হ্যামিলটন, ৫ ফেব্রুয়ারি : ভারতের ৩৪৭ রানের জবাবে ভালো শুরু নিউজ়িল্যান্ডের । দুই ওপেনার মিলে ৮৫ রানের পার্টনারশিপ গড়েন । ৩২ রানে শার্দুল ঠাকুরের বলে আউট হন মার্টিন গাপটিল । তবে ক্রিজ়ে আছেন অন্য ওপেনার হেনরি নিকোলস । ৭৩ রানে ব্যাটিং করছেন তিনি । টম ব্লুনডেল করেন ৯ রান । রস টেলর ২৬ রানে অপরাজিত ।
টস হেরে প্রথমে ব্যাট করে ভারত । শুরুতে ভারতের নতুন ওপেনিং জুটি দ্রুত প্যাভিলিয়নে ফিরলে ইনিংসের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার জুটি । ১০২ রানের পার্টনারশিপ গড়েন দু'জনে । এরপর কোহলি ৫১ রানে আউট হলে ইনিংস গড়ার দায়িত্ব নেন শ্রেয়স ও রাহুল জুটি । শতরান করেন শ্রেয়স আইয়ার । ব্যাক্তিগত ১০৩ রানে আউট হন তিনি । কিন্তু অন্যপ্রান্তে দুরন্ত ব্যাটিং করতে থাকেন লোকেশ রাহুল । ৬৪ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন তিনি । শেষ দিকে ১৫ বলে ২৬ রানের ক্যামিও খেলেন কেদার যাদব ।
নিউজ়িল্যান্ডের হয়ে ভালো বোলিং করেন টিম শাউদি । তুলে নেন ২টি উইকেট । পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ় হেরেছে কিউয়িরা । এদিকে প্রথম ওয়ান-ডে তে জয় তুলে নিতে বিশাল রান করতে হবে নিউজিল্যান্ডকে । তাই এখন দেখার জয় দিয়েই কী সিরিজ় শুরু করবে ভারত, না বিশাল রান তাড়া করে ম্যাচ দখল নেবে নিউজ়িল্যান্ড ।