ETV Bharat / sports

পুনেতে বছরের প্রথম সিরিজ় জয়ের সামনে ভারত

author img

By

Published : Jan 9, 2020, 7:58 PM IST

বছরের শুরুতেই সিরিজ় জয়ের সুযোগ ভারতের সামনে ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ়ে 1-0 ব্যবধানে এগিয়ে টিম কোহলি ৷ পুনের MCA-তে সিরিজ়ের শেষ ম্যাচ জিতলেই বছরের প্রথম সিরিজ় জয় করবে ভারত ৷

image
টিম ইন্ডিয়া

পুনে, 9 জানুয়ারি : প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পর ইন্দোরে দ্বিতীয় টি-20 ম্যাচে শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারায় ভারত ৷ শুক্রবার সিরিজ়ের তৃতীয় তথা শেষ ম্যাচ জিতে সিরিজ় জয় দিয়েই বছর শুরু করতে চাইবে মেন ইন ব্লুরা ৷

ইন্দোরে প্রথমে দুরন্ত বোলিং, তারপর ব্যাটিংয়ে ক্লিনিকাল ফিনিশ, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে সহজেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া ৷ ফলে তিন ম্যাচের সিরিজ়ে 1-0 ব্যবধানে এগিয়ে থেকেই পুনের MCA স্টেডিয়ামে নামতে চলেছে ভারত ৷ অন্যদিকে ইসুরু উদানার চোট চিন্তায় রেখেছে শ্রীলঙ্কাকে ৷ সিরিজ় নির্ণায়ক ম্যাচে হয়ত ইসুরুর সার্ভিস পাবে না লঙ্কা বাহিনী ৷

image
শিখর ও রাহুলের পার্টনারশিপ


ওপেনার লোকেশ রাহুলের দুরন্ত ব্যাটিং চাপে রেখেছে আর এক ওপেনার শিখর ধাওয়ানকে ৷ তাই দ্বিতীয় ম্যাচে সাধারণ পারফরম্যান্স ঝেড়ে ফেলে ফের নিজেকে প্রমাণ করতে চাইবেন ভারতীয় ক্রিকেটের গব্বর ৷ এমনিতেই 2019 সাল ভালো যায়নি শিখরের ৷ তারপর সামনেই টি-20 বিশ্বকাপ ৷ লোকেশ রাহুলের উত্থানে জায়গা হারানোর চিন্তা থাকবেই ধাওয়ানের ৷ অন্য দিকে সুযোগ পেয়ে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন রাহুল ৷

image
ইন্দোরে দুরন্ত ব্যাটিং রাহুলের

চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও প্রথম ম্যাচে সেভাবে দাগ কাটতে ব্যর্থ জসপ্রীত বুমরা ৷ যদিও ভারতীয় দলের অন্য দুই পেসারকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেছে অধিনায়ক কোহলির গলায় ৷ দরকারের সময় নভদীপ সাইনি তুলে নিয়েছেন দুটি উইকেট, শার্দুল ঠাকুর নিয়েছেন তিনটি উইকেট ৷

টপ অর্ডারের ব্যাটিং ও বোলিং ঠিক থাকলেও কোহলিরা চাইবেন মিডিল অর্ডারের ব্যাটিং ঠিক করতে ৷ কারণ টপ অর্ডারের দুরন্ত ব্যাটিংয়ে সেভাবে পরীক্ষিত নয় মিডিল অর্ডারের ব্যাটিং ৷ তাই কোহলি ও দলের থিঙ্কট্যাঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে শ্রেয়স, ঋষভ, শিবমদের সুযোগ দিচ্ছেন ৷

শ্রীলঙ্কা দলে উদানার চোট, ফলে ফের হয়ত দেখা যেতে পারে অ্যাঞ্জেলো ম্যাথিউজ়কে ৷ সেক্ষেত্রে 16 মাস পর আবার মাঠে নামবেন তিনি ৷

পুনে, 9 জানুয়ারি : প্রথম ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার পর ইন্দোরে দ্বিতীয় টি-20 ম্যাচে শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারায় ভারত ৷ শুক্রবার সিরিজ়ের তৃতীয় তথা শেষ ম্যাচ জিতে সিরিজ় জয় দিয়েই বছর শুরু করতে চাইবে মেন ইন ব্লুরা ৷

ইন্দোরে প্রথমে দুরন্ত বোলিং, তারপর ব্যাটিংয়ে ক্লিনিকাল ফিনিশ, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-20 ম্যাচে সহজেই জয় তুলে নেয় টিম ইন্ডিয়া ৷ ফলে তিন ম্যাচের সিরিজ়ে 1-0 ব্যবধানে এগিয়ে থেকেই পুনের MCA স্টেডিয়ামে নামতে চলেছে ভারত ৷ অন্যদিকে ইসুরু উদানার চোট চিন্তায় রেখেছে শ্রীলঙ্কাকে ৷ সিরিজ় নির্ণায়ক ম্যাচে হয়ত ইসুরুর সার্ভিস পাবে না লঙ্কা বাহিনী ৷

image
শিখর ও রাহুলের পার্টনারশিপ


ওপেনার লোকেশ রাহুলের দুরন্ত ব্যাটিং চাপে রেখেছে আর এক ওপেনার শিখর ধাওয়ানকে ৷ তাই দ্বিতীয় ম্যাচে সাধারণ পারফরম্যান্স ঝেড়ে ফেলে ফের নিজেকে প্রমাণ করতে চাইবেন ভারতীয় ক্রিকেটের গব্বর ৷ এমনিতেই 2019 সাল ভালো যায়নি শিখরের ৷ তারপর সামনেই টি-20 বিশ্বকাপ ৷ লোকেশ রাহুলের উত্থানে জায়গা হারানোর চিন্তা থাকবেই ধাওয়ানের ৷ অন্য দিকে সুযোগ পেয়ে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন রাহুল ৷

image
ইন্দোরে দুরন্ত ব্যাটিং রাহুলের

চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেও প্রথম ম্যাচে সেভাবে দাগ কাটতে ব্যর্থ জসপ্রীত বুমরা ৷ যদিও ভারতীয় দলের অন্য দুই পেসারকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা শোনা গেছে অধিনায়ক কোহলির গলায় ৷ দরকারের সময় নভদীপ সাইনি তুলে নিয়েছেন দুটি উইকেট, শার্দুল ঠাকুর নিয়েছেন তিনটি উইকেট ৷

টপ অর্ডারের ব্যাটিং ও বোলিং ঠিক থাকলেও কোহলিরা চাইবেন মিডিল অর্ডারের ব্যাটিং ঠিক করতে ৷ কারণ টপ অর্ডারের দুরন্ত ব্যাটিংয়ে সেভাবে পরীক্ষিত নয় মিডিল অর্ডারের ব্যাটিং ৷ তাই কোহলি ও দলের থিঙ্কট্যাঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে শ্রেয়স, ঋষভ, শিবমদের সুযোগ দিচ্ছেন ৷

শ্রীলঙ্কা দলে উদানার চোট, ফলে ফের হয়ত দেখা যেতে পারে অ্যাঞ্জেলো ম্যাথিউজ়কে ৷ সেক্ষেত্রে 16 মাস পর আবার মাঠে নামবেন তিনি ৷

Mumbai, Jan 09 (ANI): Mumbai Police arrested the close aid of Dawood Ibrahim and one of the most wanted gangsters, Ejaz Lakdawala, in Bihar's Patna on January 08. Maharashtra Home Minister Anil Deshmukh held a press conference to address the arrest. Anil Deshmukh said, "Gangster Ejaz Lakdawala used to work for Dawood Ibrahim and Chhota Rajan. 25 extortion FIRs and 80 other complaints are registered against him. I congratulate Police on their success."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.