ETV Bharat / sports

টপকালেন সচিনকে, রোহিতের ব্যাটে ভর করে রাঁচিতে বড় রানের পথে ভারত - India vs South Africa

রাঁচিতে প্রথম দিনে ভারতের স্কোর তিন উইকেটে 224 রান ৷

ভারত
author img

By

Published : Oct 19, 2019, 9:22 AM IST

Updated : Oct 19, 2019, 8:48 PM IST

রাঁচি, 19 অক্টোবর : কাহিনিটা অনেকটা বীরেন্দ্র সেহওয়াগের মতো ৷ ওপেনিংয়ে তুলে আনার পর টেস্টে ভারতের ব্যাটিংয়ের রূপরেখাই বদলে দিয়েছিলেন তিনি ৷ একই পথেই যেন হাঁটছেন রোহিত গুরুনাথ শর্মা ৷ টেস্টে ওপেন করার পর থেকেই একের পর এক রেকর্ড করেই চলেছেন তিনি ৷ তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুধু সেঞ্চুরি করলেন না, এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক ছয় মারার নজির গড়লেন মুম্বইকর ৷ টপকে গেলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড ৷ আর রোহিতকে যোগ্য সংগত করলেন রাহানে ৷ কম আলোর কারণে খেলা বন্ধের সময় ভারতের রান তিন উইকেটে 224 রান ৷

আজ টসের সময় এক বিরল ঘটনার সাক্ষী থাকে রাঁচি ৷ উপমহাদেশে টানা 9টি টস হারা ফাফ ডু'প্লেসিস ভাগ্য ফেরাতে সঙ্গে এনেছিলেন তেম্বা বাভুমাকে ৷ তাতেও টস ভাগ্য ফেরেনি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ৷ টসে জেতেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ৷ আর টসে জিতে তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ৷ স্পিন সহায়ক উইকেটে বড় রান তুলে রবিচন্দ্রন অশ্বিন, শাহবাজ নাদিম, রবীন্দ্র জাদেজাদের ত্রিফলায় প্রোটিয়াদের বিধ্বস্ত করাই টিম ইন্ডিয়ার লক্ষ্য ৷

কিন্তু, শুরুতেই তাতে ধাক্কা দেন কাসিগো রাবাডা ৷ ফর্মে থাকা মায়াঙ্ক আগরওয়ালকে আউট করেন তিনি ৷ কিছুক্ষণ পরই চেতেশ্বর পূজারাকেও প্যাভিলিয়নে পাঠান রাবাডা ৷ বেশিক্ষণ স্থায়ী হয়নি কোহলিও ৷ 12 রানে আউট হন তিনি ৷ সেই সময় 15.3 ওভারে 39 রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত ৷ এরপর দলের ইনিংস সামলান রোহিত ও রাহানে ৷ অযথা ঝুঁকি নিয়ে উইকেট ছুড়ে দিয়ে আসেননি, বরং একেবারে পরিস্থিতি অনুযায়ী খেলে দলকে বিপদ থেকে বের করে আনেন দুই মুম্বইকর ৷ মারার বল পেলে ছেড়ে কথা বলেননি দুজনেই ৷ আর সেহওয়াগের ঢঙেই ছয় মেরে সেঞ্চুরি করেন রোহিত ৷ অর্ধশতরান করেন রাহানে ৷ কম আলোর কারণে মাত্র 58 ওভার খেলা হয় ৷ 83 রানে অপরাজিত রয়েছেন রাহানে ৷ 117 রানে ক্রিজ়ে রয়েছে রোহিত ৷

এদিকে, সচিনকে টপকে নতুন রেকর্ড গড়লেন রোহিত ৷ এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক ছয় মারার নজির গড়েন তিনি ৷ সব ফর্ম্যাট মিলিয়ে এই বছরে তিনি 54টি ছয় মেরেছেন ৷ এছাড়াও, একটি সিরিজ়ে শিমরন হেটমায়ারের সর্বাধিক ছয়ের রেকর্ড টপকেছেন হিটম্যান ৷

রাঁচি, 19 অক্টোবর : কাহিনিটা অনেকটা বীরেন্দ্র সেহওয়াগের মতো ৷ ওপেনিংয়ে তুলে আনার পর টেস্টে ভারতের ব্যাটিংয়ের রূপরেখাই বদলে দিয়েছিলেন তিনি ৷ একই পথেই যেন হাঁটছেন রোহিত গুরুনাথ শর্মা ৷ টেস্টে ওপেন করার পর থেকেই একের পর এক রেকর্ড করেই চলেছেন তিনি ৷ তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুধু সেঞ্চুরি করলেন না, এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক ছয় মারার নজির গড়লেন মুম্বইকর ৷ টপকে গেলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড ৷ আর রোহিতকে যোগ্য সংগত করলেন রাহানে ৷ কম আলোর কারণে খেলা বন্ধের সময় ভারতের রান তিন উইকেটে 224 রান ৷

আজ টসের সময় এক বিরল ঘটনার সাক্ষী থাকে রাঁচি ৷ উপমহাদেশে টানা 9টি টস হারা ফাফ ডু'প্লেসিস ভাগ্য ফেরাতে সঙ্গে এনেছিলেন তেম্বা বাভুমাকে ৷ তাতেও টস ভাগ্য ফেরেনি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ৷ টসে জেতেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ৷ আর টসে জিতে তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ৷ স্পিন সহায়ক উইকেটে বড় রান তুলে রবিচন্দ্রন অশ্বিন, শাহবাজ নাদিম, রবীন্দ্র জাদেজাদের ত্রিফলায় প্রোটিয়াদের বিধ্বস্ত করাই টিম ইন্ডিয়ার লক্ষ্য ৷

কিন্তু, শুরুতেই তাতে ধাক্কা দেন কাসিগো রাবাডা ৷ ফর্মে থাকা মায়াঙ্ক আগরওয়ালকে আউট করেন তিনি ৷ কিছুক্ষণ পরই চেতেশ্বর পূজারাকেও প্যাভিলিয়নে পাঠান রাবাডা ৷ বেশিক্ষণ স্থায়ী হয়নি কোহলিও ৷ 12 রানে আউট হন তিনি ৷ সেই সময় 15.3 ওভারে 39 রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত ৷ এরপর দলের ইনিংস সামলান রোহিত ও রাহানে ৷ অযথা ঝুঁকি নিয়ে উইকেট ছুড়ে দিয়ে আসেননি, বরং একেবারে পরিস্থিতি অনুযায়ী খেলে দলকে বিপদ থেকে বের করে আনেন দুই মুম্বইকর ৷ মারার বল পেলে ছেড়ে কথা বলেননি দুজনেই ৷ আর সেহওয়াগের ঢঙেই ছয় মেরে সেঞ্চুরি করেন রোহিত ৷ অর্ধশতরান করেন রাহানে ৷ কম আলোর কারণে মাত্র 58 ওভার খেলা হয় ৷ 83 রানে অপরাজিত রয়েছেন রাহানে ৷ 117 রানে ক্রিজ়ে রয়েছে রোহিত ৷

এদিকে, সচিনকে টপকে নতুন রেকর্ড গড়লেন রোহিত ৷ এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক ছয় মারার নজির গড়েন তিনি ৷ সব ফর্ম্যাট মিলিয়ে এই বছরে তিনি 54টি ছয় মেরেছেন ৷ এছাড়াও, একটি সিরিজ়ে শিমরন হেটমায়ারের সর্বাধিক ছয়ের রেকর্ড টপকেছেন হিটম্যান ৷

Sitapur/Lucknow (UP), Oct 19 (ANI): Body of Hindu Samaj Party chief Kamlesh Tiwari, who was killed on Friday (October 18) was taken brought to his native place Mahmudabad in Sitapur from the mortuary after Post-Mortem Examination (PME) amid tight security. Tiwari was killed at Naka area of Lucknow on Friday. He was the former leader of Hindu Mahasabha and had founded the Hindu Samaj Party. After being attacked, Tiwari was immediately taken to a hospital where he succumbed to injuries. The assailants managed to flee from the spot. A revolver was also recovered from the site of the crime. A Special Investigation Team (SIT) was constituted to investigate Tiwari's murder. Earlier on Friday, Uttar Pradesh Director General of Police OP Singh had said accused knew Tiwari as they spent around 30 minutes with him on the pretext of gifting him sweets. "Before killing Kamlesh Tiwari, the alleged murderers who were known to him spent around 30 minutes with him at his home in Naka area of Lucknow. The accused are said to be known to him. They brought sweets for him and even spent around half an hour with him. We have found vital clues and investigation in the matter is underway," he said. Earlier, family members and supporters of deceased Tiwari gathered outside the mortuary on late Friday night and staged a protest.
Last Updated : Oct 19, 2019, 8:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.