ETV Bharat / sports

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টানা 10 সিরিজ় জয়ই আজ লক্ষ্য কোহলিদের - ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ

সিরিজ়ের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টানা 10টি দ্বিপাক্ষিক সিরিজ় জয়ই লক্ষ্য টিম কোহলির ৷ অন্যদিকে শেষ ম্যাচ জিতে 13 বছর পর ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ় জয় করতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ় ৷

image
টিম ইন্ডিয়া
author img

By

Published : Dec 21, 2019, 11:48 PM IST

কটক, 22 ডিসেম্বর : রবিবার সিরিজ়ের শেষ তথা নির্ণায়ক ম্যাচে কটকের বারাবাটি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ় ৷ রবিবার ম্যাচ জিতলেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টানা 10টি দ্বিপাক্ষিক সিরিজ় জয় করবে ভারত ৷

ভারতের বিরুদ্ধে দুরন্ত সিরিজ় শুরু করে পোলার্ডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ় ৷ টি-20 সিরিজ়ে হারলেও প্রথম ম্যাচে ভারতকে 8 উইকেটে হারায় ক্যারিবিয়ানরা ৷ কিন্তু দ্বিতীয় ম্যাচেই বাউন্স ব্যাক করে ভারত ৷ 107 রানের বিশাল ব্যবধানে পোলার্ড বাহিনীকে হারায় টিম কোহলি ৷ অধিনায়ক বিরাট কোহলি শূন্য রানে ফিরলেও ভারতের প্রথম দিকের ব্যাটসম্যানরা দুরন্ত খেলেন ৷ দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল সেঞ্চুরি করেন ৷ শেষের দিকে টি-20-র ধাঁচে ব্যাটিং করেন শ্রেয়স ও ঋষভ ৷ দুরন্ত বোলিং করেন কুলদীপ, শামিরা ৷ হ্যাটট্রিক করেন কুলদীপ৷ অন্যদিকে ফের ক্যারিবিয়ান ব্যাটিংয়ের হাল ধরেন শাই হোপ ৷ যদিও তা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না ৷

image
দুরন্ত কুলদীপ

শেষ ম্যাচে ভারতের একমাত্র উদ্বেগের কারণ ফিল্ডিং ৷ শেষ কয়েক বছরে ফিল্ডিংয়ের যে মাত্রা টিম কোহলি সেট করেছে এই সিরিজ়ে বিরাট, লোকেশরা তাঁর ধারেকাছেও পৌঁছাতে পারেনি ৷ যদিও শ্রেয়সের দুরন্ত থ্রোয়ে ফিরতে হয় আগের ম্যাচের নায়ক শিমরন হেটমেয়ারকে ৷ অন্যদিকে নিকোলাস পূরান ও শাই হোপের ক্যাচ ফসকায় ভারতীয় ফিল্ডাররা ৷

image
রানআউট হেটমেয়ার

পিচ কিউরেটরের কথা অনুযায়ী বারাবাটি স্টেডিয়ামেও দেখা যেতে পারে রানের ফুলঝুড়ি ৷ প্রথম ম্যাচে ক্যারিবিয়ান ব্যাটসম্যান শাই হোপ ও শিমরন হেটমেয়ারের বাম হাতি ও ডান হাতি কম্বিনেশন ভারতের থেকে ম্যাচ বের করে নিয়ে যায় ৷ দ্বিতীয় একদিনের ম্যাচে হেটমেয়ার রান আউট না হলে ম্যাচের ফল অন্য কিছু হতেই পারত ৷

image
মরিয়া চেষ্টা ওয়েস্ট ইন্ডিজ়ের

শেষ ম্যাচ জিতে 13 বছর পর ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ় জয় করতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ় ৷ অন্যদিকে টিম কোহলি ম্যাচ জিতে বছরটা দুরন্ত ভাবে শেষ করতে চাইবে ৷ দুই বছর আগে বারাবাটিতে শেষ একদিনের ম্যাচটি খেলা হয় ৷ সেবার স্কোরবোর্ডে 382 রান তুলেও মাত্র 15 রানে ইংল্যান্ডকে হারায় ভারত ৷

কটক, 22 ডিসেম্বর : রবিবার সিরিজ়ের শেষ তথা নির্ণায়ক ম্যাচে কটকের বারাবাটি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ় ৷ রবিবার ম্যাচ জিতলেই ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে টানা 10টি দ্বিপাক্ষিক সিরিজ় জয় করবে ভারত ৷

ভারতের বিরুদ্ধে দুরন্ত সিরিজ় শুরু করে পোলার্ডের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ় ৷ টি-20 সিরিজ়ে হারলেও প্রথম ম্যাচে ভারতকে 8 উইকেটে হারায় ক্যারিবিয়ানরা ৷ কিন্তু দ্বিতীয় ম্যাচেই বাউন্স ব্যাক করে ভারত ৷ 107 রানের বিশাল ব্যবধানে পোলার্ড বাহিনীকে হারায় টিম কোহলি ৷ অধিনায়ক বিরাট কোহলি শূন্য রানে ফিরলেও ভারতের প্রথম দিকের ব্যাটসম্যানরা দুরন্ত খেলেন ৷ দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুল সেঞ্চুরি করেন ৷ শেষের দিকে টি-20-র ধাঁচে ব্যাটিং করেন শ্রেয়স ও ঋষভ ৷ দুরন্ত বোলিং করেন কুলদীপ, শামিরা ৷ হ্যাটট্রিক করেন কুলদীপ৷ অন্যদিকে ফের ক্যারিবিয়ান ব্যাটিংয়ের হাল ধরেন শাই হোপ ৷ যদিও তা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না ৷

image
দুরন্ত কুলদীপ

শেষ ম্যাচে ভারতের একমাত্র উদ্বেগের কারণ ফিল্ডিং ৷ শেষ কয়েক বছরে ফিল্ডিংয়ের যে মাত্রা টিম কোহলি সেট করেছে এই সিরিজ়ে বিরাট, লোকেশরা তাঁর ধারেকাছেও পৌঁছাতে পারেনি ৷ যদিও শ্রেয়সের দুরন্ত থ্রোয়ে ফিরতে হয় আগের ম্যাচের নায়ক শিমরন হেটমেয়ারকে ৷ অন্যদিকে নিকোলাস পূরান ও শাই হোপের ক্যাচ ফসকায় ভারতীয় ফিল্ডাররা ৷

image
রানআউট হেটমেয়ার

পিচ কিউরেটরের কথা অনুযায়ী বারাবাটি স্টেডিয়ামেও দেখা যেতে পারে রানের ফুলঝুড়ি ৷ প্রথম ম্যাচে ক্যারিবিয়ান ব্যাটসম্যান শাই হোপ ও শিমরন হেটমেয়ারের বাম হাতি ও ডান হাতি কম্বিনেশন ভারতের থেকে ম্যাচ বের করে নিয়ে যায় ৷ দ্বিতীয় একদিনের ম্যাচে হেটমেয়ার রান আউট না হলে ম্যাচের ফল অন্য কিছু হতেই পারত ৷

image
মরিয়া চেষ্টা ওয়েস্ট ইন্ডিজ়ের

শেষ ম্যাচ জিতে 13 বছর পর ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ় জয় করতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ় ৷ অন্যদিকে টিম কোহলি ম্যাচ জিতে বছরটা দুরন্ত ভাবে শেষ করতে চাইবে ৷ দুই বছর আগে বারাবাটিতে শেষ একদিনের ম্যাচটি খেলা হয় ৷ সেবার স্কোরবোর্ডে 382 রান তুলেও মাত্র 15 রানে ইংল্যান্ডকে হারায় ভারত ৷

Lucknow (Uttar Pradesh), Dec 21 (ANI): Shia Cleric Maulana Kalbe Jawad appealed Muslims to show restraint. Speaking to ANI, he said, "Citizenship Amendment Act (CAA) and National Register of Citizens (NRC) are two different things. NRC as of now is implemented only in Assam and has not been implemented across India, also we don't yet know what rules are going to be in it. Political parties are misleading on this, appeal to Muslims to show restraint."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.