ETV Bharat / sports

মরণ-বাঁচন ম্যাচে শার্দুল ঠাকুর হতে পারেন টিম ইন্ডিয়ার তুরুপের তাস

author img

By

Published : Dec 17, 2019, 8:22 PM IST

বিশাখাপটনমে সিরিজ়ের মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ় ৷ সিরিজ়ে সমতা ফেরাতে মরিয়া মেন ইন ব্লুরা ৷ দলে ফিরতে পারেন শার্দুল ঠাকুর ৷

image
টিম ইন্ডিয়া

বিশাখাপটনম, 17 ডিসেম্বর : ভারতের মাটিতে এসে ভারতকে হারানো সহজ নয় ৷ চেন্নাইয়ে সিরিজ়ের প্রথম ম্যাচে জিতে সেই পথে এককদম এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ় ৷ আপাতত 3 ম্যাচের সিরিজ়ে 1-0 ব্যবধানে এগিয়ে ক্যারিবিয়ানরা ৷ বিশাখাপটনমে জয় পেলেই সিরিজ় দখল করবে পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ় ৷

বুধবার বিশাখাপটনমে সিরিজ়ের মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ় ৷ সিরিজ়ে সমতায় ফেরাতে মরিয়া মেন ইন ব্লুরা ৷ একদিনের ম্যাচে শেষ কয়েক বছর ঘরের মাঠে দুরন্ত ভারত ৷ তাই ব়্যাঙ্কিংয়ে তাদের থেকে 7 ধাপ পিছিয়ে থাকা দলের হাতে সিরিজ় খোয়াতে চাইবে না টিম কোহলি ৷

চেন্নাই ম্যাচে পরিষ্কার হয়ে গেছে যে মাঠের মধ্যে ভারতীয় দলের ভারসম্য সঠিক ছিল না ৷ পঞ্চম বোলারের অভাবে ভুগেছে ভারত ৷ বিশাখাপটনমে ব্যাটিং সহায়ক উইকেটে তাই একজন অতিরিক্ত বোলার নিয়ে নামতে চাইবে টিম ম্যানেজমেন্ট ৷ সেক্ষেত্রে বসতে হতে পারে শিবম দুবেকে ৷ দলে আসতে পারেন শার্দুল ঠাকুর ৷ আরও একটি দিকে নজর দিতে চাইবে ভারত ৷ শেষ কয়েকটি ম্যাচে ফিল্ডিং ভুগিয়েছে ভারতকে ৷ কয়েকটি সহজ ক্যাচ ফসকেছেন ভারতীয় ফিল্ডাররা ৷

বিশাখাপটনমে ম্যাচ জিততে মরিয়া টিম কোহলি ৷ দলে ভারসাম্য আনতে প্রথম একাদশে পরিবর্তন করতে পারে ভারত ৷

একনজরে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ :-

রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, শার্দুল ঠাকুর/শিবম দুবে, মহম্মদ শামি, ও কুলদীপ যাদব ৷

বিশাখাপটনম, 17 ডিসেম্বর : ভারতের মাটিতে এসে ভারতকে হারানো সহজ নয় ৷ চেন্নাইয়ে সিরিজ়ের প্রথম ম্যাচে জিতে সেই পথে এককদম এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ় ৷ আপাতত 3 ম্যাচের সিরিজ়ে 1-0 ব্যবধানে এগিয়ে ক্যারিবিয়ানরা ৷ বিশাখাপটনমে জয় পেলেই সিরিজ় দখল করবে পোলার্ডের ওয়েস্ট ইন্ডিজ় ৷

বুধবার বিশাখাপটনমে সিরিজ়ের মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ় ৷ সিরিজ়ে সমতায় ফেরাতে মরিয়া মেন ইন ব্লুরা ৷ একদিনের ম্যাচে শেষ কয়েক বছর ঘরের মাঠে দুরন্ত ভারত ৷ তাই ব়্যাঙ্কিংয়ে তাদের থেকে 7 ধাপ পিছিয়ে থাকা দলের হাতে সিরিজ় খোয়াতে চাইবে না টিম কোহলি ৷

চেন্নাই ম্যাচে পরিষ্কার হয়ে গেছে যে মাঠের মধ্যে ভারতীয় দলের ভারসম্য সঠিক ছিল না ৷ পঞ্চম বোলারের অভাবে ভুগেছে ভারত ৷ বিশাখাপটনমে ব্যাটিং সহায়ক উইকেটে তাই একজন অতিরিক্ত বোলার নিয়ে নামতে চাইবে টিম ম্যানেজমেন্ট ৷ সেক্ষেত্রে বসতে হতে পারে শিবম দুবেকে ৷ দলে আসতে পারেন শার্দুল ঠাকুর ৷ আরও একটি দিকে নজর দিতে চাইবে ভারত ৷ শেষ কয়েকটি ম্যাচে ফিল্ডিং ভুগিয়েছে ভারতকে ৷ কয়েকটি সহজ ক্যাচ ফসকেছেন ভারতীয় ফিল্ডাররা ৷

বিশাখাপটনমে ম্যাচ জিততে মরিয়া টিম কোহলি ৷ দলে ভারসাম্য আনতে প্রথম একাদশে পরিবর্তন করতে পারে ভারত ৷

একনজরে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ :-

রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, শার্দুল ঠাকুর/শিবম দুবে, মহম্মদ শামি, ও কুলদীপ যাদব ৷

New Delhi, Dec 17 (ANI): As per Pakistani Media, former Pakistani military dictator and former president Pervez Musharraf has been handed death sentence in high treason case on Dec 17. A three-member bench of the special court in Islamabad took the decision High treason trial of Musharraf for imposing the state of emergency on Nov 3, 2007, had been pending since Dec 2013. The high treason case was filed against Pervez Musharraf by the PML-N government in 2013.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.