পুনে, 9 জানুয়ারি : প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পর ইন্দোরে দ্বিতীয় টি-20 ম্যাচে শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারায় ভারত ৷ শুক্রবার সিরিজ়ের তৃতীয় তথা শেষ ম্যাচ জিতে সিরিজ় জয় দিয়েই বছর শুরু করতে চাইবে মেন ইন ব্লুরা ৷
ইন্দোরে প্রথমে দুরন্ত বোলিং, তারপর ব্যাটিংয়ে ক্লিনিকাল ফিনিশ, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে সহজেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া ৷ ফলে তিন ম্যাচের সিরিজ়ে 1-0 ব্যবধানে এগিয়ে থেকেই পুনের MCA স্টেডিয়ামে নামতে চলেছে ভারত ৷ অন্যদিকে ইসুরু উদানার চোট চিন্তায় রেখেছে শ্রীলঙ্কাকে ৷ সিরিজ় নির্ণায়ক ম্যাচে হয়ত ইসুরুর সার্ভিস পাবে না লঙ্কা বাহিনী ৷
ওপেনার লোকেশ রাহুলের দুরন্ত ব্যাটিং চাপে রেখেছে আর এক ওপেনার শিখর ধাওয়ানকে ৷ তাই দ্বিতীয় ম্যাচে সাধারণ পারফরম্যান্স ঝেড়ে ফেলে ফের নিজেকে প্রমাণ করতে চাইবেন ভারতীয় ক্রিকেটের গব্বর ৷ এমনিতেই 2019 সাল ভালো যায়নি শিখরের ৷ তারপর সামনেই টি-20 বিশ্বকাপ ৷ লোকেশ রাহুলের উত্থানে জায়গা হারানোর চিন্তা থাকবেই ধাওয়ানের ৷ অন্য দিকে সুযোগ পেয়ে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন রাহুল ৷
চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও প্রথম ম্যাচে সেভাবে দাগ কাটতে ব্যর্থ জসপ্রীত বুমরা ৷ যদিও ভারতীয় দলের অন্য দুই পেসারকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেছে অধিনায়ক কোহলির গলায় ৷ দরকারের সময় নভদীপ সাইনি তুলে নিয়েছেন দুটি উইকেট, শার্দুল ঠাকুর নিয়েছেন তিনটি উইকেট ৷
টপ অর্ডারের ব্যাটিং ও বোলিং ঠিক থাকলেও কোহলিরা চাইবেন মিডিল অর্ডারের ব্যাটিং ঠিক করতে ৷ কারণ টপ অর্ডারের দুরন্ত ব্যাটিংয়ে সেভাবে পরীক্ষিত নয় মিডিল অর্ডারের ব্যাটিং ৷ তাই কোহলি ও দলের থিঙ্কট্যাঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে শ্রেয়স, ঋষভ, শিবমদের সুযোগ দিচ্ছেন ৷
শ্রীলঙ্কা দলে উদানার চোট, ফলে ফের হয়ত দেখা যেতে পারে অ্যাঞ্জেলো ম্যাথিউজ়কে ৷ সেক্ষেত্রে 16 মাস পর আবার মাঠে নামবেন তিনি ৷