহলির এটি 27তম সেঞ্চুরি ৷ আর অধিনায়ক হিসেবে করলেন 20তম সেঞ্চুরি ৷শুধু তাই নয়, সেঞ্চুরির নিরিখে অধিনায়ক হিসেবে ধরে ফেললেন রিকি পন্টিংকে ৷ ব্যক্তিগত 136 রানে তাইজুল ইসলামের অসাধারণ ক্যাচে প্যাভিলিয়নে ফিরলেন রানমেশিন ৷
যদিও কোহলি আউট হওয়ার পর বেশিক্ষণ স্থায়ী হননি অশ্বিন, ইশান্ত ও উমেশ ৷ 90 তম ওভারে 347 রানেই ইনিংস ছেড়ে দেন অধিনায়ক কোহলি ৷
দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে 241 রানের লিড দেয় ভারত ৷ ব্যাট করতে নেমে দলের খাতা খোলার আগেই উইকেট হারায় বাংলাদেশ ৷ প্রথম ইনিংসের বেঙ্গল টাইগারদের হয়ে সর্বোচ্চ রান করা শাদমান ইসলাম প্যাভিলিয়নে ফেরেন শূন্য রানেই ৷ নিজের দ্বিতীয় ওভারেই ফের বাংলাদেশ অধিনায়ক মমিনুল হককেও আউট করেন ইশান্ত শর্মা ৷ এখনও পর্যন্ত 89 রানে পিছিয়ে বাংলাদেশ ৷ মুশফিকুরের ব্যাটে ভর করে লড়াইয়ে ফিরল বেঙ্গল টাইগাররা ৷