কলকাতা, 2 জানুয়ারি : এক দশক শেষ ৷ নতুন দশকের দিকে পা বাড়িয়েছে দুনিয়া ৷ শেষ দশকে দেখা গেছে ভারতীয় ক্রিকেটের জয় জয়কার ৷ দশকের সর্বোচ্চ ব্যক্তিগত 20960 রান ভারত অধিনায়ক বিরাট কোহলির দখলে ৷ অন্যদিকে দশকের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীও ভারতীয় ৷ রবিচন্দ্র অশ্বিনের দখলে রয়েছে 564টি উইকেট ৷ এই দশকেই দীর্ঘ 28 বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ ঘরে তুলেছে মেন ইন ব্লুরা ৷ দুটি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে ভারত ৷ আবার টেস্টে ধরে রেখেছে এক নম্বরের শিরোপা ৷ কিন্তু দশক শেষ, বছরও শেষ ৷ নতুন বছরে টিম কোহলির জন্য কী কী চ্যালেঞ্জ করছে ভারতের জন্য? দেখে নেওয়া যাক এই বছর ভারতের ক্রীড়াসূচি ৷
বছরের শুরুতেই ভারতে খেলতে আসছে শ্রীলঙ্কা ৷ ভারতের বিরুদ্ধে তিনটি টি-20 ম্যাচ খেলবে মালিঙ্গার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা দল ৷
- 5 জানুয়ারি, প্রথম টি-20, স্থান- গুয়াহাটি
- 7 জানুয়ারি, দ্বিতীয় টি-20, স্থান - ইন্দোর
- 10 জানুয়ারি, ততীয় টি-20, স্থান - পুনে
শ্রীলঙ্কার পরই ভারতে আসছে অস্ট্রেলিয়া ৷ অজ়িদের বিরুদ্ধে 3টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারত ৷
- 14 জানুয়ারি, প্রথম ওয়ান-ডে, স্থান- ওয়াংখেড়ে স্টেডিয়াম
- 17 জানুয়ারি, দ্বিতীয় ওয়ান-ডে, স্থান - সৌরাষ্ট্র, রাজকোট
- 19 জানুয়ারি, তৃতীয় ওয়ান-ডে , স্থান - বেঙ্গালুরু
ঘরের মাঠে শ্রীলঙ্কা ও বাংলাদেশ চ্যালেঞ্জের পর বিদেশ সফর কোহলিদের ৷ নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ট-20 ম্যাচ, 3টি ওয়ান-ডে ম্যাচ ও 2টি টেস্ট খেলবে ভারত ৷
- 24 জানুয়ারি, প্রথম টি-20, স্থান- ইডেন পার্ক, অ্যাকল্যান্ড
- 26 জানুয়ারি, দ্বিতীয় টি-20 , স্থান- ইডেন পার্ক, অ্যাকল্যান্ড
- 29 জানুয়ারি, তৃতীয় টি-20 , স্থান- সিডন পার্ক, হ্যামিলটন
- 31 জানুয়ারি, চতুর্থ টি-20 , স্থান- ওয়েস্ট প্যাক স্টেডিয়াম , ওয়েলিংটন
- 2 ফ্রেব্রুয়ারি , পঞ্চম টি-20, স্থান - বে ওভাল
- 5 ফ্রেবুয়ারি , প্রথম ওয়ান-ডে, স্থান- সিডন পার্ক, হ্যামিলটন
- 8 ফ্রেব্রুয়ারি, দ্বিতীয় ওয়ান-ডে, স্থান- ইডেন পার্ক, অ্যাকল্যান্ড
- 11 ফ্রেব্রুয়ারি, তৃতীয় ওয়ান-ডে , স্থান - বে ওভাল
- 21 ফ্রেব্রুয়ারি, প্রথম টেস্ট, স্থান- ওয়েস্ট প্যাক স্টেডিয়াম , ওয়েলিংটন
- 29 ফ্রেব্রুয়ারি, দ্বিতীয় টেস্ট, স্থান - হাগলে ওভাল, ক্রাইস্টচার্চ
নিউজ়িল্যান্ড সফর শেষ করে দেশে ফিরে মার্চে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টিম কোহলি ৷ ডুপ্লেসিদের বিরুদ্ধে 3টি ওয়ান-ডে ম্যাচ খেলবে ভারত ৷
- 12 মার্চ, প্রথম ওয়ান-ডে, স্থান- HPCA স্টেডিয়াম, ধরমশালা
- 15 মার্চ, দ্বিতীয় ওয়ান-ডে, স্থান- অটল বিহরী বাজপেয়ী স্টেডিয়াম, লখনউ
- 18 মার্চ, তৃতীয় ওয়ান-ডে, স্থান - ইডেন গার্ডেন্স, কলকাতা
- এরপর জুলাইয়ে ভারত খেলতে যাবে শ্রীলঙ্কায় ৷ যদিও এই সিরিজ়ের দিন ও স্টেডিয়াম এখনও ঠিক হয়নি ৷
- শ্রীলঙ্কা সফর শেষ করেই এশিয়া কাপ ৷ তবে এবারের এশিয়া কাপ হবে পাকিস্তানে ৷ তাই ভারতের অংশগ্রহণ এখনও বিশ বাঁও জলে ৷
- শ্রীলঙ্কা সফর শেষ করেই এশিয়া কাপ ৷ তবে এবারের এশিয়া কাপ হবে পাকিস্তানে ৷ তাই ভারতের অংশগ্রহণ এখনও বিশ বাঁও জলে ৷
-
ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেই টি-20 বিশ্বকাপের জন্য অস্ট্রেলিয়া উড়ে যাবে টিম ইন্ডিয়া ৷ নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযাগীতা ৷
-
ভারতের বছর শেষ হবে অস্ট্রেলিয়ায়৷ অজ়িদের ঘরের মাঠে কোহলিরা খেলবে 4টি টেস্ট, 3টি ওয়ান-ডে ৷ এখনও এই সিরিজ়ের দিনক্ষণ ঘোষণা বাকি ৷