ETV Bharat / sports

জিতলেই সেমিফাইনালের টিকিট, বার্মিংহামে আজ শাকিবদের মুখোমুখি কোহলিরা - rohit sharma

ইংল্যান্ডের বিরুদ্ধে হারলেও বাংলাদেশের বিরুদ্ধে ভারত নামছে ফেভারিট হিসেবেই । এই ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করতে চাইছে ভারত ।

বার্মিংহামে আজ শাকিবদের মুখোমুখি কোহলিরা
author img

By

Published : Jul 2, 2019, 10:12 AM IST

বার্মিংহাম, 2 জুলাই : বাংলাদেশের বিরুদ্ধে আজ বার্মিংহামে খেলতে নামবে ভারত । এই বার্মিংহামের এজবাস্টনেই এবার বিশ্বকাপে প্রথম হারের মুখ দেখতে হয়েছে ভারতকে । অবশ্য আগের ম্যাচে হেরেও পয়েন্ট টেবিলে দুই নম্বরে ভারত । কিন্তু অপরাজেয় তকমাটা হারিয়েছে টিম ইন্ডিয়া । তবে আজকে মাঠে নামার আগে বাংলাদেশের থেকে তুলনামূলকভাবে কম চাপে ভারত । চলতি বিশ্বকাপে লিগে মুখোমুখি হওয়ার আগে ওয়ার্ম-আপ ম্যাচে সাক্ষাৎ হয়েছিল ভারত ও বাংলাদেশের । সেই ম্যাচে লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনির জোড়া সেঞ্চুরির উপর ভর করে জিতেছিল ভারত ।

বিশ্বকাপের গ্রুপ লিগে ভারত ও বাংলাদেশের দু'টি করে ম্যাচ বাকি । তবে ভারতের জন্য সেমিফাইনালের সমীকরণ বাংলাদেশের তুলনায় সহজ । দু'টি ম্যাচের যে কোনও একটিতে জিতলেই ভারত সেমিফাইনালে পৌঁছাবে । সেখানে বাংলাদেশকে সেমিতে পৌঁছাতে হলে জিততে হবে দু'টি ম্যাচই । পাশাপাশি তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ড ম্যাচের উপর ।

বাংলাদেশকে ভরসা দিচ্ছে শাকিব আল হাসানের দুরন্ত ফর্ম
বাংলাদেশকে ভরসা দিচ্ছে শাকিব আল হাসানের দুরন্ত ফর্ম

বাংলাদেশকে ভরসা দিচ্ছে শাকিব আল হাসানের দুরন্ত ফর্ম । সর্বোচ্চ রানের তালিকায় ইতিমধ্যেই তিন নম্বরে পৌঁছে গেছেন তিনি । অন্যদিকে, দারুণ ছন্দে রয়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মাও । ইতিমধ্যেই সাত ইনিংসে তিনি করে ফেলেছেন তিনটি সেঞ্চুরি । বিরাট কোহলিও ফর্মে আছেন । সেঞ্চুরি না পেলেও প্রথম অধিনায়ক হিসেবে পরপর পাঁচটি ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন তিনি । দুই দলই চাইবে তাদের সেরা অস্ত্রগুলি এই ম্যাচে জ্বলে উঠুক।

দারুণ ছন্দে কোহলি-রোহিত
দারুণ ছন্দে কোহলি-রোহিত

তবে ভারতীয় শিবির বড় ধাক্কা খেয়েছে বিজয় শংকর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় । তার জায়গায় ভারতীয় আসছেন ময়ঙ্ক আগরওয়াল । যিনি এখনও দেশের জার্সিতে ওয়ানডে খেলেননি । এই অবস্থায় ভারতের জন্য বাংলাদেশ ম্যাচ যতটা সহজ ভাবা হচ্ছিল, ততটা না-ও হতে পারে ।

আফগানিস্তান ম্যাচে ভারতের দুর্বলতাগুলো বেরিয়ে এসেছিল অনেকাংশে । সেটা ছিল অশনী সঙ্কেত । ইংল্যান্ডের বিরুদ্ধে তা আরও প্রকটভাবে উঠে এসেছে । হতাশ করেছেন ভারতের দুই স্পিনার । বাংলাদেশের বিরুদ্ধে তাই এক সিমার দিয়ে হয়তো বদলে ফেলা হতে দলের কম্বিনেশন । তবে ইংল্যান্ডের বিরুদ্ধে হারলেও বাংলাদেশের বিরুদ্ধে ভারত নামছে ফেভারিট হিসেবেই । এই ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করতে চাইছে ভারত ।

বার্মিংহাম, 2 জুলাই : বাংলাদেশের বিরুদ্ধে আজ বার্মিংহামে খেলতে নামবে ভারত । এই বার্মিংহামের এজবাস্টনেই এবার বিশ্বকাপে প্রথম হারের মুখ দেখতে হয়েছে ভারতকে । অবশ্য আগের ম্যাচে হেরেও পয়েন্ট টেবিলে দুই নম্বরে ভারত । কিন্তু অপরাজেয় তকমাটা হারিয়েছে টিম ইন্ডিয়া । তবে আজকে মাঠে নামার আগে বাংলাদেশের থেকে তুলনামূলকভাবে কম চাপে ভারত । চলতি বিশ্বকাপে লিগে মুখোমুখি হওয়ার আগে ওয়ার্ম-আপ ম্যাচে সাক্ষাৎ হয়েছিল ভারত ও বাংলাদেশের । সেই ম্যাচে লোকেশ রাহুল ও মহেন্দ্র সিং ধোনির জোড়া সেঞ্চুরির উপর ভর করে জিতেছিল ভারত ।

বিশ্বকাপের গ্রুপ লিগে ভারত ও বাংলাদেশের দু'টি করে ম্যাচ বাকি । তবে ভারতের জন্য সেমিফাইনালের সমীকরণ বাংলাদেশের তুলনায় সহজ । দু'টি ম্যাচের যে কোনও একটিতে জিতলেই ভারত সেমিফাইনালে পৌঁছাবে । সেখানে বাংলাদেশকে সেমিতে পৌঁছাতে হলে জিততে হবে দু'টি ম্যাচই । পাশাপাশি তাকিয়ে থাকতে হবে ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ড ম্যাচের উপর ।

বাংলাদেশকে ভরসা দিচ্ছে শাকিব আল হাসানের দুরন্ত ফর্ম
বাংলাদেশকে ভরসা দিচ্ছে শাকিব আল হাসানের দুরন্ত ফর্ম

বাংলাদেশকে ভরসা দিচ্ছে শাকিব আল হাসানের দুরন্ত ফর্ম । সর্বোচ্চ রানের তালিকায় ইতিমধ্যেই তিন নম্বরে পৌঁছে গেছেন তিনি । অন্যদিকে, দারুণ ছন্দে রয়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মাও । ইতিমধ্যেই সাত ইনিংসে তিনি করে ফেলেছেন তিনটি সেঞ্চুরি । বিরাট কোহলিও ফর্মে আছেন । সেঞ্চুরি না পেলেও প্রথম অধিনায়ক হিসেবে পরপর পাঁচটি ম্যাচে হাফসেঞ্চুরি করেছেন তিনি । দুই দলই চাইবে তাদের সেরা অস্ত্রগুলি এই ম্যাচে জ্বলে উঠুক।

দারুণ ছন্দে কোহলি-রোহিত
দারুণ ছন্দে কোহলি-রোহিত

তবে ভারতীয় শিবির বড় ধাক্কা খেয়েছে বিজয় শংকর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় । তার জায়গায় ভারতীয় আসছেন ময়ঙ্ক আগরওয়াল । যিনি এখনও দেশের জার্সিতে ওয়ানডে খেলেননি । এই অবস্থায় ভারতের জন্য বাংলাদেশ ম্যাচ যতটা সহজ ভাবা হচ্ছিল, ততটা না-ও হতে পারে ।

আফগানিস্তান ম্যাচে ভারতের দুর্বলতাগুলো বেরিয়ে এসেছিল অনেকাংশে । সেটা ছিল অশনী সঙ্কেত । ইংল্যান্ডের বিরুদ্ধে তা আরও প্রকটভাবে উঠে এসেছে । হতাশ করেছেন ভারতের দুই স্পিনার । বাংলাদেশের বিরুদ্ধে তাই এক সিমার দিয়ে হয়তো বদলে ফেলা হতে দলের কম্বিনেশন । তবে ইংল্যান্ডের বিরুদ্ধে হারলেও বাংলাদেশের বিরুদ্ধে ভারত নামছে ফেভারিট হিসেবেই । এই ম্যাচ জিতেই সেমিফাইনাল নিশ্চিত করতে চাইছে ভারত ।

Mumbai, Jul 02 (ANI): At least 13 persons died while 13 others sustained injuries after a wall collapsed near a school in Pimpripada area of Malad East on Tuesday night. A compound wall collapsed on the hutments due to heavy downpour. Many are feared trapped under the debris. National Disaster Response Force (NDRF), fire brigade and police had rushed to the spot to rescue those trapped under the debris. Thirteen people have been admitted to the trauma centre at Jogeshwari and Shatabdi Hospital in Kandivali. Some people were rescued by the public before the arrival of the fire brigade and NDRF team.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.