ETV Bharat / sports

গব্বর ঝড়ে মোহালিতে ৩৫৮ রান ভারতের

মোহালিতে অস্ট্রেলিয়াকে ৩৫৯ রানের বিশাল টার্গেট স্থির করে দিল ভারত। আজ সিরিজ়ের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক বিরাট কোহলি। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন ওপেনার রোহিত শর্মা ও শিখর ধওয়ান। ১৮টি চার ও তিনটি ছয়ের সাহায্যে করেন ১৪৩।

author img

By

Published : Mar 10, 2019, 9:16 PM IST

মোহালি, ১০ মার্চ : মোহালিতে অস্ট্রেলিয়াকে ৩৫৯ রানের বিশাল টার্গেট স্থির করে দিল ভারত। আজ সিরিজ়ের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক বিরাট কোহলি। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন ওপেনার রোহিত শর্মা ও শিখর ধওয়ান। আজ ধাওয়ান তাণ্ডব দেখল মোহালি। বিধ্বংসী মেজাজে ছিলেন গব্বর। তাঁকে থামানোর কোনও রাস্তা খুঁজেই পাচ্ছিল না অজ়িরা। ১৮টি চার ও তিনটি ছয়ের সাহায্যে করেন ১৪৩। শেষ পর্যন্ত কামিন্স ছিটকে দিলেন তাঁর উইকেট। ধওয়ান সেঞ্চুরি করলেও পাঁচ রান দূরেই থেমে যান রোহিত। মূলত ১৯৩ রানের ওপেনিং জুটির ওপর ভর করেই বিশাল রান করেন টিম ইন্ডিয়া। ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩৫৮ রান করে ভারত।

টিম ইন্ডিয়া বড় রান করলেও আজ সেঞ্চুরির হ্যাটট্রিক করতে পারলেন না কোহলি। মাত্র ৭ রানেই আউট হয়ে যান। এদিকে সিরিজ়ের শেষ দুই ম্যাচে বিশ্রামে রয়েছেন ধোনি। তাঁর পরিবর্তে দলে সুযোগ পান ঋষভ পন্ত। শেষের দিকে ২৪ বলে ৩৬ রান করে ভারতকে বড় রান করতে সাহায্য করলেন তিনি। শেষে এসে ১৫ বলে ২৬ রানের ছোট অথচ দরকারি ইনিংস খেলেন বজয় শংকর। আর শেষ বলে ছক্কা মেরে সবাইকে চমকে দেন বুমরাহ।

ঋষভ ছাড়াও কোহলি আজকে দলে একাধিক পরিবর্তন আনেন। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T-20 সিরিজ়ে ব্যাট হাতে সাফল্য পেয়েছিলেন লোকেশ রাহুল। আজ চার নম্বরে অম্বতি রায়ডুর পরিবর্তে দলে ফেরানো হল তাঁকে। তিনি করেন ৩১ বলে ২৬ রান। মূলত বিশ্বকাপের আগে ওপেনিং ও চার নম্বরে বিকল্প ক্রিকেটার তৈরি রাখতেই রাহুলকে পরখ করে নিতে চেয়েছিল টিম ম্যনেজমেন্ট। পেসার শামির পরিবর্তে এসেছেন ভুবনেশ্বর কুমার। বুমরাহ-ভুবি-র পেস আক্রমণ অজ়িদের কতটা চাপে ফেলে সেটাই এখন দেখার। সেই সঙ্গে স্পিন বিভাগে এদিন কুলদীপের সঙ্গী যুজবেন্দ্র চাহাল।

মোহালি, ১০ মার্চ : মোহালিতে অস্ট্রেলিয়াকে ৩৫৯ রানের বিশাল টার্গেট স্থির করে দিল ভারত। আজ সিরিজ়ের চতুর্থ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়ক বিরাট কোহলি। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন ওপেনার রোহিত শর্মা ও শিখর ধওয়ান। আজ ধাওয়ান তাণ্ডব দেখল মোহালি। বিধ্বংসী মেজাজে ছিলেন গব্বর। তাঁকে থামানোর কোনও রাস্তা খুঁজেই পাচ্ছিল না অজ়িরা। ১৮টি চার ও তিনটি ছয়ের সাহায্যে করেন ১৪৩। শেষ পর্যন্ত কামিন্স ছিটকে দিলেন তাঁর উইকেট। ধওয়ান সেঞ্চুরি করলেও পাঁচ রান দূরেই থেমে যান রোহিত। মূলত ১৯৩ রানের ওপেনিং জুটির ওপর ভর করেই বিশাল রান করেন টিম ইন্ডিয়া। ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৩৫৮ রান করে ভারত।

টিম ইন্ডিয়া বড় রান করলেও আজ সেঞ্চুরির হ্যাটট্রিক করতে পারলেন না কোহলি। মাত্র ৭ রানেই আউট হয়ে যান। এদিকে সিরিজ়ের শেষ দুই ম্যাচে বিশ্রামে রয়েছেন ধোনি। তাঁর পরিবর্তে দলে সুযোগ পান ঋষভ পন্ত। শেষের দিকে ২৪ বলে ৩৬ রান করে ভারতকে বড় রান করতে সাহায্য করলেন তিনি। শেষে এসে ১৫ বলে ২৬ রানের ছোট অথচ দরকারি ইনিংস খেলেন বজয় শংকর। আর শেষ বলে ছক্কা মেরে সবাইকে চমকে দেন বুমরাহ।

ঋষভ ছাড়াও কোহলি আজকে দলে একাধিক পরিবর্তন আনেন। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে T-20 সিরিজ়ে ব্যাট হাতে সাফল্য পেয়েছিলেন লোকেশ রাহুল। আজ চার নম্বরে অম্বতি রায়ডুর পরিবর্তে দলে ফেরানো হল তাঁকে। তিনি করেন ৩১ বলে ২৬ রান। মূলত বিশ্বকাপের আগে ওপেনিং ও চার নম্বরে বিকল্প ক্রিকেটার তৈরি রাখতেই রাহুলকে পরখ করে নিতে চেয়েছিল টিম ম্যনেজমেন্ট। পেসার শামির পরিবর্তে এসেছেন ভুবনেশ্বর কুমার। বুমরাহ-ভুবি-র পেস আক্রমণ অজ়িদের কতটা চাপে ফেলে সেটাই এখন দেখার। সেই সঙ্গে স্পিন বিভাগে এদিন কুলদীপের সঙ্গী যুজবেন্দ্র চাহাল।

Gandhinagar (Gujarat), Mar 10 (ANI): Gujarat Chief Minister Vijay Rupani chaired meeting with party leaders in Gujarat's Gandhinagar today. Gujarat Deputy Chief Minister Nitinbhai Patel was also present in the meeting along with other party leaders.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.