ETV Bharat / sports

202 রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারাল শ্রীলঙ্কা

author img

By

Published : Jan 10, 2020, 6:53 PM IST

Updated : Jan 10, 2020, 9:14 PM IST

পুনেতে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু ভারতীয় ওপেনারদের ৷ ছন্দে ফিরলেন শিখর ধাওয়ান ৷ পুনেতে অর্ধশতরান করলেন ভারতীয় ক্রিকেটের গব্বর ৷ অর্ধশতরান করেন অন্য এক ভারতীয় ওপেনার লোকেশ রাহুুলও ৷ নির্ধারিত 20 ওভারে ভারতের স্কোর 6 উইকেটের বিনিময়ে 201 ৷

image
ভারত বনাম শ্রীলঙ্কা

পুনে, 10 জানুয়ারি : সিরিজ়ের তৃতীয় তথা শেষ টি-20 ম্যাচে পুনের MCA স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত ৷ ইতিমধ্যেই তিন ম্যাচের সিরিজ়ে 1-0 ব্যবধানে এগিয়ে টিম কোহলি ৷ প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে 7 উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ় জয়ের মুখে মেন ইন ব্লুরা ৷ নির্ধারিত 20 ওভার ব্যাট করে ভারতের সংগ্রহ 6 উইকেটের বিনিময়ে 201 রান ৷ সিরিজ়ে সমতা ফেরাতে শ্রীলঙ্কার প্রয়োজন 202 রান ৷ রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা ৷ 4 ওভারের মধ্যে 15 রানের মধ্যে 3 উইকেট পড়ে যায় তাদের ৷

image
ভালো শুরু দুই ওপেনারের

MCA -স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত শ্রীলঙ্কা অধিনায়ক লাসিথ মালিঙ্গার ৷ ব্যাট হাতে ভালো শুরু ভারতীয় ওপেনারদের ৷ মাত্র চার ওভারেই 52 রান ভারতের ৷ অর্ধশতরান করেন শিখর ধাওয়ান ৷ ব্যক্তিগত 52 রানে আউট হন তিনি ৷ অন্যদিকে নিজের স্বাভাবিক খেলা খেলেন লোকেশ রাহুল ৷ শিখরের পর অর্ধশতরান পূরণ করেন তিনি ৷ তবে অর্ধশতরানের পর 54 রানে প্যাভিলিয়নে ফিরলেন তিনি ৷

image
ছন্দে রাহুল

আজ তিন নম্বরে সঞ্জু স্যামসনকে সুযোগ দেন কোহলি ৷ কিন্তু ব্যর্থ হন ঋষভের পরিবর্তে নামা উইকেট রক্ষক ব্যাটসম্যান ৷ খালি হাতেই ফেরেন শ্রেয়স আইয়ারও ৷ মাত্র চার রানেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন তিনি ৷ যদিও ভারতের বড় রানে যোগদান রাখেন ছয়ে নামা অধিনায়ক কোহলি ও মনীশ পাণ্ডে ৷ সুযোগ পেয়ে 18 বলে 31 রানের অপরাজিত ক্যামিও খেললেন মনীশ ৷ 26 করে রানআউট হলেন কোহলি ৷ শেষে শার্দুল ঠাকুরের 8 বলে 22 রান ভারতকে 200-র গণ্ডি পার করে দেয় ৷

image
রান আউট কোহলি
image
দুরন্ত মনীশ পাণ্ডে

শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেট নেন সান্দাকান ৷ চার ওভার হাত ঘুরিয়ে 35 রানের বিনিময়ে তুলে নেন রাহুল, শিখর ও শ্রেয়সের উইকেট ৷

পুনে, 10 জানুয়ারি : সিরিজ়ের তৃতীয় তথা শেষ টি-20 ম্যাচে পুনের MCA স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি ভারত ৷ ইতিমধ্যেই তিন ম্যাচের সিরিজ়ে 1-0 ব্যবধানে এগিয়ে টিম কোহলি ৷ প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে 7 উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ় জয়ের মুখে মেন ইন ব্লুরা ৷ নির্ধারিত 20 ওভার ব্যাট করে ভারতের সংগ্রহ 6 উইকেটের বিনিময়ে 201 রান ৷ সিরিজ়ে সমতা ফেরাতে শ্রীলঙ্কার প্রয়োজন 202 রান ৷ রান তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় শ্রীলঙ্কা ৷ 4 ওভারের মধ্যে 15 রানের মধ্যে 3 উইকেট পড়ে যায় তাদের ৷

image
ভালো শুরু দুই ওপেনারের

MCA -স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত শ্রীলঙ্কা অধিনায়ক লাসিথ মালিঙ্গার ৷ ব্যাট হাতে ভালো শুরু ভারতীয় ওপেনারদের ৷ মাত্র চার ওভারেই 52 রান ভারতের ৷ অর্ধশতরান করেন শিখর ধাওয়ান ৷ ব্যক্তিগত 52 রানে আউট হন তিনি ৷ অন্যদিকে নিজের স্বাভাবিক খেলা খেলেন লোকেশ রাহুল ৷ শিখরের পর অর্ধশতরান পূরণ করেন তিনি ৷ তবে অর্ধশতরানের পর 54 রানে প্যাভিলিয়নে ফিরলেন তিনি ৷

image
ছন্দে রাহুল

আজ তিন নম্বরে সঞ্জু স্যামসনকে সুযোগ দেন কোহলি ৷ কিন্তু ব্যর্থ হন ঋষভের পরিবর্তে নামা উইকেট রক্ষক ব্যাটসম্যান ৷ খালি হাতেই ফেরেন শ্রেয়স আইয়ারও ৷ মাত্র চার রানেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন তিনি ৷ যদিও ভারতের বড় রানে যোগদান রাখেন ছয়ে নামা অধিনায়ক কোহলি ও মনীশ পাণ্ডে ৷ সুযোগ পেয়ে 18 বলে 31 রানের অপরাজিত ক্যামিও খেললেন মনীশ ৷ 26 করে রানআউট হলেন কোহলি ৷ শেষে শার্দুল ঠাকুরের 8 বলে 22 রান ভারতকে 200-র গণ্ডি পার করে দেয় ৷

image
রান আউট কোহলি
image
দুরন্ত মনীশ পাণ্ডে

শ্রীলঙ্কার হয়ে তিনটি উইকেট নেন সান্দাকান ৷ চার ওভার হাত ঘুরিয়ে 35 রানের বিনিময়ে তুলে নেন রাহুল, শিখর ও শ্রেয়সের উইকেট ৷

New Delhi, 10 January (ANI): A team of Special Cell of Delhi Police has busted an ISIS inspired module by apprehending three terrorists Khaja Moideen, Syed Ali Navas and Abdul Samad. An input was received that a group of highly radicalised people from Tamil Nadu who committed the murder of Hindu Munnani leader, KP Suresh Kumar and were on conditional bail, had fled under mysterious circumstances and were reported to have pledged allegiance to ISIS. Further specific information was received that three operatives of ISIS from Tamil Nadu had entered UP East through Nepal. This information was further developed and it has been learnt that these persons have been shifted to Delhi by their foreign based handler to setup a base to commit terror activity. Specific information was received that absconding terrorists have taken a room on rent and also procured arms and ammunition. As per source information, immediately a trap was laid near Wazirabad Bridge. The team acted swiftly and apprehended three terrorists from the spot after a brief exchange of fire in the early morning hours.

Last Updated : Jan 10, 2020, 9:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.