ETV Bharat / sports

এক নজরে ভারতীয় ক্রিকেটের এই বছর - ভারতের ক্রীড়াসূচি

বছর শেষ ৷ নতুন বছর নতুন চ্যলেঞ্জ ৷ একনজরে দেখে নেওয়া যাক বছরভর ভারতের ক্রীড়াসূচি ৷

image
টিম ইন্ডিয়া
author img

By

Published : Jan 2, 2020, 9:16 PM IST

কলকাতা, 2 জানুয়ারি : এক দশক শেষ ৷ নতুন দশকের দিকে পা বাড়িয়েছে দুনিয়া ৷ শেষ দশকে দেখা গেছে ভারতীয় ক্রিকেটের জয় জয়কার ৷ দশকের সর্বোচ্চ ব্যক্তিগত 20960 রান ভারত অধিনায়ক বিরাট কোহলির দখলে ৷ অন্যদিকে দশকের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীও ভারতীয় ৷ রবিচন্দ্র অশ্বিনের দখলে রয়েছে 564টি উইকেট ৷ এই দশকেই দীর্ঘ 28 বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ ঘরে তুলেছে মেন ইন ব্লুরা ৷ দুটি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে ভারত ৷ আবার টেস্টে ধরে রেখেছে এক নম্বরের শিরোপা ৷ কিন্তু দশক শেষ, বছরও শেষ ৷ নতুন বছরে টিম কোহলির জন্য কী কী চ্যালেঞ্জ করছে ভারতের জন্য? দেখে নেওয়া যাক এই বছর ভারতের ক্রীড়াসূচি ৷

বছরের শুরুতেই ভারতে খেলতে আসছে শ্রীলঙ্কা ৷ ভারতের বিরুদ্ধে তিনটি টি-20 ম্যাচ খেলবে মালিঙ্গার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা দল ৷

  • 5 জানুয়ারি, প্রথম টি-20, স্থান- গুয়াহাটি
  • 7 জানুয়ারি, দ্বিতীয় টি-20, স্থান - ইন্দোর
  • 10 জানুয়ারি, ততীয় টি-20, স্থান - পুনে

শ্রীলঙ্কার পরই ভারতে আসছে অস্ট্রেলিয়া ৷ অজ়িদের বিরুদ্ধে 3টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত ৷

image
ভারতের অজ়ি চ্যালেঞ্জ
  • 14 জানুয়ারি, প্রথম ওয়ান-ডে, স্থান- ওয়াংখেড়ে স্টেডিয়াম
  • 17 জানুয়ারি, দ্বিতীয় ওয়ান-ডে, স্থান - সৌরাষ্ট্র, রাজকোট
  • 19 জানুয়ারি, তৃতীয় ওয়ান-ডে , স্থান - বেঙ্গালুরু

ঘরের মাঠে শ্রীলঙ্কা ও বাংলাদেশ চ্যালেঞ্জের পর বিদেশ সফর কোহলিদের ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ট-20 ম্যাচ, 3টি ওয়ান-ডে ম্যাচ ও 2টি টেস্ট খেলবে ভারত ৷

image
ভারতের কিউয়ি চ্যালেঞ্জ
  • 24 জানুয়ারি, প্রথম টি-20, স্থান- ইডেন পার্ক, অ্যাকল্যান্ড
  • 26 জানুয়ারি, দ্বিতীয় টি-20 , স্থান- ইডেন পার্ক, অ্যাকল্যান্ড
  • 29 জানুয়ারি, তৃতীয় টি-20 , স্থান- সিডন পার্ক, হ্যামিলটন
  • 31 জানুয়ারি, চতুর্থ টি-20 , স্থান- ওয়েস্ট প্যাক স্টেডিয়াম , ওয়েলিংটন
  • 2 ফ্রেব্রুয়ারি , পঞ্চম টি-20, স্থান - বে ওভাল
  • 5 ফ্রেবুয়ারি , প্রথম ওয়ান-ডে, স্থান- সিডন পার্ক, হ্যামিলটন
  • 8 ফ্রেব্রুয়ারি, দ্বিতীয় ওয়ান-ডে, স্থান- ইডেন পার্ক, অ্যাকল্যান্ড
  • 11 ফ্রেব্রুয়ারি, তৃতীয় ওয়ান-ডে , স্থান - বে ওভাল
  • 21 ফ্রেব্রুয়ারি, প্রথম টেস্ট, স্থান- ওয়েস্ট প্যাক স্টেডিয়াম , ওয়েলিংটন
  • 29 ফ্রেব্রুয়ারি, দ্বিতীয় টেস্ট, স্থান - হাগলে ওভাল, ক্রাইস্টচার্চ

নিউজ়িল্যান্ড সফর শেষ করে দেশে ফিরে মার্চে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টিম কোহলি ৷ ডুপ্লেসিদের বিরুদ্ধে 3টি ওয়ান-ডে ম্যাচ খেলবে ভারত ৷

image
দক্ষিণ আফ্রিকা
  • 12 মার্চ, প্রথম ওয়ান-ডে, স্থান- HPCA স্টেডিয়াম, ধরমশালা
  • 15 মার্চ, দ্বিতীয় ওয়ান-ডে, স্থান- অটল বিহরী বাজপেয়ী স্টেডিয়াম, লখনউ
  • 18 মার্চ, তৃতীয় ওয়ান-ডে, স্থান - ইডেন গার্ডেন্স, কলকাতা
    image
    লসিথের নেতৃত্বে টিম শ্রীলঙ্কা
  • এরপর জুলাইয়ে ভারত খেলতে যাবে শ্রীলঙ্কায় ৷ যদিও এই সিরিজ়ের দিন ও স্টেডিয়াম এখনও ঠিক হয়নি ৷
  • শ্রীলঙ্কা সফর শেষ করেই এশিয়া কাপ ৷ তবে এবারের এশিয়া কাপ হবে পাকিস্তানে ৷ তাই ভারতের অংশগ্রহণ এখনও বিশ বাঁও জলে ৷
  • শ্রীলঙ্কা সফর শেষ করেই এশিয়া কাপ ৷ তবে এবারের এশিয়া কাপ হবে পাকিস্তানে ৷ তাই ভারতের অংশগ্রহণ এখনও বিশ বাঁও জলে ৷
  • ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেই টি-20 বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া উড়ে যাবে টিম ইন্ডিয়া ৷ নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযাগীতা ৷

    image
    বিশ্বজয়ী ইংল্যান্ড
  • ভারতের বছর শেষ হবে অস্ট্রেলিয়ায়৷ অজ়িদের ঘরের মাঠে কোহলিরা খেলবে 4টি টেস্ট, 3টি ওয়ান-ডে ৷ এখনও এই সিরিজ়ের দিনক্ষণ ঘোষণা বাকি ৷

কলকাতা, 2 জানুয়ারি : এক দশক শেষ ৷ নতুন দশকের দিকে পা বাড়িয়েছে দুনিয়া ৷ শেষ দশকে দেখা গেছে ভারতীয় ক্রিকেটের জয় জয়কার ৷ দশকের সর্বোচ্চ ব্যক্তিগত 20960 রান ভারত অধিনায়ক বিরাট কোহলির দখলে ৷ অন্যদিকে দশকের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীও ভারতীয় ৷ রবিচন্দ্র অশ্বিনের দখলে রয়েছে 564টি উইকেট ৷ এই দশকেই দীর্ঘ 28 বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ ঘরে তুলেছে মেন ইন ব্লুরা ৷ দুটি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে ভারত ৷ আবার টেস্টে ধরে রেখেছে এক নম্বরের শিরোপা ৷ কিন্তু দশক শেষ, বছরও শেষ ৷ নতুন বছরে টিম কোহলির জন্য কী কী চ্যালেঞ্জ করছে ভারতের জন্য? দেখে নেওয়া যাক এই বছর ভারতের ক্রীড়াসূচি ৷

বছরের শুরুতেই ভারতে খেলতে আসছে শ্রীলঙ্কা ৷ ভারতের বিরুদ্ধে তিনটি টি-20 ম্যাচ খেলবে মালিঙ্গার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা দল ৷

  • 5 জানুয়ারি, প্রথম টি-20, স্থান- গুয়াহাটি
  • 7 জানুয়ারি, দ্বিতীয় টি-20, স্থান - ইন্দোর
  • 10 জানুয়ারি, ততীয় টি-20, স্থান - পুনে

শ্রীলঙ্কার পরই ভারতে আসছে অস্ট্রেলিয়া ৷ অজ়িদের বিরুদ্ধে 3টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত ৷

image
ভারতের অজ়ি চ্যালেঞ্জ
  • 14 জানুয়ারি, প্রথম ওয়ান-ডে, স্থান- ওয়াংখেড়ে স্টেডিয়াম
  • 17 জানুয়ারি, দ্বিতীয় ওয়ান-ডে, স্থান - সৌরাষ্ট্র, রাজকোট
  • 19 জানুয়ারি, তৃতীয় ওয়ান-ডে , স্থান - বেঙ্গালুরু

ঘরের মাঠে শ্রীলঙ্কা ও বাংলাদেশ চ্যালেঞ্জের পর বিদেশ সফর কোহলিদের ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ট-20 ম্যাচ, 3টি ওয়ান-ডে ম্যাচ ও 2টি টেস্ট খেলবে ভারত ৷

image
ভারতের কিউয়ি চ্যালেঞ্জ
  • 24 জানুয়ারি, প্রথম টি-20, স্থান- ইডেন পার্ক, অ্যাকল্যান্ড
  • 26 জানুয়ারি, দ্বিতীয় টি-20 , স্থান- ইডেন পার্ক, অ্যাকল্যান্ড
  • 29 জানুয়ারি, তৃতীয় টি-20 , স্থান- সিডন পার্ক, হ্যামিলটন
  • 31 জানুয়ারি, চতুর্থ টি-20 , স্থান- ওয়েস্ট প্যাক স্টেডিয়াম , ওয়েলিংটন
  • 2 ফ্রেব্রুয়ারি , পঞ্চম টি-20, স্থান - বে ওভাল
  • 5 ফ্রেবুয়ারি , প্রথম ওয়ান-ডে, স্থান- সিডন পার্ক, হ্যামিলটন
  • 8 ফ্রেব্রুয়ারি, দ্বিতীয় ওয়ান-ডে, স্থান- ইডেন পার্ক, অ্যাকল্যান্ড
  • 11 ফ্রেব্রুয়ারি, তৃতীয় ওয়ান-ডে , স্থান - বে ওভাল
  • 21 ফ্রেব্রুয়ারি, প্রথম টেস্ট, স্থান- ওয়েস্ট প্যাক স্টেডিয়াম , ওয়েলিংটন
  • 29 ফ্রেব্রুয়ারি, দ্বিতীয় টেস্ট, স্থান - হাগলে ওভাল, ক্রাইস্টচার্চ

নিউজ়িল্যান্ড সফর শেষ করে দেশে ফিরে মার্চে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টিম কোহলি ৷ ডুপ্লেসিদের বিরুদ্ধে 3টি ওয়ান-ডে ম্যাচ খেলবে ভারত ৷

image
দক্ষিণ আফ্রিকা
  • 12 মার্চ, প্রথম ওয়ান-ডে, স্থান- HPCA স্টেডিয়াম, ধরমশালা
  • 15 মার্চ, দ্বিতীয় ওয়ান-ডে, স্থান- অটল বিহরী বাজপেয়ী স্টেডিয়াম, লখনউ
  • 18 মার্চ, তৃতীয় ওয়ান-ডে, স্থান - ইডেন গার্ডেন্স, কলকাতা
    image
    লসিথের নেতৃত্বে টিম শ্রীলঙ্কা
  • এরপর জুলাইয়ে ভারত খেলতে যাবে শ্রীলঙ্কায় ৷ যদিও এই সিরিজ়ের দিন ও স্টেডিয়াম এখনও ঠিক হয়নি ৷
  • শ্রীলঙ্কা সফর শেষ করেই এশিয়া কাপ ৷ তবে এবারের এশিয়া কাপ হবে পাকিস্তানে ৷ তাই ভারতের অংশগ্রহণ এখনও বিশ বাঁও জলে ৷
  • শ্রীলঙ্কা সফর শেষ করেই এশিয়া কাপ ৷ তবে এবারের এশিয়া কাপ হবে পাকিস্তানে ৷ তাই ভারতের অংশগ্রহণ এখনও বিশ বাঁও জলে ৷
  • ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেই টি-20 বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া উড়ে যাবে টিম ইন্ডিয়া ৷ নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযাগীতা ৷

    image
    বিশ্বজয়ী ইংল্যান্ড
  • ভারতের বছর শেষ হবে অস্ট্রেলিয়ায়৷ অজ়িদের ঘরের মাঠে কোহলিরা খেলবে 4টি টেস্ট, 3টি ওয়ান-ডে ৷ এখনও এই সিরিজ়ের দিনক্ষণ ঘোষণা বাকি ৷

New Delhi, Jan 02 (ANI): After days of cold spell, people in Delhi-NCR are expected to get respite from harsh weather. According to Indian Meteorological Department (IMD), intensity of cold weather is likely to decrease. Regional Head of IMD, Kuldeep Srivastava said, "Due to clear sky, sun is sunny today. We are hoping good sunlight in next 3-4 days. Light drizzle may occur in some places on Jan 02. Till January 6, the sun will be sunny; people will get relief from the cold. Definitely, north-west India and Delhi-NCR will get relief from cold in coming days."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.