রাঁচি, 19 অক্টোবর : কাহিনিটা অনেকটা বীরেন্দ্র সেহওয়াগের মতো ৷ ওপেনিংয়ে তুলে আনার পর টেস্টে ভারতের ব্যাটিংয়ের রূপরেখাই বদলে দিয়েছিলেন তিনি ৷ একই পথেই যেন হাঁটছেন রোহিত গুরুনাথ শর্মা ৷ টেস্টে ওপেন করার পর থেকেই একের পর এক রেকর্ড করেই চলেছেন তিনি ৷ তৃতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শুধু সেঞ্চুরি করলেন না, এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক ছয় মারার নজির গড়লেন মুম্বইকর ৷ টপকে গেলেন সচিন তেন্ডুলকরের রেকর্ড ৷ আর রোহিতকে যোগ্য সংগত করলেন রাহানে ৷ কম আলোর কারণে খেলা বন্ধের সময় ভারতের রান তিন উইকেটে 224 রান ৷
আজ টসের সময় এক বিরল ঘটনার সাক্ষী থাকে রাঁচি ৷ উপমহাদেশে টানা 9টি টস হারা ফাফ ডু'প্লেসিস ভাগ্য ফেরাতে সঙ্গে এনেছিলেন তেম্বা বাভুমাকে ৷ তাতেও টস ভাগ্য ফেরেনি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ৷ টসে জেতেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ৷ আর টসে জিতে তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ৷ স্পিন সহায়ক উইকেটে বড় রান তুলে রবিচন্দ্রন অশ্বিন, শাহবাজ নাদিম, রবীন্দ্র জাদেজাদের ত্রিফলায় প্রোটিয়াদের বিধ্বস্ত করাই টিম ইন্ডিয়ার লক্ষ্য ৷
কিন্তু, শুরুতেই তাতে ধাক্কা দেন কাসিগো রাবাডা ৷ ফর্মে থাকা মায়াঙ্ক আগরওয়ালকে আউট করেন তিনি ৷ কিছুক্ষণ পরই চেতেশ্বর পূজারাকেও প্যাভিলিয়নে পাঠান রাবাডা ৷ বেশিক্ষণ স্থায়ী হয়নি কোহলিও ৷ 12 রানে আউট হন তিনি ৷ সেই সময় 15.3 ওভারে 39 রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত ৷ এরপর দলের ইনিংস সামলান রোহিত ও রাহানে ৷ অযথা ঝুঁকি নিয়ে উইকেট ছুড়ে দিয়ে আসেননি, বরং একেবারে পরিস্থিতি অনুযায়ী খেলে দলকে বিপদ থেকে বের করে আনেন দুই মুম্বইকর ৷ মারার বল পেলে ছেড়ে কথা বলেননি দুজনেই ৷ আর সেহওয়াগের ঢঙেই ছয় মেরে সেঞ্চুরি করেন রোহিত ৷ অর্ধশতরান করেন রাহানে ৷ কম আলোর কারণে মাত্র 58 ওভার খেলা হয় ৷ 83 রানে অপরাজিত রয়েছেন রাহানে ৷ 117 রানে ক্রিজ়ে রয়েছে রোহিত ৷
এদিকে, সচিনকে টপকে নতুন রেকর্ড গড়লেন রোহিত ৷ এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক ছয় মারার নজির গড়েন তিনি ৷ সব ফর্ম্যাট মিলিয়ে এই বছরে তিনি 54টি ছয় মেরেছেন ৷ এছাড়াও, একটি সিরিজ়ে শিমরন হেটমায়ারের সর্বাধিক ছয়ের রেকর্ড টপকেছেন হিটম্যান ৷