ETV Bharat / sports

পর পর 2 বলে ছক্কা, সুপারওভারে ম্যাচ জেতালেন রোহিত - ভারত বনাম নিউজ়িল্যান্ড

হ্যামিলটনে শেষ ওভারে থ্রিলার ৷ ড্র হল তৃতীয় টি-20 ম্যাচ ৷ সুপারওভারে রোহিত ম্যাজিকে ম্যাচ জয় ভারতের ৷

image
ভারত বনাম নিউজ়িল্যাড
author img

By

Published : Jan 29, 2020, 12:05 PM IST

Updated : Jan 29, 2020, 5:40 PM IST

হ্যামিলটন, 29 জানুয়ারি : দুই ম্যাচ বাকি থাকতেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ জয় ভারতের ৷ মহমম্দ শামির দুরন্ত বোলিংয়ে ম্যাচ ড্র হলে খেলার নিষ্পত্তি হয় সুপার-ওভারে ৷ পরপর দুই বলে ছয় মেরে ভারতকে ম্যাচ ও সিরিজ় জেতালেন রোহিত শর্মা ৷


প্রথম দুই ম্যাচ শান্ত ছিল হিটম্যানের ব্যাট ৷ কিন্তু কেন তাঁকে টি-20 -র সেরা ব্যাটসম্যান বলা হয় তা ফের প্রমাণ করলেন রোহিত শর্মা ৷ বুধবার শুরু থেকেই ছন্দে ছিল রোহিতের ব্যাট ৷ ওপেন করতে নেমে লোকেশ রাহুলকে সঙ্গী করে ইনিংসের শুরু করলেন ঝড়ের গতিতে ৷ 65 রানে যখন আউট হলেন তখন শক্ত ভিতের উপর দাঁড়িয়ে ভারতের ইনিংস ৷ কিন্তু নিউজ়িল্যান্ড বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 179 রানেই থামে ভারতের ইনিংস ৷ আবার সুপারওভারে ভারতের জয়ের নায়ক সেই রোহিতই ৷ শেষ দুই বলে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল 10 রান ৷ পরপর দু’বলে দুটি ছয় মেরে ভারতকে ম্যাচ ও সিরিজ় দুটোই জেতালেন হিটম্যান ৷

ব্যাট হাতে যদি ভারতের জয়ের নায়ক হন রোহিত তবে বল হাতে শামির অবদানও কম নয় ৷ শেষ ওভারে যে বলটা করলেন তা অনেকদিন মনে রাখবেন তিনি ৷ শেষ ওভারে উইলিয়ামসনের উইকেটাই ম্যাচের পার্থক্য গড়ে দিল ৷ আর ইনিংসের শেষ যে বলে রস টেলরকে আউট করলেন তা এক কথায় অসাধারণ ৷ টেলর বুঝতেই পারলেন না ৷

অন্যদিকে ট্রাজিক নায়ক হিসাবেই রইলেন কেন উইলিয়ামসন ৷ ফের চোখে ভেসে উঠল 2019 ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল ৷ সেবারও ট্রাজিক নায়ক ছিলেন সেই উইলিয়ামসনই ৷ তবে কেন তাঁকে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের সঙ্গে তুলনা করা হয় তা ফের বোঝালেন কিউয়ি অধিনায়ক ৷ একার হাতেই প্রায় ম্যাচ ভারতের হাত থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি ৷ শতরান থেকে মাত্র 5 রান আগেই শামির অসাধারণ বলে লোকেশের হাতে ক্যাচ দিলেন তিনি ৷ তবে তাঁর 95 রানের ইনিংস বোঝাল কেন তাঁকে বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে তুলনা করা হয় ৷

এদিকে ম্যাচে 4 ওভার বল করে 45 রান দেওয়া সত্বেও সুপারওভারে কেন বুমরাকে বোলিং করতে ডাকা হল তা নিয়ে প্রশ্ন কিন্তু থাকছেই ৷ শামি, শার্দুলরা থাকতেও অতিরিক্ত বুমরা নির্ভরতাই কি এর কারণ ? সুপারওভারে বুমরা দিলেন 17 রান, যেটা মোটেও বুমরা সুলভ ছিল না ৷ এদিকে 18 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে দেখা গেল রোহিত ম্যাজিক ৷ ফলে স্বভাবতই ভারতের পাখির চোখ কিন্তু হোয়াইট ওয়াশের দিকেই ৷

হ্যামিলটন, 29 জানুয়ারি : দুই ম্যাচ বাকি থাকতেই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ জয় ভারতের ৷ মহমম্দ শামির দুরন্ত বোলিংয়ে ম্যাচ ড্র হলে খেলার নিষ্পত্তি হয় সুপার-ওভারে ৷ পরপর দুই বলে ছয় মেরে ভারতকে ম্যাচ ও সিরিজ় জেতালেন রোহিত শর্মা ৷


প্রথম দুই ম্যাচ শান্ত ছিল হিটম্যানের ব্যাট ৷ কিন্তু কেন তাঁকে টি-20 -র সেরা ব্যাটসম্যান বলা হয় তা ফের প্রমাণ করলেন রোহিত শর্মা ৷ বুধবার শুরু থেকেই ছন্দে ছিল রোহিতের ব্যাট ৷ ওপেন করতে নেমে লোকেশ রাহুলকে সঙ্গী করে ইনিংসের শুরু করলেন ঝড়ের গতিতে ৷ 65 রানে যখন আউট হলেন তখন শক্ত ভিতের উপর দাঁড়িয়ে ভারতের ইনিংস ৷ কিন্তু নিউজ়িল্যান্ড বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 179 রানেই থামে ভারতের ইনিংস ৷ আবার সুপারওভারে ভারতের জয়ের নায়ক সেই রোহিতই ৷ শেষ দুই বলে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল 10 রান ৷ পরপর দু’বলে দুটি ছয় মেরে ভারতকে ম্যাচ ও সিরিজ় দুটোই জেতালেন হিটম্যান ৷

ব্যাট হাতে যদি ভারতের জয়ের নায়ক হন রোহিত তবে বল হাতে শামির অবদানও কম নয় ৷ শেষ ওভারে যে বলটা করলেন তা অনেকদিন মনে রাখবেন তিনি ৷ শেষ ওভারে উইলিয়ামসনের উইকেটাই ম্যাচের পার্থক্য গড়ে দিল ৷ আর ইনিংসের শেষ যে বলে রস টেলরকে আউট করলেন তা এক কথায় অসাধারণ ৷ টেলর বুঝতেই পারলেন না ৷

অন্যদিকে ট্রাজিক নায়ক হিসাবেই রইলেন কেন উইলিয়ামসন ৷ ফের চোখে ভেসে উঠল 2019 ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল ৷ সেবারও ট্রাজিক নায়ক ছিলেন সেই উইলিয়ামসনই ৷ তবে কেন তাঁকে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের সঙ্গে তুলনা করা হয় তা ফের বোঝালেন কিউয়ি অধিনায়ক ৷ একার হাতেই প্রায় ম্যাচ ভারতের হাত থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিলেন তিনি ৷ শতরান থেকে মাত্র 5 রান আগেই শামির অসাধারণ বলে লোকেশের হাতে ক্যাচ দিলেন তিনি ৷ তবে তাঁর 95 রানের ইনিংস বোঝাল কেন তাঁকে বিশ্বের সেরা ক্রিকেটারদের সঙ্গে তুলনা করা হয় ৷

এদিকে ম্যাচে 4 ওভার বল করে 45 রান দেওয়া সত্বেও সুপারওভারে কেন বুমরাকে বোলিং করতে ডাকা হল তা নিয়ে প্রশ্ন কিন্তু থাকছেই ৷ শামি, শার্দুলরা থাকতেও অতিরিক্ত বুমরা নির্ভরতাই কি এর কারণ ? সুপারওভারে বুমরা দিলেন 17 রান, যেটা মোটেও বুমরা সুলভ ছিল না ৷ এদিকে 18 রানের টার্গেট নিয়ে খেলতে নেমে দেখা গেল রোহিত ম্যাজিক ৷ ফলে স্বভাবতই ভারতের পাখির চোখ কিন্তু হোয়াইট ওয়াশের দিকেই ৷

New Delhi, Jan 29 (ANI): Equity benchmark indices traded higher during early hours on Wednesday as investors hoped for elevated spending on infrastructure in the upcoming Union Budget to boost consumer demand and investments. At 10:15 am, the BSE SandP Sensex was up by 308 points to 41,275 while the Nifty 50 edged higher by 91 points at 12,147. All sectoral indices at the National Stock Exchange were in the positive terrain with Nifty metal gaining by 1.4 per cent, auto by 1 per cent and FMCG by 0.8 per cent.
Last Updated : Jan 29, 2020, 5:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.