ETV Bharat / sports

হোয়াইট ওয়াশ বাঁচাতে নিউজ়িল্যান্ডের দরকার 164 - ভারত বনাম নিউজ়িল্যান্ড

টস জিতে প্রথমে ব্যাট করে 163 রান ভারতের ৷ রোহিত শর্মা করেন 60 রান ৷

image
ভারত বনাম নিউজজ়িল্যান্ড
author img

By

Published : Feb 2, 2020, 11:56 AM IST

Updated : Feb 2, 2020, 2:46 PM IST


মাউন্ট মঙ্গেনুই, 2 ফ্রেব্রুয়ারি : টস জিতে বে-ওভালে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত ভারতের ৷ এই ম্যাচে বিশ্রামে আছেন বিরাট কোহলি ৷ তাই রোহিত শর্মা অধিনায়কত্বের দায়িত্ব সামলান ৷ বে-ওভালে প্রথমে ব্যাটিং করে 20 ওভার শেষে ভারতের রান 163 ৷


এদিন রোহিত থাকলেও ইনিংস শুরু করেন লোকেশ ও সঞ্জু ৷ কিন্তু এদিনও ব্যর্থ সঞ্জু ৷ মাত্র 2 রান করে আউট হন তিনি ৷ কিন্তু এরপর 88 রানের পার্টনারশিপ গড়েন লোকেশ রাহুল ও রোহিত শর্মা ৷ ব্যাক্তিগত 45 রান করে আউট হন রাহুল ৷ অন্যদিকে অর্ধশতরান পূর্ণ করেন অধিনায়ক রোহিত ৷ 60 রান করে আহত হয়ে মাঠ ছাড়েন তিনি ৷ ভালো ব্যাটিং করেন শ্রেয়স আইয়ার ৷ 33 রান করেন তিনি ৷

অন্যদিকে সম্মান উদ্ধারের লড়াইয়ে নিউজ়িল্যান্ডের বড় ভরসা দুই ওপেনার ৷ গাপটিল ও মুনরো ফর্মে আছেন ৷ আগের ম্যাচে ভালো ব্যাটিং করেছিলেন টিম সেইফার্ট ৷ তাই টপ অর্ডারের ব্যাটে ভর করে শেষ ম্যাচে জয় তুলে নিতে চাইবে কিউয়িরা ৷


মাউন্ট মঙ্গেনুই, 2 ফ্রেব্রুয়ারি : টস জিতে বে-ওভালে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত ভারতের ৷ এই ম্যাচে বিশ্রামে আছেন বিরাট কোহলি ৷ তাই রোহিত শর্মা অধিনায়কত্বের দায়িত্ব সামলান ৷ বে-ওভালে প্রথমে ব্যাটিং করে 20 ওভার শেষে ভারতের রান 163 ৷


এদিন রোহিত থাকলেও ইনিংস শুরু করেন লোকেশ ও সঞ্জু ৷ কিন্তু এদিনও ব্যর্থ সঞ্জু ৷ মাত্র 2 রান করে আউট হন তিনি ৷ কিন্তু এরপর 88 রানের পার্টনারশিপ গড়েন লোকেশ রাহুল ও রোহিত শর্মা ৷ ব্যাক্তিগত 45 রান করে আউট হন রাহুল ৷ অন্যদিকে অর্ধশতরান পূর্ণ করেন অধিনায়ক রোহিত ৷ 60 রান করে আহত হয়ে মাঠ ছাড়েন তিনি ৷ ভালো ব্যাটিং করেন শ্রেয়স আইয়ার ৷ 33 রান করেন তিনি ৷

অন্যদিকে সম্মান উদ্ধারের লড়াইয়ে নিউজ়িল্যান্ডের বড় ভরসা দুই ওপেনার ৷ গাপটিল ও মুনরো ফর্মে আছেন ৷ আগের ম্যাচে ভালো ব্যাটিং করেছিলেন টিম সেইফার্ট ৷ তাই টপ অর্ডারের ব্যাটে ভর করে শেষ ম্যাচে জয় তুলে নিতে চাইবে কিউয়িরা ৷

New Delhi, Feb 01 (ANI): Department of Economic Affairs (DEA) Secretary Atanu Chakraborty talked about salient aims of Union Budget 2020-21 which was presented by Finance Minister Nirmala Sitharaman on February 1. "Boost investments and enhancing purchasing power are basic 'mantras' of Union Budget 2020-21 as has been said by FM Sitharaman," said DEA Secretary.

Last Updated : Feb 2, 2020, 2:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.