রায়পুর (ছত্তিশগড়), 5 মার্চ : আমেদাবাদে একদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে কোহলিরা ৷ দিনের আলো নামতেই শেষ হয়ে যাবে দ্বিতীয় দিনের খেলা ৷ আর তারপরই 22 গজের দখল নেবেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেওয়াগ, যুবরাজ সিংয়ের মতো দেশের প্রাক্তন ক্রিকেটাররা ৷ পথ সুরক্ষার বার্তা দিতে ফের ব্যাট হাতে নামবেন দেশের ক্রিকেট ব্যক্তিত্বরা ৷ প্রতিপক্ষ প্রতিবেশী দেশ বাংলাদেশ ৷
ছত্তিশগড়ের রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাতটায় ইন্ডিয়ান লেজেন্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ লেজেন্ডস ৷ ভারতীয় লেজেন্ডসের অধিনায়ক সচিন তেন্ডুলকর ৷ বাংলাদেশ লেজেন্ডসের দায়িত্বে রয়েছেন মহম্মদ রফিক ৷ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ়ের দ্বিতীয় সংস্করণ শুরু হচ্ছে এই ম্যাচ দিয়ে ৷ এই টি-20 টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাকি দলগুলি হল শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ় এবং ইংল্যান্ড ৷
গতবছর শুরু হয়েছিল রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ় ৷ পথ সুরক্ষার বিষয়ে সাধারণ মানুষকে সতর্ক করতে শুরু হয়েছিল এই সিরিজ় ৷ ক্রিকেটপ্রেমীদের মধ্যে যা ব্যাপক সাড়া ফেলেছিল ৷ দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটারদের আরও একবার 22 গজে দেখার সুযোগ ছাড়েনি ক্রিকেট ভক্তরা ৷ কিন্তু করোনার কারণে মাঝপথে সিরিজ় স্থগিত হয়ে যায় ৷ স্থগিত হয়ে যাওয়া সিরিজ়ের বাকি ম্যাচগুলি খেলা হবে এবছর ৷
আরও পড়ুন : সিরাজকে কটূক্তি স্টোকসের, আসরে নামলেন কোহলি
মাঠে নামার আগে জোর প্রস্তুতি নিয়েছেন সচিন, সেওয়াগরা ৷ প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার উত্তেজনায় ফুটছেন মাস্টার ব্লাস্টার ৷ আজ সকালেই টুইটারে অনুশীলনের একটি ছোট্ট ক্লিপ শেয়ার করেন সচিন ৷ লেখেন, দেশের হয়ে মাঠে নামার আগে সবসময় শিহরিত হই ৷ আরও একবার দেশের হয়ে খেলার জন্য তৈরি ৷ এই সিরিজ়ের সাহায্যে পথ সুরক্ষার বিষয়ে মানুষকে জাগরিত করতে পারব ৷
-
Stepping on the field for India always gives me goosebumps.
— Sachin Tendulkar (@sachin_rt) March 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Looking forward to playing for our country, and spreading awareness about road safety through the #RoadSafetyWorldSeries. pic.twitter.com/ld6fnPdfCY
">Stepping on the field for India always gives me goosebumps.
— Sachin Tendulkar (@sachin_rt) March 5, 2021
Looking forward to playing for our country, and spreading awareness about road safety through the #RoadSafetyWorldSeries. pic.twitter.com/ld6fnPdfCYStepping on the field for India always gives me goosebumps.
— Sachin Tendulkar (@sachin_rt) March 5, 2021
Looking forward to playing for our country, and spreading awareness about road safety through the #RoadSafetyWorldSeries. pic.twitter.com/ld6fnPdfCY
ইন্ডিয়ান লেজেন্ডস টিমে রয়েছেন সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহওয়াগ, যুবরাজ সিং, মহম্মদ কাইফ, ইউসুফ পাঠান, নমন ওঝা, জাহির খান, প্রজ্ঞান ওঝা, নোয়েল ডেভিড, মুনাফ পটেল, ইরফান পাঠান এবং মনপ্রীত গোনি ৷ সম্প্রতি অবসর নেওয়ার পর প্রজ্ঞান ও ইউসুফ টিমে অন্তর্ভুক্ত হয়েছেন ৷