ETV Bharat / sports

ভারতের ৩৪৭ রানের জবাবে ভালো শুরু নিউজ়িল্যান্ডের - টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিউজ়িল্য়ান্ডের

শতরান শ্রেয়স আইয়ারের । হ্যামিলটনে ভারতের রান ৩৪৭ । জবাবে ভালো শুরু নিউজ়িল্যান্ডের ।

image
ভারত বনাম নিউজ়িল্যান্ড
author img

By

Published : Feb 5, 2020, 7:24 AM IST

Updated : Feb 5, 2020, 2:12 PM IST

হ্যামিলটন, ৫ ফেব্রুয়ারি : ভারতের ৩৪৭ রানের জবাবে ভালো শুরু নিউজ়িল্যান্ডের । দুই ওপেনার মিলে ৮৫ রানের পার্টনারশিপ গড়েন । ৩২ রানে শার্দুল ঠাকুরের বলে আউট হন মার্টিন গাপটিল । তবে ক্রিজ়ে আছেন অন্য ওপেনার হেনরি নিকোলস । ৭৩ রানে ব্যাটিং করছেন তিনি । টম ব্লুনডেল করেন ৯ রান । রস টেলর ২৬ রানে অপরাজিত ।

টস হেরে প্রথমে ব্যাট করে ভারত । শুরুতে ভারতের নতুন ওপেনিং জুটি দ্রুত প্যাভিলিয়নে ফিরলে ইনিংসের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার জুটি । ১০২ রানের পার্টনারশিপ গড়েন দু'জনে । এরপর কোহলি ৫১ রানে আউট হলে ইনিংস গড়ার দায়িত্ব নেন শ্রেয়স ও রাহুল জুটি । শতরান করেন শ্রেয়স আইয়ার । ব্যাক্তিগত ১০৩ রানে আউট হন তিনি । কিন্তু অন্যপ্রান্তে দুরন্ত ব্যাটিং করতে থাকেন লোকেশ রাহুল । ৬৪ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন তিনি । শেষ দিকে ১৫ বলে ২৬ রানের ক্যামিও খেলেন কেদার যাদব ।

নিউজ়িল্যান্ডের হয়ে ভালো বোলিং করেন টিম শাউদি । তুলে নেন ২টি উইকেট । পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ় হেরেছে কিউয়িরা । এদিকে প্রথম ওয়ান-ডে তে জয় তুলে নিতে বিশাল রান করতে হবে নিউজিল্যান্ডকে । তাই এখন দেখার জয় দিয়েই কী সিরিজ় শুরু করবে ভারত, না বিশাল রান তাড়া করে ম্যাচ দখল নেবে নিউজ়িল্যান্ড ।

হ্যামিলটন, ৫ ফেব্রুয়ারি : ভারতের ৩৪৭ রানের জবাবে ভালো শুরু নিউজ়িল্যান্ডের । দুই ওপেনার মিলে ৮৫ রানের পার্টনারশিপ গড়েন । ৩২ রানে শার্দুল ঠাকুরের বলে আউট হন মার্টিন গাপটিল । তবে ক্রিজ়ে আছেন অন্য ওপেনার হেনরি নিকোলস । ৭৩ রানে ব্যাটিং করছেন তিনি । টম ব্লুনডেল করেন ৯ রান । রস টেলর ২৬ রানে অপরাজিত ।

টস হেরে প্রথমে ব্যাট করে ভারত । শুরুতে ভারতের নতুন ওপেনিং জুটি দ্রুত প্যাভিলিয়নে ফিরলে ইনিংসের হাল ধরেন অধিনায়ক বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার জুটি । ১০২ রানের পার্টনারশিপ গড়েন দু'জনে । এরপর কোহলি ৫১ রানে আউট হলে ইনিংস গড়ার দায়িত্ব নেন শ্রেয়স ও রাহুল জুটি । শতরান করেন শ্রেয়স আইয়ার । ব্যাক্তিগত ১০৩ রানে আউট হন তিনি । কিন্তু অন্যপ্রান্তে দুরন্ত ব্যাটিং করতে থাকেন লোকেশ রাহুল । ৬৪ বলে ৮৮ রানে অপরাজিত থাকেন তিনি । শেষ দিকে ১৫ বলে ২৬ রানের ক্যামিও খেলেন কেদার যাদব ।

নিউজ়িল্যান্ডের হয়ে ভালো বোলিং করেন টিম শাউদি । তুলে নেন ২টি উইকেট । পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ় হেরেছে কিউয়িরা । এদিকে প্রথম ওয়ান-ডে তে জয় তুলে নিতে বিশাল রান করতে হবে নিউজিল্যান্ডকে । তাই এখন দেখার জয় দিয়েই কী সিরিজ় শুরু করবে ভারত, না বিশাল রান তাড়া করে ম্যাচ দখল নেবে নিউজ়িল্যান্ড ।

New Delhi, Feb 04 (ANI): The Crime Branch has found certain pictures on the mobile phone of Kapil Gujjar, who opened fire in Shaheen Bagh area on February 1. In these pictures, Kapil can be seen with AAP leaders such as Atishi and Sanjay Singh. While speaking to ANI in the national capital on February 04, the Member of Parliament (MP) in Rajya Sabha from Aam Aadmi Party (AAP), Sanjay Singh said, "Model Code of Conduct (MCC) is in place and DCP Crime Branch (Delhi Police) Rajesh Deo is saying photos of AAP members have been found and we are investigating how many people are involved in the conspiracy. Is Amit Shah telling Rajesh Deo to say these things? On whose instructions, he dared to do this?." "Investigation has not been completed, photos have not been investigated and a police officer is taking a party's name, at a time when the Model Code of Conduct (MCC) is in place. Tomorrow, we will complain to Election Commission (EC) against Rajesh Deo.
Last Updated : Feb 5, 2020, 2:12 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.