পোচেস্ট্রুমে, 9 ফেব্রুয়ারি : অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও বাংলাদেশ ৷ অনূর্ধ্ব 19 বিশ্বকাপে পঞ্চম ট্রফির লক্ষ্যে নামছে ভারত ৷ অন্যদিকে প্রথমবারের জন্য ফাইনালে উঠেছে বাংলাদেশ ৷ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত বাংলাদেশ অধিনায়কের ৷ ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পরে ভারত ৷ 6.4 ওভারে ভারতের প্রথম উইকেটের পতন ঘটে ৷ 8 ওভার শেষে ভারতের রান 1 উইকেটে 17 ৷
গতকালই তৃতীয় স্থানাধিকারি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছে ৷ তাই সংশয় ছিল ফাইনাল ম্যাচ নিয়েও ৷ কিন্তু সকাল থেকেই পোচেস্ট্রুমের আকাশ পরিষ্কার ৷
ফাইনাল ম্যাচের আগেই শুভেচ্ছা বার্তা এসেছে সিনিয়র দলের কাছ থেকে ৷ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন সচিন-কোহলির মতো কিংবদন্তিও ৷ বাংলাদেশকে হারিয়ে পঞ্চমবারের জন্য ট্রফি ঘরে তুলতে মরিয়া ভারতীয়রা ৷