ETV Bharat / sports

নিউজ়িল্যান্ডে প্রথম T-20 সিরিজ় জয়ের হাতছানি ভারতের সামনে - t20

আজ হ্যামিল্টনে নিউজ়িল্যান্ডের মাটিতে প্রথম T-20 সিরিজ় জয়ের হাতছানি ভারতের কাছে।

আজ হ্যামিল্টনে সিরিজ়ের শেষ ম্যাচ
author img

By

Published : Feb 10, 2019, 9:49 AM IST

হ্যামিল্টন, ১০ ফেব্রুয়ারি : প্রথম ম্যাচে লজ্জার হারের পর দুরন্তভাবে ফিরে এসেছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজ় এই মুহূর্তে ১-১। রোহিত শর্মার দলের সামনে এখন নিউজ়িল্যান্ডের মাটিতে প্রথম T-20 সিরিজ় জয়ের হাতছানি। আজ হ্যামিল্টনে তিন ম্যাচের সিরিজ়ের শেষ ম্যাচ দুই দলের কাছেই এক কথায় ফাইনাল।

তিন মাস আগে অস্ট্রেলিয়ায় T-20 সিরিজ় দিয়ে বিদেশ সফর শুরু করেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজ় শেষ হয়েছিল ১-১-এ। তার পর থেকে জয়ের ধারা অব্যাহত রেখেছে তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ় জয়ের পর ওয়ান ডে সিরিজ়েও আসে জয়। সেখান থেকে নিউজ়িল্যান্ডে এসে ৪-১-এ ওয়ান ডে সিরিজ় জয় করে ভারত। এই ম্যাচ জিততে পারলে শেষ হবে ভারতের সফল ডাউনআন্ডার যাত্রা।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট প্রথম দুই ম্যাচে একই দল রেখেছিল। বাঁ হাতি পেসার খলিল আহমেদ বলেন, "দ্বিতীয় ম্যাচে জয় আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে। যা কাজে লাগবে শেষ ম্যাচে।" তিনি আরও বলেন, "প্রথম ম্যাচের ভুলগুলো আমরা দ্বিতীয় ম্যাচে শুধরে নিয়েছিলাম। আশা করি শেষ ম্যাচেও আমরা সেই ভুলগুলো করব না।"

undefined

হ্যামিল্টন, ১০ ফেব্রুয়ারি : প্রথম ম্যাচে লজ্জার হারের পর দুরন্তভাবে ফিরে এসেছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজ় এই মুহূর্তে ১-১। রোহিত শর্মার দলের সামনে এখন নিউজ়িল্যান্ডের মাটিতে প্রথম T-20 সিরিজ় জয়ের হাতছানি। আজ হ্যামিল্টনে তিন ম্যাচের সিরিজ়ের শেষ ম্যাচ দুই দলের কাছেই এক কথায় ফাইনাল।

তিন মাস আগে অস্ট্রেলিয়ায় T-20 সিরিজ় দিয়ে বিদেশ সফর শুরু করেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজ় শেষ হয়েছিল ১-১-এ। তার পর থেকে জয়ের ধারা অব্যাহত রেখেছে তারা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ় জয়ের পর ওয়ান ডে সিরিজ়েও আসে জয়। সেখান থেকে নিউজ়িল্যান্ডে এসে ৪-১-এ ওয়ান ডে সিরিজ় জয় করে ভারত। এই ম্যাচ জিততে পারলে শেষ হবে ভারতের সফল ডাউনআন্ডার যাত্রা।

ভারতীয় টিম ম্যানেজমেন্ট প্রথম দুই ম্যাচে একই দল রেখেছিল। বাঁ হাতি পেসার খলিল আহমেদ বলেন, "দ্বিতীয় ম্যাচে জয় আমাদের আত্মবিশ্বাস জুগিয়েছে। যা কাজে লাগবে শেষ ম্যাচে।" তিনি আরও বলেন, "প্রথম ম্যাচের ভুলগুলো আমরা দ্বিতীয় ম্যাচে শুধরে নিয়েছিলাম। আশা করি শেষ ম্যাচেও আমরা সেই ভুলগুলো করব না।"

undefined


Kathmandu (Nepal), Feb 10 (ANI): Valentine's Day is around the corner and demand for red roses has risen significantly in Nepal. Rose from India has gained popularity for its quality among youth in Nepal. According to Floriculture Association Nepal (FAN), about 160,000 stems of roses would be imported for 2019's Valentine's Day from India. Last year, Nepal imported rose worth Nepalese Rs 12.8 Million. This year import is expected to be even higher worth Nepalese Rs 15 Million.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.